সোজাব রাজা (উর্দু: شوزيب رضا ‎‎) একজন পাকিস্তানি ক্রিকেট আম্পায়ার

সোজাব রাজা
Shozab Raza
شوزيب رضا
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সোজাব রাজা
জন্ম (1964-10-31) ৩১ অক্টোবর ১৯৬৪ (বয়স ৬০)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
আম্পায়ারিং তথ্য
ওডিআই আম্পায়ার১১ (২০১২–২০১৫)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২৫ ফেব্রুয়ারি ২০১২

কর্মজীবন

সম্পাদনা

রাজা ২০১২ সালে শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য পাকিস্তান বনাম আফগানিস্তান দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে আম্পায়ারিং মাধ্যমে আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেন।[] এরপর তিনি একই বছরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিতব্য পাকিস্তান বনাম ইংল্যান্ড দলের মধ্যকার ১ম টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) তত্বাবধানের মাধ্যমে টি২০তে আম্পায়ারের মর্যাদা পান।[] তিনি ২০১২ সালে অপর দুই পাকিস্তানি আম্পায়ার জামীর হায়দার এবং আহসান রাজাকে সাথে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সাথে চুক্তিবদ্ধ হন।[]

আন্তর্জাতিক আম্পায়ারিং পরিসংখ্যান

সম্পাদনা

২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখের হিসাব অনুযায়ী :

প্রথম সাম্প্রতিক মোট
ওয়ানডে   পাকিস্তান বনাম   আফগানিস্তান - শারজাহ, ফেব্রুয়ারি ১০, ২০১২[] 1
টি২০আই   পাকিস্তান বনাম   ইংল্যান্ড - দুবাই, ফেব্রুয়ারি ২৩, ২০১২[] 1

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা