২০২২–২৩ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
আন্তর্জাতিক ক্রিকেট সফর
শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ভারত সফর করে।[১] ২০২২ সালের ডিসেম্বর মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[২]
২০২২–২৩ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
ভারত | শ্রীলঙ্কা | ||
তারিখ | ৩ জানুয়ারি ২০২৩ – ১৫ জানুয়ারি ২০২৩ | ||
অধিনায়ক |
রোহিত শর্মা (ওডিআই) হার্দিক পান্ডিয়া (টি২০আই) | দাসুন শানাকা | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | বিরাট কোহলি (২৮৩) | দাসুন শানাকা (১২১) | |
সর্বাধিক উইকেট | মোহাম্মদ সিরাজ (৯) | কসুন রজিতা (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বিরাট কোহলি (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | সূর্যকুমার যাদব (১৭০) | দাসুন শানাকা (১২৪) | |
সর্বাধিক উইকেট | উমরান মালিক (৭) | দিলশান মদুশঙ্কা (৫) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অক্ষর প্যাটেল (ভারত) |
টি২০আই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়।[৩] ওডিআই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৪]
দলীয় সদস্য
সম্পাদনাভারত | শ্রীলঙ্কা | ||
---|---|---|---|
ওডিআই[৫] | টি২০আই[৬] | ওডিআই[৭] | টি২০আই[৮] |
|
|
|
২০২৩ সালের ৩ জানুয়ারি জসপ্রীত বুমরাহকে ভারতের ওডিআই দলে যোগ করা হয়।[৯] দ্বিতীয় টি২০আই ম্যাচের আগে ভারতের টি২০আই দলে জিতেশ শর্মাকে নেয়া হয়।[১০] ওডিআই সিরিজ শুরুর আগে জসপ্রীত বুমরাহ ভারতের ওডিআই দল থেকে ছিটকে যান।[১১]
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা২য় টি২০আই
সম্পাদনা৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- দিলশান মদুশঙ্কা (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
নুওয়ানিন্দু ফার্নান্দো ৫০ (৬৩)
মোহাম্মদ সিরাজ ৩/৩০ (৫.৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- নুওয়ানিন্দু ফার্নান্দো (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
নুওয়ানিন্দু ফার্নান্দো ১৯ (২৭)
মোহাম্মদ সিরাজ ৪/৩২ (১০ ওভার) |
- ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেফরি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা)-এর বদলি হিসেবে খেলেন দুনিথ ভেল্লালাগে।[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India's home season to begin on January 3 with Sri Lanka T20Is"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২।
- ↑ "BCCI announces schedule for Mastercard home series against Sri Lanka, New Zealand & Australia"। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২।
- ↑ "Suryakumar's stunning century propels India to 2-1 series win"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩।
- ↑ "Gill, Kohli and Siraj dazzle as India smash Sri Lanka by record 317-run margin"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "India squad for Sri Lanka series: Hardik T20I captain, Rohit back for ODIs; Pant, Dhawan dropped; Mavi earns maiden call-up"। স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "Hardik to lead India in T20I series against Sri Lanka; Rohit returns for ODIs; Pant not in either squad"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "Sri Lanka squad for India tour 2023"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২২।
- ↑ "Lakshan, Chandimal and Asitha excluded from SL's 20-man squad for India tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২২।
- ↑ "Jasprit Bumrah added to India squad for ODI series against Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Sanju Samson ruled out of T20I series against Sri Lanka; Jitesh Sharma called up"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩।
- ↑ "Jasprit Bumrah to miss India's ODI series against Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৩।
- ↑ "Jeffrey Vandersay, Ashen Bandara injured in on-field collision"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।