২০২২–২৩ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের ভারত সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ভারত সফর করে।[১] ২০২২ সালের ডিসেম্বর মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[২]

২০২২–২৩ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত শ্রীলঙ্কা
তারিখ ৩ জানুয়ারি ২০২৩ – ১৫ জানুয়ারি ২০২৩
অধিনায়ক রোহিত শর্মা (ওডিআই)
হার্দিক পান্ডিয়া (টি২০আই)
দাসুন শানাকা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান বিরাট কোহলি (২৮৩) দাসুন শানাকা (১২১)
সর্বাধিক উইকেট মোহাম্মদ সিরাজ (৯) কসুন রজিতা (৬)
সিরিজ সেরা খেলোয়াড় বিরাট কোহলি (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সূর্যকুমার যাদব (১৭০) দাসুন শানাকা (১২৪)
সর্বাধিক উইকেট উমরান মালিক (৭) দিলশান মদুশঙ্কা (৫)
সিরিজ সেরা খেলোয়াড় অক্ষর প্যাটেল (ভারত)

টি২০আই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়।[৩] ওডিআই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৪]

দলীয় সদস্য সম্পাদনা

  ভারত   শ্রীলঙ্কা
ওডিআই[৫] টি২০আই[৬] ওডিআই[৭] টি২০আই[৮]

২০২৩ সালের ৩ জানুয়ারি জসপ্রীত বুমরাহকে ভারতের ওডিআই দলে যোগ করা হয়।[৯] দ্বিতীয় টি২০আই ম্যাচের আগে ভারতের টি২০আই দলে জিতেশ শর্মাকে নেয়া হয়।[১০] ওডিআই সিরিজ শুরুর আগে জসপ্রীত বুমরাহ ভারতের ওডিআই দল থেকে ছিটকে যান।[১১]

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

৩ জানুয়ারি ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
১৬২/৫ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৬০ (২০ ওভার)
দাসুন শানাকা ৪৫ (২৭)
শিবম মাবি ৪/২২ (৪ ওভার)

২য় টি২০আই সম্পাদনা

৫ জানুয়ারি ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২০৬/৬ (২০ ওভার)
  ভারত
১৯০/৮ (২০ ওভার)
দাসুন শানাকা ৫৬* (২২)
উমরান মালিক ৩/৪৮ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রাহুল ত্রিপাঠী (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই সম্পাদনা

৭ জানুয়ারি ২০২৩
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
২২৮/৫ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৩৭ (১৬.৪ ওভার)
সূর্যকুমার যাদব ১১২* (৫১)
দিলশান মদুশঙ্কা ২/৫৫ (৪ ওভার)
কুশল মেন্ডিস ২৩ (১৫)
অর্শদীপ সিং ৩/২০ (২.৪ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১০ জানুয়ারি ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
৩৭৩/৭ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
৩০৬/৮ (৫০ ওভার)
বিরাট কোহলি ১১৩ (৮৭)
কসুন রজিতা ৩/৮৮ (১০ ওভার)
দাসুন শানাকা ১০৮* (৮৮)
উমরান মালিক ৩/৫৭ (৮ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দিলশান মদুশঙ্কা (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই সম্পাদনা

১২ জানুয়ারি ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২১৫ (৩৯.৪ ওভার)
  ভারত
২১৯/৬ (৪৩.২ ওভার)
নুওয়ানিন্দু ফার্নান্দো ৫০ (৬৩)
মোহাম্মদ সিরাজ ৩/৩০ (৫.৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নুওয়ানিন্দু ফার্নান্দো (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই সম্পাদনা

১৫ জানুয়ারি ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
৩৯০/৫ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
৭৩ (২২ ওভার)
বিরাট কোহলি ১৬৬* (১১০)
কসুন রজিতা ২/৮১ (১০ ওভার)
নুওয়ানিন্দু ফার্নান্দো ১৯ (২৭)
মোহাম্মদ সিরাজ ৪/৩২ (১০ ওভার)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "India's home season to begin on January 3 with Sri Lanka T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২ 
  2. "BCCI announces schedule for Mastercard home series against Sri Lanka, New Zealand & Australia"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২ 
  3. "Suryakumar's stunning century propels India to 2-1 series win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  4. "Gill, Kohli and Siraj dazzle as India smash Sri Lanka by record 317-run margin"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  5. "India squad for Sri Lanka series: Hardik T20I captain, Rohit back for ODIs; Pant, Dhawan dropped; Mavi earns maiden call-up"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২২ 
  6. "Hardik to lead India in T20I series against Sri Lanka; Rohit returns for ODIs; Pant not in either squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২২ 
  7. "Sri Lanka squad for India tour 2023"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২২ 
  8. "Lakshan, Chandimal and Asitha excluded from SL's 20-man squad for India tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২২ 
  9. "Jasprit Bumrah added to India squad for ODI series against Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩ 
  10. "Sanju Samson ruled out of T20I series against Sri Lanka; Jitesh Sharma called up"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩ 
  11. "Jasprit Bumrah to miss India's ODI series against Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৩ 
  12. "Jeffrey Vandersay, Ashen Bandara injured in on-field collision"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা