২০২০–২১ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ
২০২০–২১ বাংলাদেশ মহিলা ফুটবল লিগের চতুর্থ মৌসুম,বাংলাদেশ মহিলাদের ফুটবল লিগ ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে, বাংলাদেশের মহিলা ফুটবলে উপরের স্তর। টুর্নামেন্টটি ৩১ মার্চ থেকে শুরু হয়েছে। [৩][৪][৫] ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেন বসুন্ধরা কিংস। [৬][৭]
মৌসুম | ২০২০–২১ |
---|---|
তারিখ | ৩১ মার্চ ২০২১-১৯ জুলাই ২০২১[১] |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস ২য় শিরোপা |
মোট খেলা | ৫৬ |
মোট গোলসংখ্যা | ২৯৯ (ম্যাচ প্রতি ৫.৩৪টি) |
সেরা খেলোয়াড় | সোহাগী কিস্কু (এআরবি স্পোর্টিং ক্লাব)[২] |
শীর্ষ গোলদাতা | কৃষ্ণা রাণী সরকার (২৮ গোল) (বসুন্ধরা কিংস) |
সর্বোচ্চ স্কোরিং | বসুন্ধরা কিংস ২০-০ নাসরিন স্পোর্টিং ক্লাব (৮ জুন ২০২১) |
দীর্ঘতম টানা জয় | বসুন্ধরা কিংস (১৪টি ম্যাচ) |
দীর্ঘতম টানা অপরাজিত | বসুন্ধরা কিংস (১৪টি ম্যাচ) |
দীর্ঘতম টানা জয়বিহীন | সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব (১৩টি ম্যাচ) |
← ২০১৯–২০ ২০২১-২২ →
সব পরিসংখ্যান ১৯ জুলাই ২০২১ অনুযায়ী সঠিক। |
বাংলাদেশ সরকার দেশে সাত দিনের লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায় মহিলা ফুটবল লিগটি ২০ এপ্রিল, ২০২১ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। [৮]
মাঠ
সম্পাদনাকমলাপুর | |
---|---|
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২৫,০০০ |
দল
সম্পাদনাক্লাব এবং অবস্থান
সম্পাদনাদল | অবস্থান |
---|---|
এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব | নোয়াখালী |
বসুন্ধরা কিংস | ঢাকা |
কুমিল্লা ইউনাইটেড | কুমিল্লা |
এফসি ব্রাহ্মণবাড়িয়া | ব্রাহ্মণবাড়িয়া |
জামালপুর কাছারিপাড়া একাদশ | জামালপুর |
কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব | |
নাসরিন স্পোর্টিং ক্লাব | ঢাকা |
সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব | রংপুর |
কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক
সম্পাদনাদল | প্রধান প্রশিক্ষক | অধিনায়ক | শার্ট স্পনসর | |
---|---|---|---|---|
এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব | মারজিয়া আক্তার | আমির গ্রুপ | ||
বসুন্ধরা কিংস | আবু আহমেদ ফয়সাল | সাবিনা খাতুন | বসুন্ধরা গ্রুপ | |
কুমিল্লা ইউনাইটেড | নজরুল ইসলাম বেলাল | রুমকি আক্তার | ||
এফসি ব্রাহ্মণবাড়িয়া | সুহেলামং | মায়নু মারমা | ||
জামালপুর কাছারিপাড়া একাদশ | আইসা খাতুন বিথি | সাদিয়া আক্তার | ||
কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব | ||||
নাসরিন স্পোর্টিং ক্লাব | ||||
সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব | মোঃ মিলন খান | রুনা আক্তার |
লিগ টেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস | ১৪ | ১৪ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪২ | বিজয়ী |
২ | এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব | ১৪ | ১২ | ০ | ২ | ৭৬ | ৬ | +৭০ | ৩৬ | |
৩ | এফসি ব্রাহ্মণবাড়িয়া | ১৪ | ৭ | ৩ | ৪ | ২১ | ৩২ | −১১ | ২৪ | |
৪ | কুমিল্লা ইউনাইটেড | ১৪ | ৫ | ৪ | ৫ | ১৫ | ৩৪ | −১৯ | ১৯ | |
৫ | জামালপুর কাছারিপাড়া একাদশ | ১৪ | ৫ | ১ | ৮ | ২২ | ৫২ | −৩০ | ১৬ | |
৬ | নাসরিন স্পোর্টিং ক্লাব | ১৪ | ৫ | ১ | ৮ | ১৮ | ৬৪ | −৪৬ | ১৬ | |
৭ | কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব | ১৪ | ২ | ২ | ১০ | ১০ | ৪৭ | −৩৭ | ৮ | বহিষ্কৃত[টীকা ১] |
৮ | সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব | ১৪ | ১ | ০ | ১৩ | ১৪ | ৬৩ | −৪৯ | ৩ |
উৎস: সোফাস্কোর
ফলাফল
সম্পাদনারাউন্ড দ্বারা পজিশন
সম্পাদনালিডার ও বিজয়ী | |
রানার-আপ |
উৎস: সোফাস্কোর
গোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ৫৬টি ম্যাচে ২৯৯টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৫.৩৪টি গোল (১৯ জুলাই ২০২১ তারিখ অনুযায়ী)।
২৮টি গোল
২৭টি গোল
১৪টি গোল
১১টি গোল
- শাহেদা আক্তার রিপা (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- মোসাম্মাত সিরাত জাহান স্বপ্না (বসুন্ধরা কিংস)
- শামছুন্নাহার জুনিয়র (বসুন্ধরা কিংস)
১০টি গোল
- মারজিয়া (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
৭টি গোল
- আনিকা তানজুম (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- শিউলি আজিম (বসুন্ধরা কিংস)
- তনিমা বিশ্বাস (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
৬টি গোল
- স্বপ্না রানী (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- তহুরা খাতুন (বসুন্ধরা কিংস)
- রিতু পর্না (বসুন্ধরা কিংস)
৫টি গোল
- হালিমা আক্তার (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- রোজিনা আক্তার (কুমিল্লা ইউনাইটেড)
- সাদিয়া আক্তার (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
৪টি গোল
- ইলা মনি (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- মোসাম্মাত ইটি (এআরবি স্পোর্টিং ক্লাব)
- মুনমুন আক্তার (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- মোসা. স্বপ্না আক্তার (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মনিকা চাকমা (বসুন্ধরা কিংস)
- সানজিদা আক্তার (বসুন্ধরা কিংস)
- মারিয়া মান্ডা (বসুন্ধরা কিংস)
৩টি গোল
- লিপি আক্তার (জামালপুর কাছারিপাড়া একাদশ)
- নাসরিন আক্তার (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- সীতা রানী চন্দ্র (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- সাজেদা খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- মোসা. শিখা আক্তার (কাচিঝুলি স্পোর্টিং ক্লাব)
- শামসুন্নাহার (বসুন্ধরা কিংস)
- মালেন চাকমা (জামালপুর কাছারিপাড়া একাদশ)
- আকলিমা খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- রেহানা আক্তার (কুমিল্লা ইউনাইটেড)
- শিরিন আক্তার (নাসরিন স্পোর্টিং ক্লাব)
২টি গোল
- সুমাইয়া মাতসুশিমা (বসুন্ধরা কিংস)
- আখি আক্তার (কুমিল্লা ইউনাইটেড)
- উন্নতি খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- জান্নাতুল ইসলাম রুমি (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মারুফা আক্তার (কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব)
- মোসা. আমেনা খাতুন (কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব)
- শোহেলি শারমিন শারাবনি (জামালপুর কাছারিপাড়া একাদশ)
- রত্না (জামালপুর কাছারিপাড়া একাদশ)
- সোহাগি কিসকু (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- কানন রানী (জামালপুর কাছারিপাড়া একাদশ)
- জয়নব বিবি রিতা (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
- বিপাশা মালি (জামালপুর কাছারিপাড়া একাদশ)
- রত্না আক্তার (জামালপুর কাছারিপাড়া একাদশ)
১টি গোল
- মোসাম্মাত সুলতানা (বসুন্ধরা কিংস)
- কলপোনা (কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব)
- বন্যা আক্তার (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- লিপি আক্তার (কুমিল্লা ইউনাইটেড)
- মোসা. আইরিন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- সুমি খাতুন (কুমিল্লা ইউনাইটেড)
- কুরসিয়া জান্নাত (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মাসুরা পারভিন (বসুন্ধরা কিংস)
- সাবরিনা আক্তার সুমা (কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব)
- নাসরিন আক্তার (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
- শিলা আক্তার (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
- সুরভী আক্তার (জামালপুর কাছারিপাড়া একাদশ)
- আঁখি খাতুন (বসুন্ধরা কিংস)
- সেলিনা খাতুন (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- কোহাটি কিস্কু (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- মাহফুজা খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- আফেদা খন্দকার (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- সোমা আক্তার (সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব)
- মাইনু মারমা (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- সুমি (এফসি ব্রাহ্মণবাড়িয়া)
- রিপা আক্তার (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- আকলিমা খাতুন (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
- কাকলি আক্তার (এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব)
আত্মঘাতী গোল
সম্পাদনা† ম্যাচের বিজয়ীর ইঙ্গিত দেয়
খেলোয়াড় | ক্লাব | প্রতিপক্ষ | ফলাফল | তারিখ |
---|---|---|---|---|
কানন রানী | জামালপুর কাছারিপাড়া একাদশ | নাসরিন স্পোর্টিং ক্লাব | ০–৩ | ২৪ মে ২০২১ |
কুমারী সুমি রানী | নাসরিন স্পোর্টিং ক্লাব | বসুন্ধরা কিংস | ০–২০ | ৮ জুন ২০২১ |
খালেদা খাতুন | জামালপুর কাছারিপাড়া একাদশ | এফসি ব্রাহ্মণবাড়িয়া | ১–৩ | ২১ জুন ২০২১ |
টীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চূড়ান্ত হলো নারী ফুটবল লিগের সূচি"। Daily Sports BD। ২৭ মার্চ ২০২১। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১।
- ↑ "Bashndhara Kings Won the WFL 2020-21 Championship title!"। Bangladesh Football Federation। ১৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১।
- ↑ "Women's football league to begin 27 March"। Daily Sun। ৮ মার্চ ২০২১।
- ↑ "Women's Football League 2021"। Bangla Tribune। ৮ মার্চ ২০২১। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১।
- ↑ "Women's Football League kick off on March 27"। Daily Observer। ৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২১।
- ↑ "Unstoppable Kings clinch Women's Football League"। Dhaka Tribune। ৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "পিছিয়ে গেলো নারী ফুটবল লিগ"। Daily Sports BD। ২৫ মার্চ ২০২১। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২১।
- ↑ "লকডাউনে বন্ধ দেশের ফুটবল"। Daily Sports BD। ৪ এপ্রিল ২০২১। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২১।
- ↑ "নারী লিগ থেকে বহিষ্কৃত কাঁচিঝুলি!"। offside। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০২১।