আনুচিং মগিনি

বাংলাদেশী ফুটবলার

আনুচিং মগিনি (জন্ম ১ মার্চ ২০০৩[]) হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দলের আক্রমণভাগের খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী ফুটবল দল এ খেলেন। তিনি এএফসি অনূর্ধ্ব-১৪ নারী স্থানীয় চ্যাম্পিয়নশিপ - দক্ষিণ এবং মধ্য এর বিজয়ী দলের সদস্য ছিল ২০১৬ সালে তাজিকিস্তানে[] তিনি ওই টুর্নামেন্ট এর মধ্যে পাঁচটি গোল করে। তিনি আনাই মগিনি এর জমজ ছোট বোন, যেও ফুটবল খেলে।[]

আনুচিং মগিনি
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-03-01) ১ মার্চ ২০০৩ (বয়স ২১)
জন্ম স্থান খাগড়াছড়ি
মাঠে অবস্থান আক্রমণভাগ
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
২০১৬ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ [] (৫)
২০১৬– বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ (৫)
২০১৬– বাংলাদেশ (০)
অর্জন ও সম্মাননা
এএফসি অনূর্ধ্ব-১৪ নারী স্থানীয় চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং মধ্য
বিজয়ী ২০১৬ বাংলাদেশ দল[]
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা অক্টোবর ২৫, ২০১৬ October 25, 2016 তারিখ অনুযায়ী সঠিক।

প্রাথমিক জীবন

সম্পাদনা

মগিনি জন্মগ্রহণ করে ২০০৩ সালে খাগড়াছড়ি জেলায়। তার বাবা রিপ্রু মগ হচ্ছেন একজন কৃষক। তিনি নবম শ্রেণীতে গার্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ছে রাঙ্গামাটি জেলায়[]

ক্রীড়া জীবন

সম্পাদনা

মগিনি ফুটবল খেলা শুরু করে ২০১১ সালে। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টে মগাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে খেলে। তিনি বছর দলটি চ্যাম্পিয়ন হয়।[] ২০১৪ সালে তার জেলা খাগড়াছড়ি কেএফসি জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ না করায় তিনি নারয়াণগঞ্জের প্রতিনিধিত্ব করে।

আন্তর্জাতিক

সম্পাদনা

আনুচিং মগিনি ২০১৭ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলায় নির্বাচিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের হয়ে খেলার জন্য। তিনি ওই টুর্নামেন্টে পাঁচটি গোল করে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ২০১৭ এফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ২০১৭ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে।[]

সম্মাননা

সম্পাদনা
এএফসি অনূর্ধ্ব-১৪ নারী স্থানীয় চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং মধ্য
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী'
  • চ্যাম্পিয়ন: ২০১৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BD U-16 Women's team ready for AFC battle"ডেইলি সান (ঢাকা) (ইংরেজি ভাষায়)। Dhaka। ২০১৬-০৮-২২। ২০১৭-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-১৮ 
  2. "Schedule & Results"এশিয়ান ফুটবল কনফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০২ 
  3. Hoque, Shishir (২০১৬-০৯-০২)। "Meet our supergirls"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ঢাকা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২১ 
  4. "পাহাড়ের ৩ ফুটবল কন্যার বিজয়গাথা"দৈনিক আমাদের সময়। ২৮ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Unrelenting Passion"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ঢাকা। ২০১৬-১০-০৭। ২০১৬-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৬ 
  6. "ঈদের ছুটিতেই ব্যাগ গোছাচ্ছে কৃষ্ণা –সানজিদারা"দৈনিক প্রথম আলো। ১৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা