২০১৯–২০ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ
২০১৯–২০ বাংলাদেশ মহিলা ফুটবল লিগ হলো বাংলাদেশের ঘরোয়া মহিলা ক্লাব ফুটবল প্রতিযোগিতার তৃতীয় মৌসুম, যার আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সংস্করণে ৭টি দল অংশ নেয়।[৫]
মৌসুম | ২০১৯–২০ |
---|---|
তারিখ | ২২ ফেব্রুয়ারি ২০২০ – ১৩ ডিসেম্বর ২০২০[১][২] |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস |
মোট খেলা | ৪২ |
মোট গোলসংখ্যা | ২৫৯ (ম্যাচ প্রতি ৬.১৭টি) |
সেরা খেলোয়াড় | তহুরা খাতুন (বসুন্ধরা কিংস)[৩] |
শীর্ষ গোলদাতা | ৩৫টি গোল সাবিনা খাতুন (বসুন্ধরা কিংস)[৪] |
সর্বোচ্চ স্কোরিং | বসুন্ধরা কিংস ১৫-০ কুমিল্লা ইউনাইটেড (১ ডিসেম্বর ২০২০) |
দীর্ঘতম টানা জয় | বসুন্ধরা কিংস (১২টি ম্যাচ) |
দীর্ঘতম টানা অপরাজিত | বসুন্ধরা কিংস (১২টি ম্যাচ) |
দীর্ঘতম টানা জয়বিহীন | কুমিল্লা ইউনাইটেড (১০টি ম্যাচ) |
← ২০১৩ ২০২০–২১ →
সব পরিসংখ্যান ১০ ডিসেম্বর ২০২০ অনুযায়ী সঠিক। |
লিগটি ২২ ফেব্রুয়ারি ২০২০ সালে শুরু হয়।[৬][৭] ১৬ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর কারণে সকল প্রতিযোগিতা স্থগিত করা হয়।[৮] পরে বাফুফে জানায় যে লিগের মৌসুম নভেম্বরের শুরুতে পুনরায় শুরু হবে।
ভেন্যু
সম্পাদনাঢাকা |
বিএসএসএস মোস্তফা কামাল স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ২৫,০০০ |
দলসমূহ
সম্পাদনালিগে মোট আটটি দল অংশ নেবে।[৯] সাবেক চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ঢাকাকা এই সংস্করণে অংশ নিচ্ছে না।[১০] প্রতিটি দল লিগে প্রথমবারের মতো খেলবে। পুরুষ প্রিমিয়ার লিগ থেকে অংশ নেওয়া একমাত্র দল হলো বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল কেসি অংশ নিতে চলেছিল তবে স্থানান্তর সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিল কুমিল্লা ইউনাইটেড ও এমকে গ্যালাকটিকো সিলেট তাদের অংশগ্রহণের বিষয়টি শেষ সময়ে নিশ্চিত করেছেন।
ক্লাব ও অবস্থান
সম্পাদনাদল | অবস্থান |
---|---|
বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব | ঢাকা |
বসুন্ধরা কিংস | ঢাকা |
এফসি উত্তর বঙ্গ | রংপুর |
নাসরিন স্পোর্টিং ক্লাব | ঢাকা |
কুমিল্লা ইউনাইটেড | কুমিল্লা |
জামালপুর কাছারিপাড়া একাদশ | জামালপুর |
স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি | সিলেট |
কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক
সম্পাদনাদল | প্রধান প্রশিক্ষক | অধিনায়ক | শার্ট স্পন্সর |
---|---|---|---|
বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব | কল্পনা আক্তার | বেগম আনোয়ারা এসসি কর্তৃপক্ষ | |
বসুন্ধরা কিংস | মাহমুদা শরিফা অদিতি | সাবিনা খাতুন | বসুন্ধরা গ্রুপ |
এফসি উত্তর বঙ্গ | মিলন খান | ইসরাত জাহান রত্না | রংধনু গ্রুপ |
নাসরিন স্পোর্টিং ক্লাব | |||
কুমিল্লা ইউনাইটেড | নজরুল ইসলাম বেলাল | রুমকি | |
জামালপুর কাছারিপাড়া একাদশ | আইসা খাতুন বিথি | সাদিয়া আক্তার | |
এমকে গ্যালাকটিকো সিলেট | লিয়াকত আলি |
লিগ টেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস | ১২ | ১২ | ০ | ০ | ১১৯ | ৩ | +১১৬ | ৩৬ | বিজয়ী |
২ | নাসরিন স্পোর্টিং ক্লাব | ১২ | ১০ | ০ | ২ | ৫৩ | ১৫ | +৩৮ | ৩০ | রানার-আপ |
৩ | জামালপুর কাছারিপাড়া একাদশ | ১২ | ৬ | ১ | ৫ | ৩০ | ৩৯ | −৯ | ১৯ | |
৪ | এফসি উত্তর বঙ্গ | ১২ | ৫ | ১ | ৬ | ২৭ | ৪০ | −১৩ | ১৬ | |
৫ | বেগম আনোয়ারা এসসি | ১২ | ৪ | ০ | ৮ | ১৩ | ৩৮ | −২৫ | ১২ | |
৬ | এমকে গ্যালাকটিকো সিলেট | ১২ | ২ | ১ | ৯ | ৯ | ৬১ | −৫২ | ৭ | |
৭ | কুমিল্লা ইউনাইটেড | ১২ | ১ | ১ | ১০ | ৮ | ৬৩ | −৫৫ | ৪ |
গোলদাতা
সম্পাদনা- ৩৫টি গোল
- ২২টি গোল
- ১৬টি গোল
- ১৪টি গোল
- স্বপ্না রানী (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- ১১টি গোল
- ১০টি গোল
- ৭টি গোল
- সাদিয়া (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- তনিমা বিশ্বাস (এফসি উত্তরবঙ্গ)
- আকলিমা খাতুন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- জান্নাতুল ইসলাম রুমি (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- ৬টি গোল
- ঋতুপর্ণা (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- ৫টি গোল
- সোহাগী আক্তার (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মোসাম্মত নার্গিস সুলতানা (বসুন্ধরা কিংস)
- মারিয়া মান্ডা (বসুন্ধরা কিংস)
- মনিকা চাকমা (বসুন্ধরা কিংস)
- ৪টি গোল
- নওশিন জাহান (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মিসরাত জাহান মৌসুমী (বসুন্ধরা কিংস)
- আনিকা আক্তার (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- ৩টি গোল
- রাজিয়া খাতুন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- রোকসানা (স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি)
- সানজিদা আক্তার (বসুন্ধরা কিংস)
- উন্নতি খাতুন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মুন্নি (বসুন্ধরা কিংস)
- রেখা আক্তার
- আশামনি (কুমিল্লা ইউনাইটেড)
- কুরসিয়া জান্নাত (কাচারিপাড়া একাদশ)
- আখি খাতুন (বসুন্ধরা কিংস)
- আশা (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- সেলিনা খাতুন (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- আনুচিং (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- ২টি গোল
- নওশান (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- সাজেদা খাতুন (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- এলামোনি (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- স্বপনা ইসলাম (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- বিপাশা (স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি)
- মোসাম্মত তানিয়া (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- সাদিয়া (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- রিটা (এফসি উত্তরবঙ্গ)
- বর্ণা (স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি)
- স্বপ্না (বসুন্ধরা কিংস)
- থুয়েনু (কুমিল্লা ইউনাইটেড)
- মারজিয়া (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- ১টি গোল
- মালোনে চাকমা (এফসি উত্তরবঙ্গ)
- রেহেনা (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- মাসুদা (কুমিল্লা ইউনাইটেড)
- চৌয়া খাতুন (জামালপুর কারচারিপাড়া একাদশ)
- রূপা আক্তার (বসুন্ধরা কিংস)
- সুবর্ণা (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- শিরিনা (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- আইঙ্কা তানজুম (জামালপুর কাচারিপাড়া একাদশ)
- নাহার (কুমিলা ইউনাইটেড)
- আনাই (নাসরিন স্পোর্টিং ক্লাব)
- শিবালিকা (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- মনি (স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি)
- কিটিং (কুমিল্লা ইউনাইটেড)
- ইতি (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- মাসুরা (বসুন্ধরা কিংস)
- শামসুননাহার (বসুন্ধরা কিংস)
- নুসরাত জাহান (এফসি উত্তরবঙ্গ)
- সালমা আক্তার (স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসি)
- স্বপ্ন আক্তার (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- কল্পনা আক্তার (আনোয়ারা স্পোর্টিং ক্লাব)
- টিবিডি (এফসি উত্তরবঙ্গ)
- টিবিডি (এফসি উত্তরবঙ্গ)
- ১টি আত্মঘাতী গোল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Women's Football league to begin Feb 22"। The Bangladesh Today। ১৫ ফেব্রুয়ারি ২০২০। ২২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Women's football league set to resume after 7 yrs"। New Age। ২৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "সাবিনা-কৃষ্ণাকে টপকে লিগের সেরা তহুরা"। বাংলা ট্রিবিউন। ১৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গোল মেশিন সাবিনার ৩৫ গোল"। বাংলাদেশ প্রতিদিন। ১০ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২১।
- ↑ "নারী ফুটবল লিগে ৭ অচেনা দল"। www.jaijaidinbd.com। ২৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২১।
- ↑ "Women's football league to begin on Jan 31"। United News of Bangladesh। ২৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯।
- ↑ "All sporting events postponed"। The Daily Observer। ১৬ মার্চ ২০২০। ২২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২০।
- ↑ "All League Suspended"। ১৬ মার্চ ২০২০।
- ↑ "Women's league to feature eight teams"। দ্য ডেইলি স্টার। ২৬ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০।
- ↑ প্রতিবেদক, ক্রীড়া; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "বসুন্ধরা কিংসে সাবিনা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৬।