২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল

২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল হচ্ছে দিন/রাতে অনুষ্ঠিত টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচ, যেটি ২০২০ সালের ১৭ই জানুয়ারি তারিখে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর ২০১৯ তারিখে শুরু হওয়া বিপিএলের ৭ম আসরের[১] দীর্ঘ ৩৫ দিনের খেলা শেষে খুলনা টাইগার্স[২]রাজশাহী রয়্যালস[৩] উভয় দল ফাইনালে নিজেদের অবস্থান তৈরী করে নেয়। এই খেলার মাধ্যমে বঙ্গবন্ধু বিপিএলের বিজয়ী দল নির্ধারিত হয়।[৪] ফাইনালে, খুলনা টাইগার্সকে ২১ রানের ব্যবধানে পরাজিত করে রাজশাহী রয়্যালস ২০১৯-২০ মৌসুমের বিপিএল শিরোপা অর্জন করে।[৫] ফাইনালে টসে জিতে খুলনা টাইগার্স রাজশাহী রয়্যালসকে ব্যাটিংয়ে পাঠায়। খেলার প্রথম ইনিংসে রয়্যালস ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭০ রান সংগ্রহ করে। ১৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে।[৬] ফলাফল- প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে রাজশাহী রয়্যালস।[৭]

২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল
প্রতিযোগিতা২০১৯-২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
রাজশাহী রয়্যালস খুলনা টাইগার্স
১৭০/৪ ১৪৯/৮
২০ ওভার ২০ ওভার
রাজশাহী রয়্যালস ২১ রানে বিজয়ী
তারিখ১৭ জানুয়ারি ২০২০
মাঠশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ম্যাচসেরাজ্যামাইকা আন্দ্রে রাসেল (রয়্যালস)
আম্পায়ারবাংলাদেশ গাজী সোহেল
ইংল্যান্ড ডেভিড মিলেন্স
উপস্থিত দর্শক২৭,৭২৫

ফাইনালে যাওয়ার পথ সম্পাদনা

খুলনা টাইগার্স রাউন্ড রাজশাহী রয়্যালস
বিপক্ষ ফলাফল লিগ পর্যায় বিপক্ষ ফলাফল
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টাইগার্স ৮ উইকেটে জয়ী ম্যাচ ১ ঢাকা প্লাটুন রয়্যালস ৯ উইকেটে জয়ী
রাজশাহী রয়্যালস টাইগার্স ৫ উইকেটে জয়ী ম্যাচ ২ সিলেট থান্ডার রয়্যালস ৮ উইকেটে জয়ী
রংপুর রেঞ্জার্স টাইগার্স ৮ উইকেটে জয়ী ম্যাচ ৩ খুলনা টাইগার্স টাইগার্স ৫ উইকেটে জয়ী
সিলেট থান্ডার থান্ডার ৮০ রানে জয়ী ম্যাচ ৪ খুলনা টাইগার্স রয়্যালস ৭ উইকেটে জয়ী
রাজশাহী রয়্যালস রয়্যালস ৭ উইকেটে জয়ী ম্যাচ ৫ কুমিল্লা ওয়ারিয়র্স রয়্যালস ৭ উইকেটে জয়ী
রংপুর রেঞ্জার্স টাইগার্স ৫২ রানে জয়ী ম্যাচ ৬ কুমিল্লা ওয়ারিয়র্স রয়্যালস ১৫ রানে জয়ী
সিলেট থান্ডার টাইগার্স ৮ উইকেটে জয়ী ম্যাচ ৭ ঢাকা প্লাটুন প্লাটুন ৭৪ রানে জয়ী
ঢাকা প্লাটুন প্লাটুন ১২ রানে জয়ী ম্যাচ ৮ রংপুর রেঞ্জার্স রেঞ্জার্স ৪৭ রানে জয়ী
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী ম্যাচ ৯ রংপুর রেঞ্জার্স রয়্যালস ৩০ রানে জয়ী
কুমিল্লা ওয়ারিয়র্স টাইগার্স ৩৪ রানে জয়ী ম্যাচ ১০ সিলেট থান্ডার রয়্যালস ৬ উইকেটে জয়ী
কুমিল্লা ওয়ারিয়র্স টাইগার্স ৯২ রানে জয়ী ম্যাচ ১১ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জার্স ৭ উইকেটে জয়ী
ঢাকা প্লাটুন টাইগার্স ৮ উইকেটে জয়ী ম্যাচ ১২ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রয়্যালস ৮ উইকেটে জয়ী
লিগ পর্যায়ে ১ম স্থান
অব. দল খেলা জয় হার টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা
খুলনা টাইগার্স ১২ ১৬ ০.৯১২ বাছাইপর্ব-১ এ অগ্রসর
গ্রুপে অবস্থান লিগ পর্যায়ে ২য় স্থান
অব. দল খেলা জয় হার টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা
রাজশাহী রয়্যালস ১২ ১৬ ০.৪২০ বাছাইপর্ব-১ এ অগ্রসর
বিপক্ষ ফলাফল যোগ্যতা অর্জন
রাজশাহী রয়্যালস টাইগার্স ২৭ রানে জয়ী ফাইনালে অগ্রসর
বাছাইপর্ব-১
বিপক্ষ ফলাফল যোগ্যতা অর্জন
খুলনা টাইগার্স রয়্যালস ২৭ রানে পরাজিত বাছাই ২ এ অবনমন
বাছাইপর্ব ২
বিপক্ষ ফলাফল যোগ্যতা অর্জন
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রয়্যালস ২ উইকেটে জয়ী ফাইনালে অগ্রসর

প্লে-অফ সম্পাদনা

সেমি-ফাইনালপ্রিলিমিনারি ফাইনালফাইনাল
১৩ জানুয়ারি ২০২০ — ঢাকা১৭ জানুয়ারি ২০২০ — ঢাকা
খুলনা টাইগার্স১৫৮/৩ (২০ ওভার)খুলনা টাইগার্স১৪৯/৮ (২০ ওভার)
রাজশাহী রয়্যালস১৩১ (২০ ওভার)১৫ জানুয়ারি ২০২০ — ঢাকারাজশাহী রয়্যালস১৭০/৪ (২০ ওভার)
রাজশাহী রয়্যালস১৬৫/৮ (১৯.২ ওভার)
১৩ জানুয়ারি ২০২০ — ঢাকাচট্টগ্রাম চ্যালেঞ্জার্স১৬৪/৯ (২০ ওভার)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স১৪৭/৩ (১৭.৪ ওভার)
ঢাকা প্লাটুন১৪৪/৮ (২০ ওভার)

এলিমিনেটর সম্পাদনা

১৩ জানুয়ারি ২০২০
১৩:২০
স্কোরকার্ড
ঢাকা প্লাটুন
১৪৪/৮ (২০ ওভার)
শাদাব খান ৬৪ (৪১)
রায়াদ এমরিত ৩/২৩ (৪ ওভার)
ক্রিস গেইল ৩৮ (৪৯)
শাদাব খান ২/৩২ (২.৪ ওভার)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে জয়ী
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ার: মাহফুজুর রহমান (বাংলাদেশ) ও ডেভিড মিলেন্স (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রায়াদ এমরিত (চ্যালেঞ্জার্স)
  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

বাছাইপর্ব সম্পাদনা

বাছাই ১
১৩ জানুয়ারি ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
খুলনা টাইগার্স
১৫৮/৩ (২০ ওভার)
রাজশাহী রয়্যালস
১৩১ (২০ ওভার)
  • রাজশাহী রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ আমির (টাইগার্স) বিপিএলের ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং করেন। (৬/১৭) [৮]
বাছাই ২
১৫ জানুয়ারি ২০২০
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজশাহী রয়্যালস
১৬৫/৮ (১৯.২ ওভার)
ক্রিস গেইল ৬০ (২৪)
মোহাম্মদ ইরফান ২/১৬ (৪ ওভার)
আন্দ্রে রাসেল ৫৪* (২২)
রুবেল হোসেন ২/৩২ (৪ ওভার)
  • রাজশাহী রয়্যালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল সম্পাদনা

পটভূমি সম্পাদনা

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল হিসাবে আসে খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঢাকা প্লাটুন[৯][১০] শীর্ষ চার দলের মধ্যে তৃতীয় ও চতুর্থ স্থান থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঢাকা প্লাটুন একে অপরের মুখোমুখি হয় ১৩ জানুয়ারি ২০২০ তারিখে এলিমিনেটর পর্বে। ৭ উইকেটে প্লাটুনকে হারিয়ে চ্যালেঞ্জার্স পৌছে যায় বাছাইপর্ব ২ এ।[১১] এর ফলে এবারের বিপিএল পেতে যাচ্ছে নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন চ্যাম্পিয়ন দল।[১২]

দিনের অপর খেলায়, গ্রুপ পর্যায়ে শীর্ষে অবস্থানকারী খুলনা টাইগার্স টসে হেরে প্রথমে ব্যাট করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৭৮ রানের বদৌলতে ২০ ওভার শেষে মাত্র ১৫৮ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নামা গ্রুপ পর্যায়ের দ্বিতীয় সেরা দল রাজশাহী রয়্যালস পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারিয়ে ফেলে এবং প্রতিনিয়ত বিরতিতে উইকেট হারিয়েই চলছে। অপরপ্রান্তে শোয়েব মালিক ৮০ রান দলের খাতায় যোগ করেন। খেলায় পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ড তৈরী করে।[২] ফলশ্রুতিতে রয়্যালস ইনিংসের শেষ বল পর্যন্ত ২৭ রান পেছনে থেকে অল-আউট হয়ে যায় এবং টাইগার্স ফাইনালে নিজেদের অবস্থান তৈরী করে নেয়।[১৩]

বাছাইপর্ব ২ পর্বের খেলায় বাছাইপর্ব ১ পরাজীয় রাজশাহী রয়্যালস, এলিমিনেটর জয়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ৯ উইকেট হারিয়ে ক্রিস গেইল এর ২৪ বলে ৬০ রান, মাহমুদুল্লাহআসেলা গুণারত্নের দুটি ৩০ রানের উপর ভর করে ২০ ওভারে ১৬৪ রান করে। জবাবে রয়্যালস ব্যাট করতে নেমে ব্যাটিং লাইনে ধ্বস পড়ে যায়। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ১৫ ওভার শেষে দলের সংগ্রহ দাড়ায় ৮৯, ফলে জয়ের জন্য পরবর্তী ৫ ওভারে দলটিকে ৭৬ রান সংগ্রহ করতে হবে। কিন্তু আন্দ্রে রাসেল এর ২২ বলে অপরাজিত ৫৪ রানের ঝড়ো ইনিংসের ফলে, ৪ বল বাকী থাকতেই ২ উইকেটে জয় পায় এবং দ্বিতীয় বারের মতো বিপিএল এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[১৪][১৫]

রিপোর্ট সম্পাদনা

১ম ইনিংস
রাজশাহী রয়্যালস-এর ব্যাটিং[৬]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
লিটন দাস শান্তশহীদুল ২৫ ২৮ ৮৯.২৮
আফিফ হোসেন মিরাজআমির ১০ ১২৫.০০
ইরফান শুক্কুর শফিউলআমির ৫২ ৩৫ ১৪৮.৫২
শোয়েব মালিক শান্ত ব ফ্রাইলিঙ্ক ১৩ ৬৯.২৩
আন্দ্রে রাসেল অপরাজিত ২৭ ১৬ ১৬৮.৭৫
মোহাম্মদ নওয়াজ অপরাজিত ৪১ ২০ ২০৫.০০
অলক কাপালি ব্যাট করেনি
ফরহাদ রেজা ব্যাট করেনি
কামরুল ইসলাম রাব্বি ব্যাট করেনি
আবু জায়েদ ব্যাট করেনি
মোহাম্মদ ইরফান ব্যাট করেনি
অতিরিক্ত (লেগ বাই ৩, ওয়াইড ৩)
মোট (৪ উইকেট; ২০ ওভার) ১৭০

উইকেটের পতন: ১/১৪ (আফিফ, ২.৩ ওভার), ২/৬৩ (লিটন, ৯.১ ওভার), ৩/৯৪ (মালিক, ১২.৬ ওভার), ৪/৯৯ (শুক্কুর, ১৪.২ ওভার)

খুলনা টাইগার্স-এর বোলিং[৬]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মোহাম্মদ আমির ৩৫ ৮.৭৫
রবার্ট ফ্রাইলিঙ্ক ৩৩ ৮.২৫
তানভীর ইসলাম ১১ ১১.০০
শফিউল ইসলাম ৩৮ ৯.৫০
মেহেদী হাসান মিরাজ ২৭ ৯.০০
শহীদুল ইসলাম ২৩ ৫.৭৫
২য় ইনিং
খুলনা টাইগার্স-এর ব্যাটিং[৬]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
নাজমুল হোসেন শান্ত ক লিটন ব ইরফান ০.০০
মেহেদী হাসান মিরাজ ক মালিক ব আবু জায়েদ ৫০.০০
শামসুর রহমান ক আফিফ ব রাব্বি ৫২ ৪৩ ১২০.৯৩
রাইলি রুশো ক আন্দ্রে ব নওয়াজ ৩৭ ২৬ ১৪২.৩০
মুশফিকুর রহিম আন্দ্রে রাসেল ২১ ১৫ ১৪০.০০
নাজিবুল্লাহ জাদরান ক নওয়াজ ব রাব্বি ১০০.০০
রবার্ট ফ্রাইলিঙ্ক ক মালিক ব ইরফান ১২ ১৫ ৮০.০০
শহীদুল ইসলাম আন্দ্রে রাসেল ০.০০
শফিউল ইসলাম অপরাজিত ১৭৫.০০
মোহাম্মদ আমির অপরাজিত ১০০.০০
তানভীর ইসলাম ব্যাট করেনি

উইকেটের পতন: ১/০ (শান্ত, ০.২ ওভার), ২/১১ (মেহেদী, ১.৫ ওভার), ৩/৮৫ (রুশো, ১০.৫ ওভার), ৪/১০১ (শামসুর রহমান, ১৩.১ ওভার), ৫/১০৫ (নাজিবুল্লাহ, ১৩.৫ ওভার), ৬/১৩৪ (মুশফিকুর, ১৭.৫ ওভার), ৭/১৪১ (ফ্রাইলিঙ্ক, ১৮.৪ ওভার), ৮/১৪২ (শহিদুল, ১৯.২ ওভার)

রাজশাহী রয়্যালস-এর বোলিং[৬]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
মোহাম্মদ ইরফান ১৮ ৪.৫০
আবু জায়েদ ২৪ ১২.০০
আন্দ্রে রাসেল ৩২ ৮.০০
শোয়েব মালিক ১৫ ৭.৫০
মোহাম্মদ নওয়াজ ২৯ ৭.২৫
কামরুল ইসলাম রাব্বি ২৯ ৭.২৫

সারাংশ সম্পাদনা

১৭ জানুয়ারি ২০২০
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
রাজশাহী রয়্যালস
১৭১/৪ (২০ ওভার)
খুলনা টাইগার্স
১৪৯/৮ (২০ ওভার)
  • খুলনা টাইগার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিসিবিই চালাবে বিপিএল, থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি"ZProthom Alo। ১১ সেপ্টেম্বর ২০১৯। 
  2. "BPL 2019-20: Mohammad Amir takes 6/17 as Khulna Tigers seal finals berth"www.sportskeeda.com। ১৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২০ 
  3. "Russell storm blows Chattogram away"Dhaka Tribune। ১৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০ 
  4. "Bangabandhu BPL 2019 Fixture"Bangladesh Premier League via Facebook। ২৫ নভেম্বর ২০১৯। 
  5. "বিপিএলের রাজা রাজশাহী"প্রথম আলো। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ 
  6. "Full Scorecard of Khulna Tigers vs Rajshahi Royals, Bangladesh Premier League, Final - Score Report | ESPNcricinfo.com"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ 
  7. "Rajshahi romp to BBPL title"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০ 
  8. "Majestic Amir sinks Royals"Dhaka Tribune। ১৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০ 
  9. "Najmul Hossain Shanto, Mujeeb Ur Rahman dazzle as playoffs loom"ESPNcricinfo। ১২ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  10. "Rajshahi and Chattogram enter playoffs, Sylhet have a dry run at home"ESPNcricinfo। ৫ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  11. "Recent Match Report - Dhaka Platoon vs Chattogram Challengers, Bangladesh Premier League, Eliminator | ESPNcricinfo.com"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  12. "মাশরাফিদের বিদায়ে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিপিএল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  13. "Recent Match Report - Khulna Tigers vs Rajshahi Royals, Bangladesh Premier League, 1st Qualifier | ESPNcricinfo.com"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  14. "Recent Match Report - Chattogram Challengers vs Rajshahi Royals, Bangladesh Premier League, 2nd Qualifier | ESPNcricinfo.com"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০ 
  15. "রাসেলের ঝড়ে ফাইনালে রাজশাহী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০