রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট দল
(রংপুর রেঞ্জার্স থেকে পুনর্নির্দেশিত)

রংপুর রাইডার্স হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এ অংশগ্রহণকারী একটি ক্রিকেট দল, যেটি বাংলাদেশের রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রথম আসরে ৬ টি দল নিয়ে যাত্রা শুরু করে এবং ৭ম দল হিসেবে রংপুর রাইডার্স ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করে।[] ৫ম আসরে, ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে রংপুর রেঞ্জার্স প্রথম বারের মত বিপিএলের শিরোপা লাভ করে।[]

রংপুর রাইডার্স
লিগবাংলাদেশ প্রিমিয়ার লিগ
কর্মীবৃন্দ
অধিনায়কনুরুল হাসান
কোচমিকি আর্থার
মালিকবসুন্ধরা গ্রুপ
দলের তথ্য
শহররংপুর, বাংলাদেশ
প্রতিষ্ঠা২০১৩-১৪: রংপুর রাইডার্স
২০১৯-২০: রংপুর রেঞ্জার্স
২০২৩-২৫: রংপুর রাইডার্স
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় (২০১৭)
দাপ্তরিক ওয়েবসাইটrangpurridersbpl.com

ইতিহাস

২০১২ সালের ডিসেম্বর মাসে আই স্পোর্টস ১.১ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে দলটির ফ্রাঞ্চাইজি কিনে নেয়।[] ২০১৯-এ ১৬ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে দলের স্পন্সর হিসেবে ঘোষণা করে এবং এর নাম পরিবর্তন করে রংপুর রেঞ্জার্স রাখা হয়।  দলটিকে ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়া হয়েছিল ।

২০২১ সালের সেপ্টেম্বরে, বসুন্ধরা গ্রুপ মালিকানা অধিগ্রহণ করে এবং দলটির নাম পরিবর্তন করে রাখে রংপুর রাইডার্স।

মৌসুম ওভারভিউ

অভিষেক মৌসুম

মৌসুম ২

মৌসুম ৩

মৌসুম ৪

মৌসুম ৫

মৌসুম ৬

মৌসুম ৭

মৌসুম ৭

রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

সাল চূড়ান্ত অবস্থান
২০১৩ লিগ পর্ব
২০১৫ প্লে-অফ
২০১৬ লিগ পর্ব
২০১৭ চ্যাম্পিয়ন
২০১৯ প্লে-অফ
২০১৯-২০ লিগ পর্ব
২০২২ অংশগ্রহণ করেনি
২০২৩ প্লে-অফ

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।

শিরোপা এবং সাফল্য

রংপুর রেঞ্জার্স বিপিএল-২০১৭ এর চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে পরাজিত করে। রংপুর প্রথমে ব্যাটিং করে ২০৬ রানের বিশাল রান গড়ে ক্রিস গেইলের ৬৯ বলে ১৪৬ রানের অনবদ্য সেঞ্চুরিতে। জবাবে ঢাকা ৯ উইকেটে ১৪৯ রান করে।

তথ্যসূত্র

  1. "Home - Bashundhara Group"www.bashundharagroup.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬ 
  2. Uddin, Mazhar (২০১৭-১২-১৩)। "Rangpur win maiden BPL title"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৬ 
  3. "বিপিএলের সপ্তম দল রংপুরের মালিক আই স্পোর্টস"। ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১২ 

বহিঃসংযোগ