চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হলো বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দল। এই দলটি আগে চিটাগং কিংস নামে ২টি আসরে ও চিটাগাং ভাইকিংস নামে আরও ২টি আসরে ছিল, এবং বিপিএলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। বর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটির মালিকানায় রয়েছে আকতার গ্রুপ[১][২], যা ডিবিএল গ্রুপের চট্টগ্রাম ভাইকিংস থেকে হস্তান্তরিত হয়। এই দলের নিজস্ব গ্রাউন্ড হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তবে, এই দলটি তাদের খেলাগুলো এমএ আজিজ স্টেডিয়ামএ ও খেলে থাকে। চিটাগাং কিংস নামে দলটি বিপিএল দ্বিতীয় আসরের রানার্স আপ হয়েছিল এবং ২০২২ সালে বিপিএলের ৮ম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২য় কোয়ালিফায়ার বা অঘোষিত সেমিফাইনাল থেকে বিদায় নেয়।
![]() | |||
কর্মীবৃন্দ | |||
---|---|---|---|
অধিনায়ক | শুভাগত হোম | ||
কোচ | তুষার ইমরান | ||
মালিক | আখতার গ্রুপ | ||
দলের তথ্য | |||
শহর | চট্টগ্রাম, বাংলাদেশ | ||
প্রতিষ্ঠা |
| ||
স্বাগতিক মাঠ | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম | ||
ইতিহাস | |||
বাংলাদেশ প্রিমিয়ার লীগ জয় | ০ | ||
দাপ্তরিক ওয়েবসাইট | ctgchallengers | ||
|
ইতিহাস সম্পাদনা
ষষ্ঠ আসরের পর, এই দলের মালিকানা আকতার গ্রুপের নিকট হস্তান্তর করা হয়। মালিকানা পরিবর্তনের সাথে দলটির নাম, প্রতীক ও স্কোয়াড নতুন কমিটি কর্তৃক পরিবর্তিত হয়। এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।[১][২]
বর্তমান দল সম্পাদনা
- ২০২৩ সালের মৌসুমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বর্তমান খেলোয়াড়
নাম | জাতীয়তা | ভূমিকা |
---|---|---|
আশান প্রিয়ঞ্জন | ব্যাটসম্যান | |
মেহেদী মারুফ | ব্যাটসম্যান | |
ম্যাক্স ও'ডাউড | ব্যাটসম্যান | |
উনমুক্ত চাঁদ | ব্যাটসম্যান | |
উসমান খান | ব্যাটসম্যান | |
খাজা নাফায় | ব্যাটসম্যান | |
ইরফান শুক্কুর | উইকেট-রক্ষক | |
আফিফ হোসেন (আইকন) | সবদিকে দক্ষ | |
কার্টিস ক্যাম্পার | সবদিকে দক্ষ | |
শুভাগত হোম | সবদিকে দক্ষ | |
ফরহাদ রেজা | সবদিকে দক্ষ | |
তৌফিক খান | সবদিকে দক্ষ | |
মালিন্দা পুষ্পকুমারা | সবদিকে দক্ষ | |
বিশ্ব ফার্নান্দো | বোলার | |
আল-আমিন জুনিয়র | বোলার | |
মৃত্যুঞ্জয় চৌধুরী | বোলার | |
আবু জায়েদ | বোলার | |
মেহেদী হাসান রানা | বোলার | |
জিয়াউর রহমান | বোলার | |
তাইজুল ইসলাম | বোলার | |
আবু জায়েদ | বোলার | |
নিহাদুজ্জামান | বোলার | |
শাহনেওয়াজ দাহানি | বোলার | |
বিজয়কান্ত বিয়াস্কান্ত | বোলার |
মৌসুম সম্পাদনা
বছর | বাংলাদেশ প্রিমিয়ার লিগ |
---|---|
২০১২ | লীগ পর্ব |
২০১৩ | রানার্স আপ |
২০১৫ | লীগ পর্ব |
২০১৬ | প্লে-অফ |
২০১৭ | লীগ পর্ব |
২০১৯ | প্লে-অফ |
২০১৯-২০ | প্লে-অফ |
২০২২ | প্লে-অফ |
২০২৩ | লীগ পর্ব |
শিরোপা এবং সাফল্য সম্পাদনা
রেকর্ড সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "বিপিএলে চট্টগ্রামের স্পন্সরশীপ স্বত্ব কিনলো আকতার গ্রুপ"। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "বঙ্গবন্ধু বিপিএল এ নতুন নাম পেল চার দল"। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯।