চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হলো বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দল। এই দলটি আগে চিটাগং কিংস নামে ২টি আসরে ও চিটাগাং ভাইকিংস নামে আরও ২টি আসরে ছিল, এবং বিপিএলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। বর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটির মালিকানায় রয়েছে আকতার গ্রুপ[১][২], যা ডিবিএল গ্রুপের চট্টগ্রাম ভাইকিংস থেকে হস্তান্তরিত হয়। এই দলের নিজস্ব গ্রাউন্ড হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তবে, এই দলটি তাদের খেলাগুলো এমএ আজিজ স্টেডিয়ামএ ও খেলে থাকে। চিটাগাং কিংস নামে দলটি বিপিএল দ্বিতীয় আসরের রানার্স আপ হয়েছিল এবং ২০২২ সালে বিপিএলের ৮ম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২য় কোয়ালিফায়ার বা অঘোষিত সেমিফাইনাল থেকে বিদায় নেয়।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
কর্মীবৃন্দ
অধিনায়কশুভাগত হোম
কোচতুষার ইমরান
মালিকআখতার গ্রুপ
দলের তথ্য
শহরচট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠা
  • ২০১২ (চিটাগাং কিংস নামে)
  • ২০১৫ (চিটাগাং ভাইকিংস নামে)
  • ২০১৯ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে)
স্বাগতিক মাঠজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লীগ জয়
দাপ্তরিক ওয়েবসাইটctgchallengers.com

Home kit

Away kit

ইতিহাস সম্পাদনা

ষষ্ঠ আসরের পর, এই দলের মালিকানা আকতার গ্রুপের নিকট হস্তান্তর করা হয়। মালিকানা পরিবর্তনের সাথে দলটির নাম, প্রতীক ও স্কোয়াড নতুন কমিটি কর্তৃক পরিবর্তিত হয়। এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স[১][২]

বর্তমান দল সম্পাদনা

২০২৩ সালের মৌসুমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বর্তমান খেলোয়াড়
নাম জাতীয়তা ভূমিকা
আশান প্রিয়ঞ্জন   ব্যাটসম্যান
মেহেদী মারুফ   ব্যাটসম্যান
ম্যাক্স ও'ডাউড   ব্যাটসম্যান
উনমুক্ত চাঁদ    ব্যাটসম্যান
উসমান খান   ব্যাটসম্যান
খাজা নাফায়   ব্যাটসম্যান
ইরফান শুক্কুর   উইকেট-রক্ষক
আফিফ হোসেন (আইকন)   সবদিকে দক্ষ
কার্টিস ক্যাম্পার   সবদিকে দক্ষ
শুভাগত হোম   সবদিকে দক্ষ
ফরহাদ রেজা   সবদিকে দক্ষ
তৌফিক খান   সবদিকে দক্ষ
মালিন্দা পুষ্পকুমারা   সবদিকে দক্ষ
বিশ্ব ফার্নান্দো   বোলার
আল-আমিন জুনিয়র   বোলার
মৃত্যুঞ্জয় চৌধুরী   বোলার
আবু জায়েদ   বোলার
মেহেদী হাসান রানা   বোলার
জিয়াউর রহমান   বোলার
তাইজুল ইসলাম   বোলার
আবু জায়েদ   বোলার
নিহাদুজ্জামান   বোলার
শাহনেওয়াজ দাহানি   বোলার
বিজয়কান্ত বিয়াস্কান্ত   বোলার

মৌসুম সম্পাদনা

বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ
২০১২ লীগ পর্ব
২০১৩ রানার্স আপ
২০১৫ লীগ পর্ব
২০১৬ প্লে-অফ
২০১৭ লীগ পর্ব
২০১৯ প্লে-অফ
২০১৯-২০ প্লে-অফ
২০২২ প্লে-অফ
২০২৩ লীগ পর্ব

শিরোপা এবং সাফল্য সম্পাদনা

রেকর্ড সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিপিএলে চট্টগ্রামের স্পন্সরশীপ স্বত্ব কিনলো আকতার গ্রুপ"। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯ 
  2. "বঙ্গবন্ধু বিপিএল এ নতুন নাম পেল চার দল"। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা