চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট দল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এ অংশগ্রহণকারী একটি ক্রিকেট দল, যেটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করছে। বর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলটির মালিকানায় রয়েছে আকতার গ্রুপ,[১][২] যা ডিবিএল গ্রুপের চট্টগ্রাম ভাইকিংস থেকে হস্তান্তরিত হয়। এই দলের নিজস্ব গ্রাউন্ড হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তবে, এই দলটি তাদের খেলাগুলো এমএ আজিজ স্টেডিয়ামএ ও খেলে থাকে। চিটাগাং কিংস নামে দলটি বিপিএল দ্বিতীয় আসরের রানার্স আপ হয়েছিল এবং ২০২২ সালে বিপিএলের ৮ম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২য় কোয়ালিফায়ার বা অঘোষিত সেমিফাইনাল থেকে বিদায় নেয়।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
কর্মীবৃন্দ
অধিনায়কশুভাগত হোম
কোচতুষার ইমরান
মালিকআখতার গ্রুপ
দলের তথ্য
শহরচট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠা
  • ২০১২ (চিটাগাং কিংস নামে)
  • ২০১৫ (চিটাগাং ভাইকিংস নামে)
  • ২০১৯ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে)
স্বাগতিক মাঠজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়

হোম কিট

এওয়ে কিট

ইতিহাস সম্পাদনা

২০১২ সম্পাদনা

প্রথম দুই আসরে দলটির ব্যবহৃত লোগো।

চিটাগং কিংস প্রথম দুটি মৌসুমে অংশ নেয়। দলটির মালিক ছিল এসকিউ স্পোর্টস। বিপিএলের প্রথমে আসরে এই দলের অধিনায়ক ছিলেন মিসবাহ উল হক এবং কোচ ছিলেন নুরুল আবেদিন।

২০১৩ সম্পাদনা

দ্বিতীয় মৌসুমে অধিনায়ক হন মাহমুদুল্লাহ। দ্বিতীয় মৌসুমের পর এসকিউ স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের ও খেলোয়াড়দের বিলম্ব করে বেতন দেয়ার অভিযোগ আনা হয়। পরে এসকিউ স্পোর্টসকে সকল প্রকার ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেওয়াসহ নিষিদ্ধ করা হয়। একই সাথে দলটিকে বিলুপ্ত করা হয়।

২০১৫ সম্পাদনা

তৃতীয় মৌসুমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের পরিচালনায় ডিবিএল গ্রুপ ২০১৫ সালে চিটাগাং ভাইকিংস নামে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিটিকে কিনে নেয়।[৩] মালিকানা পরিবর্তনের সাথে দলটির নাম, প্রতিক ও স্কোয়াডও নতুন কমিটি কর্তৃক পরিবর্তিত হয়। এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় চিটাগাং ভাইকিংস

২০১৯ সম্পাদনা

ষষ্ঠ আসরের পর, এই দলের মালিকানা আকতার গ্রুপের নিকট হস্তান্তর করা হয়। মালিকানা পরিবর্তনের সাথে দলটির নাম, প্রতীক ও স্কোয়াড নতুন কমিটি কর্তৃক পরিবর্তিত হয়। এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স[১][২]

বর্তমান দল সম্পাদনা

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।

মৌসুম সম্পাদনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পাদনা

বছর চূড়ান্ত অবস্থান
২০১২ লিগ পর্ব
২০১৩ রানার্স আপ
২০১৫ লিগ পর্ব
২০১৬ প্লে-অফ
২০১৭ লিগ পর্ব
২০১৯ প্লে-অফ
২০১৯-২০ প্লে-অফ
২০২২ প্লে-অফ
২০২৩ লিগ পর্ব

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা