২০১৮ আফগানিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য আগস্ট ২০১৮ এ আয়ারল্যান্ড সফর করে।

২০১৮ আফগানিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  আয়ারল্যান্ড আফগানিস্তান
তারিখ ২০ – ৩১ আগস্ট ২০১৮
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (ওডিআই)
গ্যারি উইলসন (টি২০আই)
আসগর আফগান
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান অ্যান্ড্রু বালবির্নি (১৩২) রহমত শাহ (৯৪)
সর্বাধিক উইকেট টিম মারতাগ (৯) রশীদ খান (৮)
সিরিজ সেরা খেলোয়াড় রশীদ খান (আফগানিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান গ্যারি উইলসন (৫৬) হযরতউল্লাহ জাজাই (১৫৬)
সর্বাধিক উইকেট পিটার চেজ (৪) রশীদ খান (৭)
সিরিজ সেরা খেলোয়াড় হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)

দলীয় সদস্য সম্পাদনা

ওডিআই টি২০আই
  আয়ারল্যান্ড   আফগানিস্তান   আয়ারল্যান্ড   আফগানিস্তান

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২০ আগস্ট ২০১৮
১৬:০০ (দিন/রাত)
আফগানিস্তান  
১৬০/৭ (১৮ ওভার)
  আয়ারল্যান্ড
১৪৪/৯ (১৮ ওভার)
হযরতউল্লাহ জাজাই ৭৪ (৩৩)
জোশ লিটল ২/২০ (৪ ওভার)
গ্যারি উইলসন ৩৪ (২৩)
রশীদ খান ৩/৩৫ (৪ ওভার)
আফগানিস্তান ১৬ রানে জয়ী
ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাঘেরামাসন
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচে প্রতি ওভারে ১৮ ওভারে কমে যায়।
  • হযরতউল্লাহ জাজাই টি২০আইর মধ্যে আফগানিস্তান সবচেয়ে দ্রুত পঞ্চাশ (২২ বল) করেন।

২য় টি২০আই সম্পাদনা

২২ আগস্ট ২০১৮
১৬:০০ (দিন/রাত)
আফগানিস্তান  
১৬০/৮ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
৭৯ (১৫ ওভার)
আফগানিস্তান ৮১ রানে জয়ী
ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, মাঘেরামাসন
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও পল রেইনল্ডস (আয়ারল্যান্ড)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পল রেইনল্ডস (আয়ারল্যান্ড) আম্পায়ার হিসেবে তার প্রথম টি২০আইতে দাঁড়িয়ে ছিলেন।
  • আসগর আফগান (আফগানিস্তান) টি২০আইতে তার ১,০০০ তম রান।

৩য় টি২০আই সম্পাদনা

২৪ আগস্ট ২০১৮
১৬:০০ (দিন/রাত)
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং একটি ভেজা আউটফিল্ড কারণে কোন খেলার সম্ভব ছিল।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২৭ আগস্ট ২০১৮
১০:৪৫
আফগানিস্তান  
২২৭/৯ (৫০ ওভার)
  আয়ারল্যান্ড
১৯৮ (৪৮.৩ ওভার)
গুলবাদিন নায়েব ৬৪ (৯৮)
টিম মারতাগ ২/৩১ (১০ ওভার)
আফগানিস্তান ২৯ রানে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান) তার ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই সম্পাদনা

২৯ আগস্ট ২০১৮
১০:৪৫
আফগানিস্তান  
১৮২/৯ (৫০ ওভার)
  আয়ারল্যান্ড
১৮৩/৭ (৪৩.৫ ওভার)
আয়ারল্যান্ড ৩ উইকেটে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও পল রেইনল্ডস (আয়ারল্যান্ড)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এই আফগানিস্তানের ১০০ তম ওয়ানডে ছিল।
  • মোহাম্মাদ নবী আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হয়ে ওঠে ১০০ ওয়ানডে খেলতে।
  • নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান) ওডিআইতে তার ১,০০০ তম রান করেছেন।

৩য় ওডিআই সম্পাদনা

৩১ আগস্ট ২০১৮
১০:৪৫
আয়ারল্যান্ড  
১২৪ (৩৬.১ ওভার)
  আফগানিস্তান
১২৭/২ (২৩.৫ ওভার)
গ্যারি উইলসন ২৩ (৩৬)
রশীদ খান ৩/১৮ (৮ ওভার)
আফগানিস্তান ৮ উইকেটে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা