১৯৮৩-এ বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ১৯৮৩ সালের প্রধান ঘটনা প্রবাহ
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৮৩-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
অবশ্যপালনীয়
সম্পাদনা- রাষ্ট্রপতি : আফম আহসানউদ্দিন চৌধুরী (১০ ডিসেম্বর পর্যন্ত) হুসেইন মুহাম্মদ এরশাদ (১১ ডিসেম্বর হইতে)
- প্রধানমন্ত্রী : পদ বিলুপ্ত ছিল
- প্রধান বিচারপতি : ফজলে কাদেরী মোহাম্মদ আবদুল মুনিম
ঘটনাপঞ্জী
সম্পাদনামার্চ
সম্পাদনা- ২৭ মার্চ : সিটি ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। [১]
এপ্রিল
সম্পাদনা- ১৩ এপ্রিল : ১২টি জাতীয় ট্রেড ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতাদের এক যৌথ সভার সিদ্ধান্তের ফলে দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলনের মূলধারা প্রতিষ্ঠিত হয়। [২]
জুন
সম্পাদনা- ২৪ জুন : ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড নাম নিয়ে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসা শুরু করে। [৩]
- ৩০ জুন : পূবালী ব্যাংকের মালিকানা বেসরকারি মালিকদের নিকট হস্তান্তর করা হয় এবং এর নামকরণ হয় পূবালী ব্যাংক লিমিটেড।[৪]
সেপ্টেম্বর
সম্পাদনা- ১৫ সেপ্টেম্বর : উত্তরা ব্যাংক লিমিটেড ব্যাংকটিকে একটি লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয় এবং বেসরকারি খাতের শেয়ারহোল্ডারদের নিকট শেয়ার মালিকানা হস্তান্তর করা হয়। [৫]
- ২০ সেপ্টেম্বর : ১৯৮৩ খ্রিষ্টাব্দে ঢাকা জাদুঘরকে (বর্তমান বাংলাদেশ জাতীয় জাদুঘর) শাহবাগ এলাকায় নতুন ভবনে স্থানান্তর করা হয় ও ১৭ নভেম্বর জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। [৬][৭]
নভেম্বর
সম্পাদনা- ১১ নভেম্বর : হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করে।
কিছু অজানা দিনের ঘটনা
সম্পাদনা- ১৯৮৩ সালে প্রথম ইপিজেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গায়। [৮]
- ১৯৮৩ সাল হতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নিয়মিত কোর্সের সঙ্গে নৌ ও বিমান বাহিনীর জেন্টলম্যান ক্যাডেটদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদান শুরু হয়। [৯]
- ১৯৮৩-তে রাষ্ট্রায়ত্ত বস্ত্রশিল্প কারখানাগুলিকে বিরাষ্ট্রীয়করণের ব্যবস্থা নেওয়া। [১০]
- ১৯৮৩ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুনর্গঠিত হয়ে এর পরিবর্তিত নাম করা হয় ‘প্রত্নতত্ত্ব ও জাদুঘর পরিদপ্তর’। এর প্রধান দপ্তর ঢাকায় এবং তৎকালীন ৪টি বিভাগ ৪টি আঞ্চলিক পরিচালক দপ্তর স্থাপিত হয়। [১১]
- ১৯৮৩ সালে মিনারচত্বরের কিছুটা বিস্তার ঘটিয়ে শহীদ মিনারটিকে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। [১২]
- ১৯৮৩ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে।
- ১৯৮৩ সালে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ইউনিসেফের সহযোগিতায় রংপুর জেলার জলঢাকা উপজেলায় গলগন্ড ও আয়োডিনঘটিত অন্যান্য অসুস্থতা প্রশমনের ৮০,০০০ লোককে লেপিওডল ইনজেকশন দেয়। [১৩]
মৃত্যু
সম্পাদনা- ১ এপ্রিল : বাংলাদেশের প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমান মস্কো সেন্ট্রাল ক্লিনিকাল হসপিটালে মৃত্যুবরণ করেন।
- ১০ নভেম্বর : অন্তর্দলীয় কোন্দলে জনসংহতি সমিতি ও শান্তিবাহিনীর নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা নিহত হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিটি ব্যাংক লিমিটেড"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "পূবালী ব্যাংক লিমিটেড"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "উত্তরা ব্যাংক লিমিটেড"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "পর্যটন"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "বাংলাদেশ জাতীয় জাদুঘর"। বাংলাদেশ মিউজিয়াম ডট গভ ডট বিডি (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "বাংলাদেশ মিলিটারি একাডেমী"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "বস্ত্রশিল্প"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "প্রত্নতত্ত্ব অধিদপ্তর"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "শহীদ মিনার"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "গলগন্ড"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।