১৯৮২-এ বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ১৯৮২ সালের প্রধান ঘটনা প্রবাহ
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৮২-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
অবশ্যপালনীয়
সম্পাদনা- রাষ্ট্রপতি :
- আবদুস সাত্তার (২৪ মার্চ পর্যন্ত)
- হুসেইন মুহাম্মদ এরশাদ (২৪ মার্চ হইতে ২৭ মার্চ)
- আফম আহসানউদ্দিন চৌধুরী (৩০ মার্চ হইতে)
- প্রধানমন্ত্রী : শাহ আজিজুর রহমান (২৪ মার্চ পর্যন্ত) পদ বিলুপ্ত থাকে (২৪ মার্চ ১৯৮২ – ৩০ মার্চ ১৯৮৪)
- প্রধান বিচারপতি :
- কামালউদ্দিন হোসেন (১২ এপ্রিল পর্যন্ত)
- ফজলে কাদেরী মোহাম্মদ আবদুল মুনিম (১২ এপ্রিল হইতে)
ঘটনাপঞ্জী
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনা- ৩ জানুয়ারি : খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতা কর্মিদের আহ্ববানে বিএনপিতে যোগ দেন।
- ২৮ জানুয়ারি : ১৯৬১ সালে শুরু হওয়া জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়।
ফেব্রুয়ারি
সম্পাদনা- ১৫ই ফেব্রুয়ারি : বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম (এবং শেষ) অধিবেশনে প্রথম জাতীয় সংসদ ভবন ব্যবহৃত হয়।
মার্চ
সম্পাদনা- ২৪ মার্চ : রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেন।
- ২৪ মার্চ : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে বিলুপ্ত করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করা হয়।
জুন
সম্পাদনা- ৩ জুন : রেলওয়ে বোর্ড বিলুপ্ত হয়ে এর কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগের ওপর ন্যস্ত করা হয় এবং বিভাগের সচিব ডিরেক্টর জেনারেল পদপ্রাপ্ত হন।
অক্টোবর
সম্পাদনাকিছু অজানা দিনের ঘটনা
সম্পাদনা- ১৯৮২ সালে বাংলাদেশ সরকার ব্যাংকিং ব্যাবস্থার প্রথম পূনর্গঠন শুরু করে।
- ১৯৮২ সালে করাচি, পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশগ্রহণ করে।
- ১৯৮২ সালে পেট্রোবাংলা কামতা গ্যাসক্ষেত্র গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।
- ১৯৮২ সালে নাটোর চিনি কল লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ শুরু হয়।
মৃত্যু
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গঙ্গার পানিবণ্টন"। বাংলা পিডিয়া। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৭।