স্যার গারফিল্ড সোবার্স ট্রফি
স্যার গারফিল্ড সোবার্স ট্রফি বার্ষিকভিত্তিতে প্রদেয় ক্রিকেট ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক বার্ষিকভিত্তিতে বিশ্বের সেরা ক্রিকেটারকে এ ট্রফি প্রদান করা হয়। ট্রফিটি জনপ্রিয় ক্যারিবীয় ব্যাটসম্যান স্যার গারফিল্ড সোবার্স-এর নামে নামাঙ্কিত। ২০০৪ সাল থেকে এ ট্রফি প্রদান করা হচ্ছে। প্রথমবারের মতো এ পুরস্কার পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ২০২১ সালের বর্তমান পুরস্কার বিজয়ী হিসেবে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শাহিন আফ্রিদি।
আইসিসি বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার | |
---|---|
পুরস্কারদাতা | আইসিসি |
প্রথম পুরস্কৃত | ২০০৪ |
বর্তমানে আধৃত | শাহিন আফ্রিদি |
সর্বাধিক পুরস্কার | রিকি পন্টিং মিচেল জনসন বিরাট কোহলি (২ বার করে) |
ওয়েবসাইট | আইসিসি পুরস্কার |
ইতিহাস
সম্পাদনাস্যার গারফিল্ড সোবার্স ট্রফির নামকরণ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার স্যার গারফিল্ড সোবার্সের নাম অনুসারে। বিখ্যাত ক্রিকেটার রিচি বেনো, সুনীল গাভাস্কার ও মাইকেল হোল্ডিংয়ের সমন্বয়ে গড়া জুড়ি দলের সিদ্ধান্তক্রমে এ ট্রফির নাম রাখা হয়েছে। আইসিসি কর্তৃক তাদেরকে ‘একজন ব্যক্তিকে নির্ধারণপূর্বক ক্রিকেটের সম্মান বৃদ্ধিকল্পে ব্যক্তিগত পুরস্কার প্রদানে’ ক্ষমতা প্রদান করেছিল।[১]
ট্রফি তৈরির জন্য আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় স্ফটিক নির্মাণকারী প্রতিষ্ঠান স্বরোভস্কিকে দায়িত্ব প্রদান করা হয়। ট্রফির নকশায় লাল স্ফটিকের ক্রিকেট বলকে ৪২০০-এরও অধিক সুন্দর সোয়ারভস্কি স্ফটিকের মাধ্যমে সাজানো হয়েছে, যার একটি অংশ সোনার পাতের দণ্ড থেকে বর্ধিত করা হয়েছে।
মনোনয়ন প্রক্রিয়া
সম্পাদনা৫৬জন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কমিটির মাধ্যমে বার্ষিক আকারে এ পুরস্কার প্রদান করা হয়। তন্মধ্যে টেস্ট ক্রিকেটভূক্ত দলগুলোর অধিনায়ক (১০), আইসিসি আম্পায়ার ও রেফারিদের সেরা তালিকার সদস্য (১৮) এবং প্রখ্যাত সাবেক খেলোয়াড় ও ক্রিকেট সংবাদ প্রতিনিধি (২৮) এ কমিটিতে রয়েছেন। বর্তমান ২০০৪ সালের পূর্বে এ কমিটিতে ৫০জন সদস্য ছিলেন। কোন কারণে ভোট সমান হলে এ পুরস্কার যৌথভাবে প্রদান করা হবে।
মনোনয়কগণ
সম্পাদনাবিবরণ | আইসিসি বর্ষসেরা খেলোয়াড় | আইসিসি বর্ষসেরা টেস্ট খেলোয়াড় | আইসিসি বর্ষসেরা ওডিআই খেলোয়াড় | সামগ্রিকভাবে | ||||
---|---|---|---|---|---|---|---|---|
সর্বাধিক পুরস্কার বিজয়ী | রিকি পন্টিং | ২ | শচীন তেন্ডুলকর | ২ | মহেন্দ্র সিং ধোনি | ২ | রিকি পন্টিং কুমার সাঙ্গাকারা |
৩ |
সর্বাধিক মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড় | রিকি পন্টিং শিবনারায়ণ চন্দরপল |
৩ | জ্যাক ক্যালিস রিকি পন্টিং |
৩ | শচীন তেন্ডুলকর মোহাম্মদ ইউসুফ |
৩ | মোহাম্মদ ইউসুফ রিকি পন্টিং |
৩ |
সর্বাধিক মনোনয়নপ্রাপ্ত (বিজয়ী হননি) |
হাশিম আমলা | ৩ | মাহেলা জয়াবর্ধনে মুত্তিয়া মুরালিধরন শিবনারায়ণ চন্দরপল |
২ | শচীন তেন্ডুলকর মোহাম্মদ ইউসুফ |
৩ | মাহেলা জয়াবর্ধনে | ৬ |
বয়োজ্যেষ্ট বিজয়ী | শচীন তেন্ডুলকর | ৩৭ | মোহাম্মদ ইউসুফ | ৩৩ | ম্যাথু হেইডেন | ৩৬ | শচীন তেন্ডুলকর | ৩৭ |
সর্বকনিষ্ঠ বিজয়ী | অ্যান্ড্রু ফ্লিনটফ | ২৭ | ডেল স্টেইন | ২৫ | বিরাট কোহলি | ২৩ | বিরাট কোহলি | ২৩ |
নির্বাচিত
সম্পাদনা২০০৪
২০০৫
- বিজয়ী: জ্যাক ক্যালিস ও অ্যান্ড্রু ফ্লিনটফ
- গ্লেন ম্যাকগ্রা
- অ্যাডাম গিলক্রিস্ট
- শেন ওয়ার্ন
- ইনজামাম-উল-হক
২০০৬
২০০৭
২০০৮
২০০৯
২০১০
২০১১
২০১২
- বিজয়ী: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
- হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
- মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)
- ভার্নন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)
২০১৩
- বিজয়ী: মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)[২]
- হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
- অ্যালাস্টেয়ার কুক (ইংল্যান্ড)
- মহেন্দ্র সিং ধোনি (ভারত)
- কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
২০১৪
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Inauguration of ICC Test Player of the Year trophy"। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩।
- ↑ List of winners of the Sir Garfield Sobers Trophy – The Tribune, December 7, 2013
- ↑ "Nominees - LG ICC Awards 2014"। LG ICC Awards। International Cricket Council। মে ৫, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৫, ২০১৫।