সীতাকুণ্ড পৌরসভা

চট্টগ্রাম জেলার একটি পৌরসভা
(সীতাকুন্ড থেকে পুনর্নির্দেশিত)

সীতাকুণ্ড পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা

সীতাকুণ্ড
পৌরসভা
সীতাকুণ্ড পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
সীতাকুণ্ড বাংলাদেশ-এ অবস্থিত
সীতাকুণ্ড
সীতাকুণ্ড
বাংলাদেশে সীতাকুণ্ড পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৭′৩৮″ উত্তর ৯১°৪০′৩৫″ পূর্ব / ২২.৬২৭২২° উত্তর ৯১.৬৭৬৩৯° পূর্ব / 22.62722; 91.67639 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাসীতাকুণ্ড উপজেলা
প্রতিষ্ঠাকাল১ এপ্রিল, ১৯৯৮
সরকার
 • পৌর মেয়রবদিউল আলম (আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৮.৯১ বর্গকিমি (১১.১৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৬২,৩৫০
 • জনঘনত্ব২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তনসম্পাদনা

সীতাকুণ্ড পৌরসভার আয়তন ২৮.৯১ বর্গ কিলোমিটার।[১]

জনসংখ্যাসম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সীতাকুণ্ড পৌরসভার লোকসংখ্যা ৬২,৩৫০ জন। এর মধ্যে পুরুষ ৩১,৭৪৮ জন এবং মহিলা ৩০,৬০২ জন।[১]

অবস্থান ও সীমানাসম্পাদনা

সীতাকুণ্ড উপজেলার উত্তরাংশে সীতাকুণ্ড পৌরসভার অবস্থান। চট্টগ্রাম মহানগরী থেকে এ পৌরসভার দূরত্ব ৩৭ কিলোমিটার। এর উত্তরে বারৈয়াঢালা ইউনিয়নসৈয়দপুর ইউনিয়ন, পশ্চিমে সৈয়দপুর ইউনিয়নমুরাদপুর ইউনিয়ন, দক্ষিণে মুরাদপুর ইউনিয়নবাড়বকুণ্ড ইউনিয়ন এবং পূর্বে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকাসম্পাদনা

সীতাকুণ্ড পৌরসভা জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত। ওয়ার্ডভিত্তিক সীতাকুণ্ড পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড নুনাছড়া
২নং ওয়ার্ড মৌলভীপাড়া, এয়াকু্বনগর, শিবপুর
৩নং ওয়ার্ড সীতাকুণ্ড থানা, পন্থিছিলা
৪নং ওয়ার্ড সীতাকুণ্ড উপজেলা সদর
৫নং ওয়ার্ড চৌধুরী পাড়া, ভূঁইয়া পাড়া, মৌলভী পাড়া
৬নং ওয়ার্ড ফতেপুর, দাসগ্রাম
৭নং ওয়ার্ড আমিরাবাদ, পশ্চিম আমিরাবাদ, পূর্ব আমিরাবাদ, পশ্চিম মহাদেবপুর
৮নং ওয়ার্ড দক্ষিণ ইদিলপুর, উত্তর ইদিলপুর
৯নং ওয়ার্ড শিবপুর

[২]

প্রতিষ্ঠাকালসম্পাদনা

১৯৯৮ সালের ১ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার ৩নং সীতাকুণ্ড ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়ে সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা।[১]

শিক্ষা ব্যবস্থাসম্পাদনা

সীতাকুণ্ড পৌরসভার সাক্ষরতার হার ৫৩.৮৭%। এ পৌরসভায় ২টি কলেজ, ২টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানসম্পাদনা

কলেজ
মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এয়াকুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নুনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পন্থিছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মহাদেবপুর আলম সফি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সীতাকুণ্ড দওবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্ডেন
  • এভারগ্রীন কেজি স্কুল
  • সাদেকমস্তান আদর্শ কিন্ডারগার্ডেন

যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা

সীতাকুণ্ড পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (বড়ইধলা স্টেশন ও নিজামপুর স্টেশন)।

উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা

জনপ্রতিনিধিসম্পাদনা

  • বর্তমান পৌর মেয়র: বদিউল আলম[৩]

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭ 
  3. "পৌর নির্বাচনের ফলাফল: চট্টগ্রামে আওয়ামী লীগের দশ-এ-দশ - RTM News 24"RTM News 24 

বহিঃসংযোগসম্পাদনা