সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়
সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় অবস্থিত। মাওলানা ওবায়দুল হকের অর্থনৈতিক সহযোগিতায় ও পিডব্লিওডি-এর দানকুত জমিতে ১৯১৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। প্রখ্যাত ভাষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ তাঁর কর্মজীবনে স্বল্পসময়ের জন্য এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।
সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
অবস্থান | |
![]() | |
চট্টগ্রাম , ৪৩১০ | |
তথ্য | |
ধরন | সরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯১৩ |
প্রতিষ্ঠাতা | মাওলানা ওবায়দুল হক |
বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
ইআইআইএন | ১০৫০৬৮ |
প্রধান শিক্ষক | শাহেদা আক্তার |
শ্রেণি | ৫-১০ |
শিক্ষা ব্যবস্থা | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | sitakundgmhs |
ইতিহাস
সম্পাদনাসীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সীতাকুন্ডে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে প্রাচীন। এটি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। তবে, বিদ্যালয়টি জুন ০১, ১৯৮৫ সালে সরকারীকরণ করা হয়।[১] সীতাকুন্ডে একমাত্র সরকারি স্কুল হিসেবে প্রতিষ্ঠালগ্ন হতে এর বেশ সুনাম রয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে এখানে শুধুমাত্র বালকরাই পড়তে পারতো, তবে ২০১৩ সাল থেকে প্রথমবারের মতো বালিকাদেরও ভর্তির সুযোগ সৃষ্টি হয়েছে।কিন্তু পরবর্তীতে ২০১৭ সাল থেকে শুধু বালকরাই পড়াশোনা করতো। ২০২১ সালে পুনরায় বালিকা ভর্তি করানো হয়। যা এখনো চলমান।
স্কুলটি ২টি ভবন নিয়ে গঠিত। একটি ভাবন নির্মাণাধীন। এর মধ্যে বিজ্ঞানাগার, প্রশাসনিক কক্ষ, এছাড়া একটি মসজিদও রয়েছে। বিদ্যালয়ের পাশে রয়েছে একটি সুবিশাল মাঠ এবং সামনে পেছনে রয়েছে দুটি সুবিশাল দিঘী। বিদ্যালয়ের পাঠাগারে রয়েছে ২৫০০-এর অধিক বই।
শিক্ষক ও ছাত্র
সম্পাদনাবিদ্যালয়টিতে ৬-১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা ২৫ জন। স্কুলের ছাত্রসংখ্যা ৮০০-এর অধিক জন।
অর্জন
সম্পাদনাসরকারি করণের পর হতে হাজারো অর্জন এই বিদ্যালয়ের থলিতে। প্রায় ১২-১৪ বার উপজেলা ফুটবল চ্যাম্পিয়ন। এছাড়া ক্রিকেটে উপজেলায় বর্তমান চ্যাম্পিয়ন। অসংখ্য বার ভলিবল, হ্যান্ডবল চ্যাম্পিয়ন। উপজেলায় এথলেটিক্সে অসংখ্য পুরুষ্কার এবং বর্তমান রিলে চ্যাম্পিয়ন। ২০২৪ সালে দুদক কর্তৃক আয়োজিত বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন। ২০২৫ সালে তারুণ্যের উৎসব বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন। বিজ্ঞান কুইজ উপজেলা চ্যাম্পিয়ন। বিগর বছরে বিজ্ঞান প্রজেক্টে উপজেলা চ্যাম্পিয়ন ও জেলা ৩য়। শিক্ষায় ও অন্য বিদ্যালয়ের চেয়ে এগিয়ে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনেক পুরস্কার অর্জন।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- আল মাহমুদ, বাংলা সাহিত্যের প্রধান কবি
- কুমার বিশ্বজিৎ, সংগীতশিল্পী
- কিশোর, সঙ্গীত শিল্পী
- এল. কে. সিদ্দিকী, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার।
- হানিফ সংকেত,বিশিষ্ট টিভি ব্যাক্তিত্ব
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সীতাকুন্ডে ঐতিহ্যবাহী শতবর্ষী আদর্শ বিদ্যাপীঠ"। dainikpurbokone.net। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৪।
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |