সিমোন মিনিয়োলে

বেলজীয় ফুটবলার

সিমোন লুক হিল্ডেবার্ট মিনিয়োলে (ওলন্দাজ: Simon Mignolet, ওলন্দাজ উচ্চারণ: [ˈsimɔn ˈmiɲɔlɛː], ফরাসি : [simɔ̃ miɲɔlɛ]; জন্ম: ৬ মার্চ ১৯৮৮; সিমোন মিনিয়োলে নামে সুপরিচিত) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজীয় ক্লাব ব্রুজ এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

সিমোন মিনিয়োলে
২০১৮ সালে বেলজিয়ামের হয়ে মিনিয়োলে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সিমোন লুক হিল্ডেবার্ট মিনিয়োলে[১]
জন্ম (1988-03-06) ৬ মার্চ ১৯৮৮ (বয়স ৩৬)[২]
জন্ম স্থান সিন্ট-ট্রইডেন, বেলজিয়াম
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)[৩]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ব্রুজ
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
২০০৪–২০০৬ সিন্ট-ট্রইডেন্সে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০১০ সিন্ট-ট্রইডেন্সে ১০০ (১)
২০১০–২০১৩ সান্ডারল্যান্ড ৯০ (০)
২০১৩–২০১৯ লিভারপুল ১৫৫ (০)
২০১৯– ব্রুজ ১০৪ (০)
জাতীয় দল
২০০৩ বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ (০)
২০০৪ বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ (০)
২০০৫–২০০৬ বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ ১১ (০)
২০০৬–২০০৭ বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ (০)
২০০৯ বেলজিয়াম অনূর্ধ্ব-২০ (০)
২০০৮–২০১০ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ ১০ (০)
২০১১– বেলজিয়াম ৩৫ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২০, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৪–০৫ মৌসুমে, বেলজীয় ফুটবল ক্লাব সিন্ট-ট্রইডেন্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মিনিয়োলে ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৬–০৭ মৌসুমে, সিন্ট-ট্রইডেন্সের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। সিন্ট-ট্রইডেন্সে-এ তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ১০০ ম্যাচে ১টি গোল করেছেন। পরবর্তীতে তিনি সান্ডারল্যান্ড এবং লিভারপুলের হয়ে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল হতে বেলজীয় ফুটবল ক্লাব ক্লাব ব্রুজে যোগদান করেছেন।[৪][৫][৬]

২০০৩ সালে, মিনিয়োলে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৮ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সিমোন লুক হিল্ডেবার্ট মিনিয়োলে ১৯৮৮ সালের ৬ই মার্চ তারিখে বেলজিয়ামের সিন্ট-ট্রইডেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

মিনিয়োলে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬, বেলজিয়াম অনূর্ধ্ব-১৭, বেলজিয়াম অনূর্ধ্ব-১৮, বেলজিয়াম অনূর্ধ্ব-১৯, বেলজিয়াম অনূর্ধ্ব-২০ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৩ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৮ বছরে ২৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১১ সালের ২৫শে মার্চ তারিখে, ২৩ বছর ও ১৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মিনিয়োলে অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০১২ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[৭] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৮] ম্যাচে তিনি ১ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৯] ম্যাচটি বেলজিয়াম ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১০] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে মিনিয়োলে সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বেলজিয়াম ২০১১
২০১২
২০১৩
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
সর্বমোট ৩৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "In profile: Simon Mignolet"। Sells Goalkeeper Products। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  2. "2018 FIFA World Cup Russia: List of players: Belgium" (পিডিএফ)। FIFA। ১০ জুন ২০১৮। পৃষ্ঠা 3। ১৯ জুন ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৮ 
  3. "Player Profile: Simon Mignolet"। Premier League। ৫ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩ 
  4. "Simon Mignolet to leave Liverpool for Club Brugge for an initial £6.4m" [সিমোন মিনিয়োলে ক্লাব ব্রুজ প্রাথমিকভাবে ৬.৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল ছাড়বেন]। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  5. "Simon Mignolet Completes £6.5m Club Brugge Move From Liverpool"90min। ৪ আগস্ট ২০১৯। ৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  6. রেড্ডি, মেলিসা (৫ আগস্ট ২০১৯)। "Mignolet leaves Liverpool to join Club Brugge"ইএসপিএন এফসি। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 
  7. https://int.soccerway.com/matches/2011/03/25/europe/european-championship-qualification/austria/belgium/914604/
  8. https://www.worldfootball.net/report/em-qualifikation-2010-2011-gruppe-a-oesterreich-belgien/
  9. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/1055996
  10. https://www.national-football-teams.com/matches/report/3475/Austria_Belgium.html

বহিঃসংযোগ সম্পাদনা