শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) হল ভারতের চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ সম্মানিত পুরস্কার। এটি একটি স্বর্ণ কমল পুরস্কার যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে ১৯৫৪ সাল থেকে ভারত সরকার প্রদান করে আসছে।
শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) | |
---|---|
বিবরণ | শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | চলচ্চিত্র উৎসব অধিদপ্তর |
পুরস্কার | ₹ ২৫,০০০ |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | ভিলেজ রকস্টার্স (২০১৭) |
ওয়েবসাইট | dff |
বাংলা ভাষার চলচ্চিত্র সর্বোচ্চ ২২ বার; হিন্দি ভাষার চলচ্চিত্র ১৩ বার; মালায়লাম ভাষার চলচ্চিত্র ১১ বার; কন্নড় ভাষার চলচ্চিত্র ৬ বার; মারাঠি ভাষার চলচ্চিত্র ৫ বার; তামিল, সংস্কৃত ও অসমীয়া ভাষার চলচ্চিত্র ২ বার; তেলুগু, ও বিহারী ভাষার চলচ্চিত্র ১ বার করে এই পুরস্কার লাভ করে। ১৯৭৯ সালে এই বিভাগে কোন পুরস্কার প্রদান করা হয় নি।
পুরস্কার
সম্পাদনাসময়কাল | প্রযোজক | পরিচালক |
---|---|---|
১৯৫৩ (১ম) - ১৯৫৬ (৪র্থ) | রাষ্ট্রপতির স্বর্ণ পদক | |
১৯৫৭ (৫ম) - ১৯৬৬ (১৪তম) | স্বর্ণ পদক ও ₹ ২০,০০০ | ₹ ৫,০০০ |
১৯৬৭ (১৫তম) - ১৯৬৯ (১৭তম) | স্বর্ণ পদক ও ₹ ২০,০০০ | প্লাক ও ₹ ৫,০০০ |
১৯৭০ (১৮তম) - ১৯৭৩ (২১তম) | স্বর্ণ কমল ও ₹ ৪০,০০০ | প্লাক ও ₹ ১০,০০০ |
১৯৭৪ (২২তম) - ১৯৭৫ (২৩তম) | স্বর্ণ কমল ও ₹ ৪০,০০০ | রজত কমল ও ₹ ১৫,০০০ |
১৯৭৭ (২৫তম) | স্বর্ণ কমল ও ₹ ৪০,০০০ | রজত কমল ও ₹ ২০,০০০ |
১৯৮০ (২৮তম) - ১৯৯৪ (৪২তম) | স্বর্ণ কমল ও ₹ ৫০,০০০ | স্বর্ণ কমল ও ₹ ২৫,০০০ |
১৯৯৫ (৪৩তম) - ২০০৫ (৫৩তম) | স্বর্ণ কমল ও ₹ ৫০,০০০ | |
২০০৬ (৫৪তম) - বর্তমান | স্বর্ণ কমল ও ₹ ২৫০,০০০ |
বিজয়ী চলচ্চিত্র
সম্পাদনা১৯৫০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | ভাষা | প্রযোজক | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৫৩ (১ম) | শ্যামচি আই | মারাঠি | প্রহলদ কেশব আত্রে | প্রহলদ কেশব আত্রে | [১] |
১৯৫৪ (২য়) | মির্জা গালিব | হিন্দি | সোহরাব মোদি | সোহরাব মোদি | [২] |
১৯৫৫ (৩য়) | পথের পাঁচালী | বাংলা | পশ্চিমবঙ্গ সরকার | সত্যজিৎ রায় | [৩] |
১৯৫৬ (৪র্থ) | কাবুলিওয়ালা | বাংলা | চারুচিত্র | তপন সিংহ | [৪] |
১৯৫৭ (৫ম) | দো আঁখে বারাহ হাত | হিন্দি | ভি. শান্তরাম | ভি. শান্তরাম | [৫] |
১৯৫৮ (৬ষ্ঠ) | সাগর সঙ্গমে | বাংলা | ডিলাক্স ফিল্ম ডিস্ট্রিবিউটরস | দেবাকি বসু | [৬] |
১৯৫৯ (৭ম) | অপুর সংসার | বাংলা | সত্যজিৎ রায় প্রডাকশন্স | সত্যজিৎ রায় | [৭] |
১৯৬০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | ভাষা | প্রযোজক | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৬০ (৮ম) | অনুরাধা | হিন্দি | হৃষিকেশ মুখোপাধ্যায় এল. বি. ঠাকুর |
হৃষিকেশ মুখোপাধ্যায় | [৮] |
১৯৬১ (৯ম) | ভগিনি নিবেদিতা | বাংলা | অরোরা ফিল্ম | বিজয় বসু | [৯] |
১৯৬২ (১০ম) | দাদাঠাকুর | বাংলা | শ্যামলাল ঝলন | সুধীর মুখোপাধ্যায় | [১০] |
১৯৬৩ (১১তম) | শেহর অউর স্বপ্ন | হিন্দি | নয়া সংসার | খাজা আহমদ আব্বাস | [১১] |
১৯৬৪ (১২তম) | চারুলতা | বাংলা | আর. ডি. বনশল | সত্যজিৎ রায় | [১২] |
১৯৬৫ (১৩তম) | চেম্মিন | মালায়লাম | বাবু ইসমাইল সেতু | রামু কারিয়াত | [১৩] |
১৯৬৬ (১৪তম) | তিসরি কসম | হিন্দি | শৈলেন্দ্র | বসু ভট্টাচার্য | [১৪] |
১৯৬৭ (১৫তম) | হাটে বাজারে | বাংলা | অসীম দত্ত | তপন সিংহ | [১৫] |
১৯৬৮ (১৬তম) | গুপী গাইন বাঘা বাইন | বাংলা | নেপাল দত্ত অসীম দত্ত |
সত্যজিৎ রায় | [১৬] |
১৯৬৯ (১৭তম) | ভুবন সোম | হিন্দি | মৃণাল সেন প্রডাকশন্স | মৃণাল সেন | [১৭] |
১৯৭০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | ভাষা | প্রযোজক | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৭০ (১৮তম) | সংস্কর | কন্নড় | প্রত্তবীর রেড্ডি | প্রত্তবীর রেড্ডি | [১৮] |
১৯৭১ (১৯তম) | সীমাবদ্ধ | বাংলা | ভরত শমসের জং বাহাদুর রানা |
সত্যজিৎ রায়[১৯] | [২০] |
১৯৭২ (২০তম) | স্বয়ংবর | মালায়লাম | আদুর গোপালকৃষ্ণ | আদুর গোপালকৃষ্ণ | [২১] |
১৯৭৩ (২১তম) | নির্মল | মালায়লাম | এম. টি. বসুদেব নায়ার | এম. টি. বসুদেব নায়ার | [২২] |
১৯৭৪ (২২তম) | চৌরস | বাংলা | মৃণাল সেন প্রডাকশন্স | মৃণাল সেন | [২৩] |
১৯৭৫ (২৩তম) | চুমনা দুদি | কন্নড় | প্রজা ফিল্মস | বি. ভি. করন্থ | [২৪] |
১৯৭৬ (২৪তম) | মৃগয়া | হিন্দি | উদয় ভাস্কর ইন্টারন্যাশনাল | মৃণাল সেন[২৫] | [২৬] |
১৯৭৭ (২৫তম) | গতশ্রাদ্ধ | কন্নড় | সদানন্দ সুবর্ণ | গিরিশ কাসারাভাল্লি | [২৭] |
১৯৭৮ (২৬তম) | পুরস্কার দেওয়া হয় নি | [২৮] | |||
১৯৭৮ (২৭তম) | শোধ | হিন্দি | শীতকান্ত মিশ্র | বিপ্লব রায় চৌধুরী | [২৯] |
১৯৮০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | ভাষা | প্রযোজক | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৮০ (২৮তম) | অকালের সন্ধানে | বাংলা | ডি. কে. ফিল্মস | মৃণাল সেন | [৩০] |
১৯৮১ (২৯তম) | দখল | বাংলা | পশ্চিমবঙ্গ চলচ্চিত্র শিল্প | গৌতম ঘোষ | [৩১] |
১৯৮২ (৩০তম) | চোখ | বাংলা | পশ্চিমবঙ্গ সরকার | উৎপলেন্দু সরকার | [৩২] |
১৯৮৩ (৩১তম) | আদি শংকরাচর্য | সংস্কৃত | ভারতীয় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন | গানপতি ভেঙ্কটরম আইয়ার | [৩৩] |
১৯৮৪ (৩২তম) | দামুল | হিন্দি | প্রকাশ ঝা প্রডাকশন্স | প্রকাশ ঝা | [৩৪] |
১৯৮৫ (৩৩তম) | চিদম্বর | মালায়লাম | গোবিন্দ অরভিন্দ | গোবিন্দ অরভিন্দ | [৩৫] |
১৯৮৬ (৩৪তম) | তবরন কাথে | কন্নড় | গিরিশ কাসারাভাল্লি | গিরিশ কাসারাভাল্লি | [৩৬] |
১৯৮৭ (৩৫তম) | হালধীয়া চড়ায়ে বাওধান খায় | অসমীয়া | শৈলধর বড়ুয়া জাহ্নু বড়ুয়া |
জাহ্নু বড়ুয়া | [৩৭] |
১৯৮৮ (৩৬তম) | পিরভি | মালায়লাম | ফিল্ম ফোক | শাজি এন করুণ | [৩৮] |
১৯৮৯ (৩৭তম) | বাঘ বাহাদুর | বাংলা | বুদ্ধদেব দাশগুপ্ত | বুদ্ধদেব দাশগুপ্ত | [৩৯] |
১৯৯০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | ভাষা | প্রযোজক | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৯০ (৩৮তম) | মরুপক্ষ | তামিল | ভারতীয় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন | কে. এস. সেতুমাধব | [৪০] |
১৯৯১ (৩৯তম) | আগন্তুক | বাংলা | ভারতীয় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন | সত্যজিৎ রায় | [৪১] |
১৯৯২ (৪০তম) | ভগবত গীতা | সংস্কৃত | টি. সুবরমি রেড্ডি | জি. ভি. আইয়ার | [৪২] |
১৯৯৩ (৪১তম) | চরাচর | বাংলা | গীতা গোপ শঙ্কর গোপ |
বুদ্ধদেব দাশগুপ্ত | [৪৩] |
১৯৯৪ (৪২তম) | উনিশে এপ্রিল | বাংলা | ঋতুপর্ণ ঘোষ | ঋতুপর্ণ ঘোষ | [৪৪] |
১৯৯৫ (৪৩তম) | কথাপুরুষ | মালায়লাম | আদুর গোপালকৃষ্ণ | আদুর গোপালকৃষ্ণ | [৪৫] |
১৯৯৬ (৪৪তম) | লাল দরজা | বাংলা | চিত্রানী লাহিড়ী দুলাল রায় |
বুদ্ধদেব দাশগুপ্ত | [৪৬] |
১৯৯৭ (৪৫তম) | তায়ী সাহেবা | কন্নড় | জয়মালা | গিরিশ কাসারাভাল্লি | [৪৭] |
১৯৯৮ (৪৬তম) | সমর | হিন্দি | শ্যাম বেনেগাল ভারতীয় জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন |
শ্যাম বেনেগাল | [৪৮] |
১৯৯৯ (৪৭তম) | ভানাপ্রস্থ | মালায়লাম | মোহনলাল | শাজি এন. করুণ | [৪৯] |
২০০০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | ভাষা | প্রযোজক | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|
২০০০ (৪৮তম) | শান্তম | মালায়লাম | পি. ভি. গঙ্গাধরম | জয়রাজ | [৫০] |
২০০১ (৪৯তম) | দ্বীপ | কন্নড় | সৌন্দর্য | গিরিশ কাসারাভাল্লি | [৫১] |
২০০২ (৫০তম) | মন্দ মেয়ের উপাখ্যান | বাংলা | আর্য ভট্টাচার্য | বুদ্ধদেব দাশগুপ্ত | [৫২] |
২০০৩ (৫১তম) | শ্বাস | মারাঠি | অরুণ নালাওয়াদে | সন্দীপ সাওয়ান্ত | [৫৩] |
২০০৪ (৫২তম) | পেইজ থ্রি | ইংরেজি হিন্দি |
ববি পুশকর্ন | মধুর ভান্ডারকর | [৫৪] |
২০০৫ (৫৩তম) | কালপুরুষ | বাংলা | ঝমু সুগন্ধ | বুদ্ধদেব দাশগুপ্ত | [৫৫] |
২০০৬ (৫৪তম) | পুলিজন্ম | মালায়লাম | এম. জি. বিজয় | প্রিয়নন্দ | [৫৬] |
২০০৭ (৫৫তম) | কাঞ্চিভরম | তামিল | পারসেপ্ট পিকচার কোম্পানি | প্রিয়দর্শন | [৫৭] |
২০০৮ (৫৬তম) | অন্তহীন | বাংলা | স্ক্রিনপ্লে ফিল্মস | অনিরুদ্ধ রায় চৌধুরী | [৫৮] |
২০০৯ (৫৭তম) | কুট্টি স্রাঙ্ক | মালায়লাম | রিলায়েন্স বিগ পিকচার্স | শাজি এন. করুণ | [৫৯] |
২০১০-এর দশক
সম্পাদনাবছর (আয়োজন) |
চলচ্চিত্র | ভাষা | প্রযোজক | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|---|
২০১০ (৫৮তম) | আদামিন্তে মাকান আবু | মালায়লাম | সলিম আহমেদ আশরাফ বেদি |
সলিম আহমেদ | [৬০] |
২০১১ (৫৯তম) | দেউল বিয়ারি |
মারাঠি বিহারী |
অভিজিত গোলাপ আলতাফ হুসাইন |
উমেশ বিনায়ক কুলকার্নি সুবিরন |
[৬১] |
২০১২ (৬০তম) | পান সিং তোমার | হিন্দি | ইউটিভি সফটওয়্যার কমিউনিকেশন্স | তিগমাংশু ধুলিয়া | [৬২] |
২০১৩ (৬১তম) | শিপ অফ থিসিয়স | ইংরেজি হিন্দি |
রিসাইকেলওয়ালা ফিল্মস প্রাইভেট লিমিটেড | আনন্দ গান্ধী | [৬৩] |
২০১৪ (৬২তম) | কোর্ট | মারাঠি গুজরাটি ইংরেজি হিন্দি |
জু এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড | চৈতন্য তামহানে | [৬৪] |
২০১৫ (৬৩তম) | বাহুবলী: দ্য বিগিনিং | তেলুগু | শুভ যরলাগাদ্দা অর্ক মিডিয়া ওয়ার্কস লিমিটেড |
এস. এস. রাজমৌলি | [৬৫] |
২০১৬ (৬৪তম) | কসব | মারাঠি | সুমিতা ভাবে সুনীল সুখতঙ্কার মোহন আগাসে |
সুমিতা ভাবে সুনীল সুখতঙ্কার |
[৬৬] |
২০১৭ (৬৫তম) | ভিলেজ রকস্টার্স | অসমীয় | রীমা দাস | রীমা দাস |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "1st National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 12। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "2nd National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 15। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "3rd National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 6। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "4th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "5th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,4। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "6th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,4। ২০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "7th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,4। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "8th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "9th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "10th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "11th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "12th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "13th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 1,6। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ Gulzar, Govind Nihalani, Saibal Chatterjee (২০০৩)। Encyclopaedia of Hindi Cinema। Popular Prakashan। পৃষ্ঠা 532। আইএসবিএন 9788179910665। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১২।
- ↑ "15th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,9। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "16th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "17th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2,6। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "18th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "Seemabaddha @ SatyajitRay.org"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "19th National Film Awards" (PDF)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "20th National Film Awards"। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। পৃষ্ঠা 2। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "21st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "22nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "23rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "Mrigaya"। mrinalsen.org। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "24th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "25th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "26th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৪ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "8th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "28th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "29th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "30th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "31st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "32nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "33rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "34th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "35th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২২ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "36th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "8th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "38th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "39th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "40th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "41st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "42nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "43rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "44th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "45th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "46th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "47th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "48th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "49th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "50th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "51st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "52nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "53rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "54th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "55th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "56th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "57th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "58th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "59th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৫ নভেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "60th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "61st National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "62nd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "63rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।
- ↑ "64th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ৬ জুন ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৭।