আগন্তুক
আগন্তুক সত্যজিৎ রায় পরিচালিত একটি নাট্য চলচ্চিত্র যা ১৯৯১ সালে মুক্তি পায়। এটি সত্যজিতের শেষ চলচ্চিত্র। তারই লেখা ছোটগল্প অতিথি অবলম্বনে এটি তৈরি করেছেন।
আগন্তুক | |
---|---|
![]() The Stranger | |
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | সত্যজিৎ রায় |
চিত্রনাট্যকার | সত্যজিৎ রায় |
উৎস | সত্যজিৎ রায় কর্তৃক অতিথি (ছোট গল্প) |
শ্রেষ্ঠাংশে | উৎপল দত্ত মমতা শঙ্কর দীপঙ্কর দে ধৃতিমান চট্রোপ্যাধ্যায় প্রমোদ গাঙ্গুলী রবি ঘোষ |
সুরকার | সত্যজিত রায় |
চিত্রগ্রাহক | বরুন রাহা |
সম্পাদক | দুলাল দত্ত |
প্রযোজনা কোম্পানি | এনএফডি ডিডি প্রডাকসন্স |
পরিবেশক | আর্টিফিশিয়াল আই (যুক্তরাজ্য) |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১২০ মিনিট |
দেশ | ![]() ![]() |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপসম্পাদনা
কলকাতায় বসবাসরত একটি উচ্চ মধ্যবিত্ত পরিবার, বাবা সুধীন্দ্র বোস, মা অনীলা এবং একটি ছোট ছেলে। হঠাৎ একদিন অনীলার কাছে একটি চিঠি আসে, ৩৫ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া তার ছোট মামার কাছ থেকে। ৩৫ বছর পর তিনি ফিরে আসছেন, কিছুদিন কলকাতায় তাদের বাড়িতে থাকতে চান। ১৯৫৫ সালে মামা যখন দেশ ছাড়েন তখন অনীলার বয়স মাত্র ২ বছর, তাই এ নিয়ে তার কোন স্মৃতিই নেই। তাছাড়া বর্তমানে এই ছোট মামার রক্তের সম্পর্কের আত্মীয় বলতে একমাত্র সেই। সুতরাং তার পরিচয় নিয়ে নিশ্চিত হওয়ার কোনই উপায় নেই। স্বামী প্রচণ্ড সন্দেহপ্রবণ হয়ে ওঠে যা কিছুটা ভর করে স্ত্রীর উপরও। আর ছোট ছেলেটি শুরু থেকে সম্ভাব্য জাল দাদুর আগমনে রোমাঞ্চ অনুভব করতে থাকে। আগন্তুক মামা মনোমোহন মিত্র কলকাতায় পৌছানোর পরই কাহিনী শুরু হয়।
চরিত্রসমূহসম্পাদনা
- উৎপল দত্ত - মনোমোহন (মামা)
- দীপঙ্কর দে - সুধীন্দ্র বোস (স্বামী)
- মমতা শঙ্কর - অনীলা বোস (স্ত্রী)