আগন্তুক (২০২৩-এর চলচ্চিত্র)
অগন্তক ২০২৩ সালের বাংলাদেশের পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র। এটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন বিপ্লব সরকার। প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান লেনিন ও বিপ্লব সরকার।[১]
আগন্তুক | |
---|---|
![]() প্রচারণা পোস্টার | |
পরিচালক | বিপ্লব সরকার |
প্রযোজক | রম্য রহিম চৌধুরী তাজুল হক সাইফুর রহমান লেনিন |
চিত্রনাট্যকার | বিপ্লব সরকার |
কাহিনিকার | বিপ্লব সরকার |
শ্রেষ্ঠাংশে | |
মুক্তি |
|
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
নির্মাণ
সম্পাদনা২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের মার্চ-এপ্রিলে নাটোরের লালপুরে, মানিকগঞ্জ ও নবাবগঞ্জে সিনেমার বেশি ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে।[২]
পটভূমি
সম্পাদনাআগন্তুক চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বান্দ্বিকতা সরল ও সূক্ষ্মভাবে দেখানো হয়েছে ।
অভিনয়ে
সম্পাদনা- ফেরদৌসী মজুমদার
- শাহানা সুমি
- রতন দেব
- মাহমুদ আলম
- এহান প্রমুখ।
পুরুস্কার
সম্পাদনা'গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল’ নামে পরিচিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)-এ ভিউয়িং রুমের ফিল্ম বাজার রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড জিতেছে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-১০-০৪)। "বুসানের রাস্তায় বাংলাদেশের 'অটোবায়োগ্রাফি' 'বলী' ও 'আগন্তুক'–এর পোস্টার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৭।
- ↑ প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৯-০৪)। "সময়ের ঊর্ধ্বের এক গল্প 'আগন্তুক'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৭।
- ↑ BonikBarta (২৭ নভেম্বর ২০২২)। "ভারতে ফিল্ম বাজারে পুরস্কার জিতল বিপ্লবের 'আগন্তুক'"। বনিক বার্তা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আগন্তুক (ইংরেজি)