শেরে বাংলা নগর থানা
ঢাকা জেলার একটি থানা
(শেরে বাংলা নগর থেকে পুনর্নির্দেশিত)
শেরে বাংলা নগর বাংলাদেশের ঢাকা জেলার একটি থানা।[১] এর ভেতর আগারগাঁও অবস্থিত এবং বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এই এলাকায় অবস্থিত। বাঙালি রাজনীতিবিদ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের জন্য এই স্থানটি গুরুত্বপূর্ণ।[২]
শেরে বাংলা নগর | |
---|---|
থানা | |
বাংলাদেশে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৪.৩′ উত্তর ৯০°২৩.১′ পূর্ব / ২৩.৭৩৮৩° উত্তর ৯০.৩৮৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
আয়তন | |
• মোট | ৫.২৫ বর্গকিমি (২.০৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৪৮,৮৭১ |
• জনঘনত্ব | ৪৭,৪০৪/বর্গকিমি (১,২২,৭৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ভূগোল
সম্পাদনাশেরেবাংলা নগর থানার অবস্থান হচ্ছে ২৩°২৭′১৮″ উত্তর ৯০°১৩′১২″ পূর্ব / ২৩.৪৫৫° উত্তর ৯০.২২° পূর্ব-এ।
গঠন
সম্পাদনাআগস্ট ৪, ২০০৯ সালে তেজগাঁও, কাফরুল ও মোহাম্মদপুর এই তিন থানার অংশ নিয়ে শেরে বাংলা নগর থানা গঠন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
- ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল
- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
- তেজগাঁও কলেজ
- শেরেবাংলা নগর মহিলা মহাবিদ্যালয়
- নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ
- আগারগাঁও তালতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ
- গনভবন সরকারি উচ্চবিদ্যালয়
- শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়;
- শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়;
- নাজনীন উচ্চ বিদ্যালয়
- রাজধানী উচ্চ বিদ্যালয়
- নিউ মডেল মোমিন বহুমুখী উচ্চ বিদ্যালয়
- শুকরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
- মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট;
- লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতন
- শেরে বাংলা নগর সরকারি উচ্চ-মাধ্যমিক বালক বিদ্যালয়
- সরকারি সংগীত কলেজ
ছবি
সম্পাদনা-
সাংসদবৃন্দের কার্যালয়
-
বাংলাদেশের জাতীয় সংসদ
-
ইসলামী উন্নয়ন ব্যাংক, ঢাকা
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "New 6 Thanas in Dhaka"। Prothom Alo। ২০০৯-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-০৬।
- ↑ শামসুন নাহার (জানুয়ারি ২০০৩)। "শেরেবাংলা নগর থানা"। সিরাজুল ইসলাম। শেরেবাংলা নগর। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১,২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)