শহীদ করিমুল্লাহ

পাকিস্তানী কূটনীতিক

শহীদ করিমুল্লাহ (জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৪৮) পাকিস্তান নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ অ্যাডমিরাল ছিলেন। ২০০২ সালের ৩ অক্টোবর তিনি পাকিস্তান নৌবাহিনীর সর্বোচ্চ পদ নৌপ্রধান হিসেবে নিযুক্ত হন; ২০০৫ সালের ৬ অক্টোবর তার ৪০ বছরের দীর্ঘ নৌ সামরিক জীবনের অবসান ঘটে চাকরি থেকে অবসর গ্রহণের মাধ্যমে।

অ্যাডমিরাল
শহীদ করিমুল্লাহ
পাকিস্তান নৌবাহিনী প্রধান
কাজের মেয়াদ
২ অক্টোবর ২০০২ – ৬ অক্টোবর ২০০৫
পূর্বসূরীঅ্যাডমিরাল আব্দুল আজিজ মির্জা
উত্তরসূরীঅ্যাডমিরাল আফজাল তাহির
ব্যক্তিগত বিবরণ
জন্মশহীদ করিমুল্লাহ
(1948-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৪৮ (বয়স ৭৬)
করাচি, সিন্ধু প্রদেশ, পাকিস্তান
নাগরিকত্ব পাকিস্তান
জাতীয়তাপাকিস্তানি
প্রাক্তন শিক্ষার্থীনৌ ওয়ার কলেজ
জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়
সামরিক পরিষেবা
আনুগত্য পাকিস্তান
শাখা পাকিস্তান নৌবাহিনী
কাজের মেয়াদ১৯৬৫-২০০৫
পদঅ্যাডমিরাল
ইউনিটঅপারেশন্স শাখা
যুদ্ধভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১

এরপর তাকে সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়, তিনি এ দায়িত্বে ২০০৯ পর্যন্ত ছিলেন।

নৌ জীবন সম্পাদনা

শহীদের জন্ম ১৯৪৮ সালের ১৪ ফেব্রুয়ারি সিন্ধু প্রদেশের করাচিতে, তার পূর্বপুরুষ হায়দ্রাবাদ রাজ্যতে থাকতেন। শহীদের বাবা রাজকীয় ভারতীয় নৌবাহিনীর একজন নাবিক ছিলেন যিনি পরে রাজকীয় পাকিস্তান নৌবাহিনীর একজন কর্মকর্তা (লেফটেন্যান্ট কমান্ডার) হয়েছিলেন।[১][২]

করাচির একটি স্থানীয় স্কুলে পড়ার পর শহীদ ডি. জে. সাইন্স কলেজে ভর্তি হন এবং ১৯৬৫ সালে পাকিস্তান নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন।[৩] পাকিস্তান মিলিটারি একাডেমিতে তার প্রশিক্ষণ হয়, এবং তাকে খুব দ্রুত ব্রিটেনে পাঠানো হয়, তিনি ওখানে নৌবাহিনীর মূল প্রশিক্ষণ গ্রহণ করেন। ব্রিটিশ নৌবাহিনীর যুদ্ধ-জাহাজ এইচএমএস মারকিউরিতে তিনি ১৯৬৮ সালের অক্টোবরে মিডশিপম্যান হন। ১৯৭১ সালের একেবারে শুরুর দিকে তিনি সাব লেফটেন্যান্ট হিসেবে পাকিস্তান নৌবাহিনীর অপারেশন্স শাখায় কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং তার সার্ভিস নম্বর করা হয় পিএন - ১১২৬।

১৯৭১ সালে তাকে পূর্ব পাকিস্তানে নিয়োগ প্রদান করা হয়, তিনি একটি গানবোটে নিয়োগ পান। ১৯৭১ সালের ডিসেম্বরে যুদ্ধ শেষ হলে তিনি যুদ্ধবন্দী হিসেবে ভারতে যান, এবং ওখান থেকে ১৯৭২ সালে নিজ দেশ পাকিস্তানে গেলে তাকে সিতারা-ই-জুরাত পদক প্রদান করা হয় তার পূর্ব পাকিস্তানে যুদ্ধের অবদানের জন্য।

পাকিস্তানে তাকে পাকিস্তান নৌবাহিনী ওয়ার কলেজে অধ্যায়নে নিযুক্ত করা হয়। তিনি এখানে কৃতিত্বের সাথে অধ্যায়ন শেষ করেন।

তিনি কর্মজীবনে সফলতার সাথে পাকিস্তানের কয়েকটি যুদ্ধ-জাহাজের অধিনায়ক হিসেবে কাজ করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Shahid Karimullah – Biographical Summaries of Notable People – MyHeritage"www.myheritage.com। Shahid Karimullah – Biographical Summaries of Notable People – MyHeritage। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭ 
  2. Obaid, CEO (৪ অক্টোবর ২০০২)। "Shahid Karimullah Appointed New Chief Of Navel Staff"www.pakistanidefence.com (2)। Pakistani defence, 2002। Pakistani defence। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭ 
  3. Shahid Karimullah। "Shahid Karimullah"www.oldpublicans.com। Shahid Karimullah। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭ 
  4. Staff correspondent (৪ অক্টোবর ২০০২)। "New navy chief named"DAWN.COM (ইংরেজি ভাষায়)। Islamabad, Pakistan: Dawn Newspapers, 2002। Dawn Newspapers। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭