রাজ্য সড়ক ১৩ (পশ্চিমবঙ্গ)

রাজ্য সড়ক ১৩ (এসএইচ ১৩) ভারতের পশ্চিমবঙ্গের একটি রাজ্য সড়ক।

রাজ্য সড়ক ১৩ shield}}
রাজ্য সড়ক ১৩
G.T road towards Burdwan from Hooghly 08.jpg
পথের তথ্য
দৈর্ঘ্য৮২.৬১ কিমি (৫১.৩৩ মা)
প্রধান সংযোগস্থল
থেকে:পালসিট
পর্যন্ত:ডানকুনি
অবস্থান
জেলাসমূহপূর্ব বর্ধমান, হুগলি
মহাসড়ক ব্যবস্থা
রাজ্য সড়ক

২০১০ সালে ভারত সরকারের গেজেট বিজ্ঞপ্তি অনুসারে, জাতীয় সড়ক ১১৪ (এনএইচ ১১৪) বীরভূম জেলার মল্লারপুরে জাতীয় সড়ক ১৪ (এনএইচ ১৪) থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে জাতীয় সড়ক ১৯ (এনএইচ ১৯) পর্যন্ত বিস্তৃত।[] পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) অনুসারে, এসএইচ ১৩ পালসিট থেকে ডানকুনি পর্যন্ত বিস্তৃত।[] পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের মতে, এসএইচ ১৩ মল্লারপুর থেকে ডানকুনি পর্যন্ত বিস্তৃত।[] এখানে পালসিট থেকে ডানকুনি পর্যন্ত এসএইচ ১৩-এর পথ বিবেচনা করা হয়েছে। মল্লারপুর থেকে পালসিট অংশের জন্য জাতীয় সড়ক ১১৪ দেখুন।

এসএইচ ১৩ পূর্ব বর্ধমান জেলার পালসিটে এনএইচ ১৯ থেকে উৎপন্ন হয় এবং রসুলপুর, মেমারী, বৈঁচি, পাণ্ডুয়া, মগরা, সপ্তগ্রাম, সুগন্ধা এবং বৈদ্যবাটী হয়ে ডানকুনিতে এনএইচ ১৯, এনএইচ ১২ ও এসএইচ ১৫-এর সঙ্গে মিলিত হয়।

এসএইচ ১৩-এর মোট দৈর্ঘ্য ৮২.৬১ কিলোমিটার (৫১.৩৩ মা)।[]

এসএইচ ১৩ দ্বারা অতিক্রম করা জেলাগুলি হল:[]

সড়ক বিভাগ

সম্পাদনা

এটি তিনটি সড়ক বিভাগে বিভক্ত: [][][]

সড়ক বিভাগ জেলা সমষ্টি উন্নয়ন ব্লক দৈর্ঘ্য (কিমি)
পালসিট–দেবীপুর (গ্র্যান্ড ট্রাঙ্ক রোড) পূর্ব বর্ধমান বর্ধমান-২, মেমারী-১ ১৬.৩৪
দেবীপুর–মগরা (গ্র্যান্ড ট্রাঙ্ক রোড) হুগলি পাণ্ডুয়া ৩৭.৬১
মগরা–ডানকুনি (দিল্লি রোড) হুগলি চুঁচুড়া-মগরা ৩৫.৬১

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (পিডিএফ)Department of Road Transport and Highways। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Road - Highway"। Public Works Department, Government of West Bengal। ১২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "List of State Highways in West Bengal"। West Bengal Traffic Police। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. "Bardhaman Tehsil/ CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭ 
  5. "Hughli Tehsil CD Block Map"। Maps of India। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭