মালিগাঁও ইউনিয়ন
মালিগাঁও বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলার একটি ইউনিয়ন।
মালিগাঁও | |
---|---|
ইউনিয়ন | |
মালিগাঁও ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মালিগাঁও ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২৯′৫৯″ উত্তর ৯০°৫০′৪০″ পূর্ব / ২৩.৪৯৯৭২° উত্তর ৯০.৮৪৪৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | দাউদকান্দি উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫১৬ |
আয়তন
সম্পাদনা১২ বর্গ কি.মি.
জনসংখ্যা
সম্পাদনামোট জনসংখ্যা ২৪,০০০ জন। এর মধ্যে নারী ১২১৫৫ ও পুরুষের সংখ্যা ১১৮৫৪ জন।
ইতিহাস
সম্পাদনামালিগাঁও ইউনিয়ন পূর্বে মোহাম্মদপুর পূর্ব ইউনিয়ন নামে পরিচিত ছিল।
অবস্থান ও সীমানা
সম্পাদনাদাউদকান্দি উপজেলার পূর্বাংশে মালিগাঁও ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন, উত্তর-পশ্চিমে জিংলাতলী ইউনিয়ন, উত্তরে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন, পূর্বে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ও চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়ন এবং দক্ষিণে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামালিগাঁও ইউনিয়ন দাউদকান্দি উপজেলার আওতাধীন একটি ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দাউদকান্দি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মালীগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।
- নবগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়।
- হাটখোলা আদর্শ উচ্চ বিদ্যালয়।
- তালের ছেও নেছারিয়া আলিয়া মাদ্রাসা।
- মালীগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মালীগাওঁ নূরানী হাফিজিয়া মাদ্রাসা।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাঅত্র ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। এখানে,
- পাকা রাস্তা = ১৫ কি.মি.
- আধাঁ পাকা = ৩ কি.মি.
- কাঁচা রাস্তা = ৫ কি.মি.
তাছাড়া এল.জি.এস.পি, ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলে, জেলা পরিষদ, উপজেলা ১% ভূমি উন্নয়ন কর ইত্যাদি তহবিলের বরাদ্দ হতে বাস্তবায়িত অসংখ্য আর.সি.সি. পাকা রাস্তা রয়েছে যা অত্র ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছে।
খাল ও নদী
সম্পাদনাঅত্র ইউনিয়নের মধ্য দিয়ে একাধিক ছোট খাল বয়ে গেলেও তেমন উল্লেখযোগ্য কেনো নদী নেই।
হাট-বাজার
সম্পাদনা- কালাসোনা বাজার
- বায়নগর বাজার
- হাটখোলা বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- মালীগাঁও হাসপাতাল।
- মালীগাঁও ভূইয়া বাড়ি জামে মসজিদ।
- মালীগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।
- মালীগাঁও সরকার বাড়ি জামে মসজিদ।
জনপ্রতিনিধি
সম্পাদনাচেয়ারম্যান জনাব মোস্তাক আহম্মেদ
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |