মহামিলন (১৯৯৫-এর চলচ্চিত্র)

মহামিলন হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন দিলীপ সোম এবং কাহিনী রচনা করেছেন জেড এ চৌধুরী ও যোসেফ শতাব্দী। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ববিতা, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সালমান শাহ, শাবনূররাজীব

মহামিলন
মহামিলন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকদিলীপ সোম
প্রযোজকজেড এ চৌধুরী
চিত্রনাট্যকারদিলীপ সোম
কাহিনিকার
  • জেড এ চৌধুরী
  • যোসেফ শতাব্দী (কাহিনী বিন্যাস)
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকহাসান আহমেদ
সম্পাদকআনোয়ার হোসেন মন্টু
পরিবেশকসাথী ফিল্মস
মুক্তি
  • ২২ সেপ্টেম্বর ১৯৯৫ (1995-09-22)[১]
স্থিতিকাল১৪৩ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ২২শে সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়।

কুশীলব সম্পাদনা

এছাড়া অন্যান্য অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালু, আব্বাস, গেদু, রাশেদা, জাহানারা, ফাতেমা, মনি, পুনম, ও মাহমুদা।

সঙ্গীত সম্পাদনা

মহামিলন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, খালিদ হাসান মিলু, কনকচাঁপা, সালমা জাহান, আগুন, ও এম এ খালেক।

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."পৃথিবীকে সাক্ষী রেখে"মনিরুজ্জামান মনিরআহমেদ ইমতিয়াজ বুলবুলকনকচাঁপাখালিদ হাসান মিলু 
২."তাকধুম তাকধুম বাজে"মনিরুজ্জামান মনিরআহমেদ ইমতিয়াজ বুলবুলআগুন ও কনকচাঁপা 
৩."আমি যে তোমার প্রেমে পড়েছি"মনিরুজ্জামান মনিরআহমেদ ইমতিয়াজ বুলবুলকনকচাঁপা ও খালিদ হাসান মিলু 
৪."একদিন দুইদিন"মনিরুজ্জামান মনিরআহমেদ ইমতিয়াজ বুলবুলসালমা জাহান ও এম এ খালেক 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archive Movie List - 1995"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা