ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন
ভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন চাঁপাই নবাবগঞ্জ জেলার অর্ন্তগত ভোলাহাট থানার ভোলাহাট উপজেলা সদরে অবস্থিত। এটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত।
ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন | |
---|---|
অবস্থান | |
ভোলাহাট, ভোলাহাট ইউনিয়ন, ভোলাহাট উপজেলা চাঁপাইনবাবগঞ্জ | |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯১১ খ্রিষ্টাব্দ |
বিদ্যালয় জেলা | চাঁপাইনবাবগঞ্জ |
ইআইআইএন | ১২৪৩২২ |
প্রধান শিক্ষক | মোহাঃ কোরবান আলী (ভারপ্রাপ্ত) [১] |
শ্রেণি | ৬ষ্ঠ থেকে ১০ম |
ক্যাম্পাসের ধরন | ইউনিয়ন পরিষদে অবস্থিত |
অন্তর্ভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী |
শিক্ষা বোর্ড | রাজশাহী |
অবস্থান
সম্পাদনাউপজেলা থেকে প্রায় ১০০ মিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের উপজেলা হেডকোয়াটারের সাথে পাকা রাস্তা এবং জেলার সাথেও পাকা রাস্তার সড়ক যোগাযোগ রয়েছে।[২]
শিক্ষক কর্মচারী
সম্পাদনাভোলাহাট রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন ৬০০ জন ছাত্র/ছাত্রী এবং ২৩ জন শিক্ষক/শিক্ষিকা ও ৩ জন কর্মচারী রয়েছে।[৩]
নামকরণের ইতিহাস
সম্পাদনাভোলাহাট উপজেলার রামেশ্বর বাবুর নামানুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়।
অর্জন
সম্পাদনাউপজেলায় জে.এস.সি. এবং এস.এস.সি. পরীক্ষায় ভাল ফলাফল প্রতি বছর করিতেছে।
প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনা- মমতাজউদদীন আহমদ: বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।[৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভোলাহাটে মাধ্যমিক বিদ্যালয়সমূহের ত্রিবার্ষিক সভায় ৩৪ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কমিটি গঠিত"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬।
- ↑ "ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]|website=উপজেলা ওয়েব পোটাল}}
- ↑ "চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]|website=Sahos24.com}}
- ↑ টিম, বিশ্লেষণ সংকলন (২০২৩-০১-০৫)। "মমতাজউদদীন আহমদ: বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক"। বিশ্লেষণ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-২৯।