ভুবনমোহিনী দাসী পদক
ভুবনমোহিনী দাসী পদক ({{lang-en| Bhuban Mohini Dasi Medal) বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় মহিলা সাহিত্যিকদের প্রদান করে থাকে। জগত্তারিণী পদকের ন্যায় এটিও Special Endowment Medal তথা বিশেষ মর্যাদার পুরস্কার হিসাবে নির্ধারিত।[১]
প্রাক কথন
সম্পাদনাকলকাতার এক ধনাঢ্য ব্যক্তিত্ব সুখেন্দ্রলাল মিত্র ১৯৩২ খ্রিস্টাব্দে তার মাতা ভুবনমোহিনী দাসীর নামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই স্মৃতি পুরস্কার প্রদানের ব্যবস্থা করে। কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে প্রতি বছর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের জন্য ভুবনমোহিনী স্বর্ণপদক দিয়ে থাকে। সোনার পদকের সঙ্গে একটি মানপত্র, সুদৃশ্য চন্দন কাঠের কলম ও একটি ঘড়িও দেওয়া হয়ে থাকে পুরস্কার স্বরূপ।[২]
পুরস্কার প্রাপকদের তালিকা
সম্পাদনাসাল | প্রাপকের নাম |
---|---|
১৯৩৮ | নিরুপমা দেবী |
১৯৩৯ | মানকুমারী বসু |
১৯৪১ | অনুরূপা দেবী |
১৯৪৪ | ইন্দিরা দেবী চৌধুরানী |
১৯৪৯ | শান্তা দেবী (নাগ) |
১৯৫৬ | রাধারাণী দেবী |
১৯৬৫ | জ্যোতির্ময়ী দেবী |
১৯৬৬ | আশাপূর্ণা দেবী |
১৯৮১ | অসীমা চট্টোপাধ্যায় |
- | হাসিরাশি দেবী |
- | রাজলক্ষ্মী দেবী ভট্টাচার্য |
- | লীলা মজুমদার |
১৯৮৬ | কেতকী কুশারী ডাইসন |
২০০৮ | বাণী বসু |
২০১৩ | কণা বসুমিশ্র |
২০১৪ | অনিতা অগ্নিহোত্রী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Special Endowment Medals"। ২০২১-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১।
- ↑ "ভুবনমোহিনী দাসী স্মৃতি পুরস্কার"। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৪।
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬