নিরুপমা দেবী

কথাসাহিত্য লেখিকা

নিরুপমা দেবী (ইংরেজি: Nirupama Devi) (৭ মে, ১৮৮৩ - ৭ জানুয়ারী, ১৯৫১)[১] পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণকারী কথাসাহিত্য লেখিকা। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল শ্রীমতী দেবী। নিরুপমা দেবীর পিতা নফর চন্দ্র ভট্ট, বিচার বিভাগীয় কর্মচারী ছিলেন। তিনি বাড়িতে শিক্ষিত হয়েছিলেন।

নিরুপমা দেবী
নিরুপমা দেবী
নিরুপমা দেবী
জন্মনিরুপমা ভট্ট
(১৮৮৩-০৫-০৫)৫ মে ১৮৮৩
বহরমপুর,মুর্শিদাবাদ,বৃটিশ ভারত
মৃত্যু৭ জানুয়ারি ১৯৫১(1951-01-07) (বয়স ৬৭)
ছদ্মনামশ্রীমতী দেবী
জাতীয়তাভারতীয়
উল্লেখযোগ্য পুরস্কারভুবনমোহনী স্বর্ণ পদক
জগত্তারিণী স্বর্ণ পদক
আত্মীয়নফরচন্দ্র ভট্ট

সাহিত্যকর্মসম্পাদনা

নিরুপমার অকালবৈধব্যের পর জ্যেষ্ঠ ভ্রাতা বিভূতিভূষণ ভট্ট ও কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাহিত্যসাধনায় ব্রতী হন। বিভূতিভূষণ ও শরৎচন্দ্র পরিচালিত হাতেলেখা পত্রিকায় তার সাহিত্যরচনার হাতেখডি। শরৎচন্দ্র তাঁকে গদ্যরচনায় ও অনুরূপা দেবী গল্প রচনায় অনুপ্রাণিত করেন। তার প্রথম উপন্যাস 'উচ্ছৃঙ্খল'। স্বদেশীযুগে তার রচিত বহু গান এবং কবিতা জনপ্রিয় হয়েছিল। প্রেম ও দাম্পত্য জীবনের অন্তর্দ্বন্দ্ব তার উপন্যাসের প্রধান উপজীব্য। ১৯১৯-২০ খ্রিস্টাব্দে ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত ‘দিদি’ তার শ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। অন্যান্য রচনার মধ্য রয়েছে:

  • অন্নপূর্ণার মন্দির (১৯১৩)
  • দিদি (১৯১৫) (শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়)[২]
  • আলেয়া (১৯১৭)
  • বিধিলিপি (১৯১৯)
  • শ্যামলী (১৯১৯)
  • বন্ধু (১৯২১)
  • আমার ডায়েরি (১৯২৭)
  • যুগান্তরের কথা (১৯৪০)
  • অনুকর্ষ (১৯৪১)
  • দেবত্র
  • পরের ছেলে

নিরুপমা দেবীর একাধিক উপন্যাস চলচ্চিত্রায়িত ও মঞ্চে অভিনীত হয়েছে।[৩]

পুরস্কারসম্পাদনা

নিরুপমা দেবী সাহিত্যে তার অবদানের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে ' ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক' এবং ১৯৪৩ সালে 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ করেন।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Women Writing in India: The twentieth century। Feminist Press at CUNY। ১৯৯৩। পৃষ্ঠা 106। আইএসবিএন 9781558610293 
  2. Women Writing in India: 600 B.C. to the early twentieth century। Feminist Press at CUNY। ১৯৯১। পৃষ্ঠা 363। আইএসবিএন 9781558610279 
  3. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬ পৃষ্ঠা ৩৬৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬

আরও দেখুনসম্পাদনা