জগত্তারিণী পদক (ইংরেজি: Jagattarini Medal) বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় দুই বছর পর পর প্রদান করে থাকে। এটি 'Special Endowment Medal' তথা বিশেষ মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসাবে চিহ্নিত। [][]

ইতিহাস

সম্পাদনা

বাঙালি শিক্ষাবিদ, গণিতজ্ঞ ও আইনবিদ ব্যারিস্টার স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ও প্রবাদপ্রতিম ভাইস-চ্যান্সেলর ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ঐতিহ্য বজায় রেখে জাতীয়তাবাদমূলক কার্যকলাপে সংস্কার চেয়েছিলেন। যখন তিনি দ্বিতীয় বারের জন্য উপাচার্য পদে বৃত হন, তখন ১৯ শে এপ্রিল ১৯২১ তারিখে ৩০০০ টাকার সরকারি ঋণপত্র কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন তার মা 'জগত্তারিণী দেবী'র নামে এক সম্মাননা প্রবর্তনের জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে আশুতোষ মুখোপাধ্যায়, চুণীলাল বসু, অমূল্যচরণ বিদ্যাভূষণ, দীনেশচন্দ্র সেন এবং বি সি মজুমদারকে নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়। কমিটির সিদ্ধান্ত অনুসারে সেই বৎসরেই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ' জগত্তারিণী পদক' সাহিত্যে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদান করে। সেই অর্থে বাংলা সাহিত্যে 'জগত্তারিণী পদক' প্রাপ্তি পরবর্তী প্রাপকদের কাছে - অত্যন্ত সম্মানের। বিগত বছরগুলিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, কাজী নজরুল ইসলাম,তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানকুমারী বসু,কুমুদরঞ্জন মল্লিক ,সন্দীপন চট্টোপাধ্যায় আনিসুজ্জামান সহ বাংলা সাহিত্যের বিভিন্ন প্রথিতযশা লেখক এই পদক লাভ করেছেন।[]

পদক প্রাপক সাহিত্যিকগণ

সম্পাদনা
সাল প্রাপকের নাম
১৯২১ রবীন্দ্রনাথ ঠাকুর
১৯২৩ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯২৫ অমৃতলাল বসু
১৯২৭ স্বর্ণকুমারী দেবী
১৯২৯ কামিনী রায়
১৯৩১ দীনেশচন্দ্র সেন
১৯৩৫ অনুরূপা দেবী
১৯৩৯ রাজশেখর বসু
১৯৪০ হীরেন্দ্রনাথ দত্ত
১৯৪১ প্রমথ চৌধুরী
১৯৪১ মানকুমারী বসু
১৯৪৩ নিরুপমা দেবী
১৯৪৫ কাজী নজরুল ইসলাম
১৯৫১ করুণানিধান বন্দ্যোপাধ্যায়
১৯৫৩ কালিদাস রায়
১৯৫৫ উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
১৯৫৭ যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি
১৯৫৯ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৯৬৭ বলাইচাঁদ মুখোপাধ্যায়
- কুমুদরঞ্জন মল্লিক
- সুবোধ ঘোষ
১৯৭৫ অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৯৭৯ অন্নদাশঙ্কর রায়
১৯৮৩ প্রমথনাথ বিশী
১৯৮৭ রমাপদ চৌধুরী
১৯৯৩ নেপাল মজুমদার
১৯৯৩ আশাপূর্ণা দেবী
১৯৯৯ অম্লান দত্ত
২০১২ অমলেন্দু বন্দ্যোপাধ্যায়
২০১৮ আনিসুজ্জামান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Special Endowment Medals"। ২ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-৩১ 
  2. রবি স্মরণে। ঋতুযান পাবলিকেশন। 
  3. "জগত্তারিণী পদক পেলেন অধ্যাপক আনিসুজ্জামান ইউআরএল=https://bangla.bdnews24.com/bangladesh/article1446333.bdnews"। bangla.bdnews24.com। ১২ জানুয়ারি ২০১৮।  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);