

আপনার জন্য একটি পদক!সম্পাদনা
জাযাকাল্লাহ্ ! অনেক অনুপ্রাণিত হয়েছি! এভাবেই কারো অনুপ্রেরণায় কারো প্রচেষ্টায় এগিয়ে যাক আমাদের এই বাংলা উইকিপিডিয়া ! আন্তরিক ভালবাসা ও অসংখ্য ধন্যবাদ গ্রহন করে বাধিত করবেন। ধন্যবাদান্তে, ~স্বেচ্ছাসেবী(বলুন...) ০৭:২৭, ১৮ মে ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
![]() |
নিরলস অবদানের পদক |
কষ্ট করে নিবন্ধের কাজ করার পরে তা অপসারিত হলে নিশ্চয়-ই অনুপ্রেরনা হারিয়ে যায়। কিন্তু আপনাকে দেখলাম প্রায় ৪৬টি নিবন্ধের কাজ করেছেন, যার মধ্যে ২০টি-ই অপসারিত। তার পরেও আপনি থেমে নেই, কাজ করেই চলছেন। আপনার এই নিরলস অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমার পক্ষ থেকে আপনার জন্য এই ভালবাসা, গ্রহণ করুন। ~SHEKH (বার্তা) ১৪:১৭, ২২ মে ২০২০ (ইউটিসি) |
- @SHEKH:
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা গ্রহণ করলাম। আমার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে পারি, এটাই আমার সাধনা, এটাই আমার মনোকামনা, এটাই আমার প্রেম। এখনো মনে হয় কিছুই করিনি! দোয়া করবেন। আরো একবার আন্তরিক ভালোবাসা ও প্রেম গ্রহণ করুন। ধন্যবাদ ~ স্বেচ্ছাসেবী (বলুন...) ১৬:৩২, ২২ মে ২০২০ (ইউটিসি)
অননুমোদিত বট একাউন্ট তৈরিসম্পাদনা
সুধী, User:ShahBot নামের বট একাউন্টটি তৈরির কারণ কি? আপনি জানেন কি কেন উইকিপিডিয়ায় বট একাউন্ট তৈরি করা হয়? অনুগ্রহ করে একাউন্টটি ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং শীঘ্রই একাউন্টটিকে প্রশাসক কর্তৃক বাধা প্রদান করা হবে। তাছাড়া, আপনি আরও একটি একাউন্ট তৈরি করেছিলেন, যেটি ইতোমধ্যে বাধাপ্রাপ্ত । উইকিপিডিয়ায় এরকম একাধিক একাউন্ট তৈরি থেকে বিরত থাকুন। অন্যথায়, সকপাপেট একাউন্ট তৈরির কারণে আপনার সকল একাউন্টগুলি অসীম মেয়াদে বাধা দেওয়া হতে পারে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:২৩, ২৬ মে ২০২০ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon:ভাই,বট সম্পর্কে আমার পুরু ধারণা আছে। আর বট টি উইকিপিডিয়াতে বিষয়শ্রেণী যোগ করে অবদান রাখার জন্য প্রশাসকের সাথে আলোচনা করেই খুলেছি।এটি কোনো সক পাপেট নয় বরং পুরোপুরিভাবে unapproved. ~ স্বেচ্ছাসেবী (বলুন...) ১০:৪৮, ২৬ মে ২০২০ (ইউটিসি)
- কোন প্রশাসকের সাথে আলোচনা করে তৈরি করেছেন? আলোচনার লিংক দিন। বট একাউন্ট তৈরি বা অনুমোদনের জন্য কোথায় আবেদন করতে হয় বলুন? — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:৫৪, ২৬ মে ২০২০ (ইউটিসি)
- মন্তব্য: আমার সাথে ফেসবুকে আলাপ হয়। আমাকে জিজ্ঞেস করল যে বট চালানো শিখতে চান। তাই আমি পরামর্শ দেই যেহেতু বট মূল অ্যাকাউন্ট থেকে চালানো যাবে না, তাই আগে একটি বট অ্যাকাউন্ট খুলতে হবে। ঐ সূত্র ধরেই খুলেছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৫, ২৬ মে ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ভাই, আমার মতে, ওনি এখনো অনেক বিষয়েই অনভিজ্ঞ। সম্প্রতি ওনার বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে একটা বার্তা দিয়েছিলাম, এবং তা শুধরে নেওয়ারও অনুরোধ জানিয়েছিলাম। আগে মূল একাউন্ট চালনায় অভিজ্ঞ হলে বট একাউন্টের ব্যাপারে উৎসাহ দেওয়া যেতে পারে। ইসমাইল ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি বট একাউন্ট চালাতে চান তাহলে বটের কাজ সম্পর্কে বিস্তারিত লিখে নির্দিষ্ট পাতায় আবেদন করুন এবং অনুমোদন দেওয়া হলে বটের বাধা অপসারণ করা হবে। আফতাব ভাই, মন্তব্য বা আলোচনায় উল্লেখ করার সময় পিং (ping) করে দিয়েন সবসময় নজর রাখা সম্ভব হয় না, তাই অগোচরে থেকে যাবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:০০, ২৭ মে ২০২০ (ইউটিসি)
- মন্তব্য: আমার সাথে ফেসবুকে আলাপ হয়। আমাকে জিজ্ঞেস করল যে বট চালানো শিখতে চান। তাই আমি পরামর্শ দেই যেহেতু বট মূল অ্যাকাউন্ট থেকে চালানো যাবে না, তাই আগে একটি বট অ্যাকাউন্ট খুলতে হবে। ঐ সূত্র ধরেই খুলেছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৫, ২৬ মে ২০২০ (ইউটিসি)
- কোন প্রশাসকের সাথে আলোচনা করে তৈরি করেছেন? আলোচনার লিংক দিন। বট একাউন্ট তৈরি বা অনুমোদনের জন্য কোথায় আবেদন করতে হয় বলুন? — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:৫৪, ২৬ মে ২০২০ (ইউটিসি)
নিবন্ধ প্রসঙ্গেসম্পাদনা
আসলে ভাইয়া আমি যোগ দিয়েছি দিন দশেক হল। নতুন তাই হয়ত এই সমস্যা কাটাতে সময় লাগবে। আর অন্যান্য কাজেও ব্যস্ত থাকতে হয়। তাই সম্প্রসারন করা কঠিন হয়ে দাড়াচ্ছে। তবে আমি সসম্প্রসারণ ও উপযুক্ত রেফারেন্স দিয়ে প্রবন্ধ রচনার চেষ্টা করে যাচ্ছি। শুভেচ্ছাAdil (আলাপ) ০৫:১১, ৭ জুন ২০২০ (ইউটিসি)আদিল
আপনার প্রতি শুভকামনা রইলো। ধন্যবাদ ~ স্বেচ্ছাসেবী (বলুন...) ০৮:০৮, ৭ জুন ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ~Adil Sherrif
অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০সম্পাদনা
![]() সুপ্রিয় SMA, |
অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুনসম্পাদনা
হ্যালো SMA: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org
(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)
Samuel (WMF) (আলাপ) ০০:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুনসম্পাদনা
সুপ্রিয় SMA, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |