যদি আমি দ্রুত উত্তর না দিতে পারি! তাহলে বুঝবেন; আমি বিশ্ববিদ্যালয়ে, অথবা ডেটিং-এ রয়েছি, একটি যুদ্ধে চলে গিয়েছি, অথবা ক্লান্ত-অবসন্ন অবস্থায় আছি, ছুটি পালন করতে পারি, হতে পারে আমাকে অপহরণ করা হয়েছে, কারাগারেও থাকার সম্ভবনা রয়েছে, হয়তবা ঘুমিয়ে পড়েছি, অথবা সম্ভবত মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে, এখানে ক্লিক করুন নতুন বার্তা.
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে৩টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
@মাসুম ভাই, দেখুন তো ১৭০০ এর শতক পাতাটির শিরোনাম কি ঠিক আছে? নাকি এই পাতার শিরোনাম '১৭০০ এর সময়কাল' হওয়া উচিৎ ছিলো? কারণ ইংরেজি পাতা 1700s বলতে শুধু ১৭০০ এর শতক অর্থাৎ অষ্টাদশ শতাব্দী বোঝায় না, এটা বলতে ১৭০০ এর দশক অর্থাৎ ১৭০০ সাল থেকে ১৭০৯ সালও বোঝায়, ঠিক যেমন 2010s বলতে ২০১০ সাল থেকে ২০১৯ সাল বোঝায়, সুতরাং দাদা পাতাটির শিরোনাম ১৭০০ এর শতক থেকে '১৭০০ এর সময়কাল' শিরোনামে স্থানান্তর করে দিন, মানে পাতাটির নাম পরিবর্তন করে দিন। বিশাল তুষার ফেমিন (আলাপ) ০৬:২৬, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
প্রথম ট্যাবে ==তথ্যসূত্র== এবং পরের ট্যাবে {{সূত্র তালিকা}} যোগ করুন। এরপর কোন রিফারেন্স এর শুরুতে <ref> এর মাঝখানে রিফারেন্স লিংক এবং শেষে </ref> করলেই শেষ। যেমন: <ref>http://www.espncricinfo.com/australia/content/player/261354.html</ref>। আরো বিস্তারিত জানতে উইকিপিডিয়া:উৎসনির্দেশ দেখতে পারেন। — মাসুম ইবনে মুসা কথোপকথন০৭:৫৪, ২১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে২টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
আমি জানি না। আপনি তুর্কি ভাষার সাথে কতটুকু পরিচিত। তুর্কি ভাষার বর্ণগুলি ইংরেজি ভাষার মত মনে হলেও এতে মোটেও ইংরেজির মত উচ্চারণ হয় না। তুর্কিতে 'G' বা 'g' এর উচ্চারণ সবসময় 'গ' হবে। 'জ' উচ্চারণের জন্য 'C' ও 'J' ব্যবহার করে। যদিও এদের মধ্যে উচ্চারণগত সামান্য পার্থক্য আছে। তুর্কি স্বরবর্ণের ক্ষেত্রে 'O' এর উচ্চারণ সবসময় 'ও' আর 'U' এর উচ্চারণ সবসময় 'উ' হবে। এই জন্য Engin 'এঙ্গিন' হবে। তুর্কিতে 'ğ' বর্ণের কোন উচ্চারণ হয় না। যেমনঃ Erdoğan এর উচ্চারণ 'এরদোয়ান' হবে 'এরদোগান' নয়। ঠিক তেমনি 'Ertuğrul' এর উচ্চারণ 'আরতুরুল' হবে। ধন্যবাদ।
আপনার ভাষ্যমতে তুর্কিতে যদি 'ğ' বর্ণের কোন উচ্চারণ না হয়ে থাকে তাহলেতো Engin এর উচ্চারন 'ğ' বাদ দিয়ে এনিন হওয়ার কথা তাহলে এখানে এঙ্গিন কেন? যাহোক এখানে দেখুন আপাতত সব প্রশ্নের সমাধান পাবেন। আর হ্যাঁ বার্তা শেষে স্বাক্ষর করতে ভূলবেননা। স্বাক্ষর করতে চারটি টিল্ডা ~~~~ ব্যবহার করলেই স্বয়ংক্রিয়ভাবে স্বাক্ষর যোগ হবে। — মাসুম ইবনে মুসা কথোপকথন১২:১৭, ৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
ভাই, আমি তুর্কি জানি। প্রথমে আমার লেখাটি পড়ুন তুর্কিতে 'G' আর 'Ğ' কখনো এক নয়। Engin শব্দে যদি 'g' এর জায়গায় 'ğ' থাকতো মানে 'Enğin' থাকতো আমার 'এনিন' লিখতে আপত্তি ছিল না। তুর্কি ভাষাতে বানানের কোন সমস্যা নাই। যা উচ্চারণ করা হয় তাই লেখা হয়। আপনি একটি কাজ করতে পারেন নামটি GOOGLE TRANLATE এ Engin শব্দটি দিয়ে দেখেন কি উচ্চারণ আসে।----Ariful Haque (আলাপ) ০৭:০৭, ১০ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
নতুন উইকিপিডিয়া একাউন্ট খুলেছি।অনেক আগে থেকে আমি উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করায় অব্যস্থ। আমারও কিছু সম্পাদনা করার ইচ্ছা আমাকে এ ব্যাপারে সহায়তা করুন।(Mahmudsakira (আলাপ) ১৭:৫১, ১১ জুন ২০১৯ (ইউটিসি))উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে৪টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
শুভেচ্ছা নিন ভাই, আমি দেখেছি আপনি নিবন্ধে টেমপ্লেট ইংরেজিতে দিচ্ছেন (আপনি টেমপ্লেটের নাম বাংলা করে দিতে পারতেন), নিবন্ধে ইংরেজি সংযোগ রেখে দিচ্ছেন (যেগুলির নিবন্ধও আছে)। অনুগ্রহ করে এগুলি কষ্ট করে বাংলা করে তারপর দিবেন দিবেন। চেষ্টা করবেন নিবন্ধে বাংলা তথ্যসূত্র দেবার (অন্তত সেগুলি নিজে মৌলিকভাবে করছেন)। আমার বার্তার উত্তর দেবার দরকার নাই। চেষ্টা করেন তো খুশি হব। নতুবা আমার অতিরিক্ত কাজ বাড়ে, আপনি এইগুলির দিকে নজর দিলে আমি ঐ সময়ে অন্যকিছু ঠিক করতে পারতাম। (পরামর্শ: আপনি গ্যাজেট থেকে ন্যাভিগেশন পপআপ সক্রিয় করতে পারেন, এতে আপনি কোন লিঙ্কে মাউস নিলে তা সরাসরি ঐ পাতার শিরোনাম দেখাবে। এতে আপনি ওই পাতায় না যেয়ে শিরোনাম অনুলিপি করে নিবন্ধে যোগ করতে পারেন)--আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১১, ১৫ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
মাসুম ভাই, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশু শিল্পীদেরনিবন্ধ তৈরির সময় সম্পাদনা বাক্সে কিছু না লিখে শুধু {{subst:ব্যবহারকারী:Masum Ibn Musa/সাময়িক খেলাঘর}} লিখে সংরক্ষণ করেন। উক্ত নিবন্ধগুলির বাকী সংশোধনী আমি করব। অন্তত এটা করে আমার উপকার করুন।
প্রথমত:- প্রাথমিক অবস্থায় টেমপ্লেট ইংরেজীতে রাখা হয় এজন্য যাতে নিবন্ধগুলির কোন কাজটা প্রাথমিকভাবে শুরু করলাম আর কোনটা এখনো করা হয়নি, সেটা করতে হবে এই সুবিধার্থে। যদিও টেমপ্লেটের প্রথম থেকে শুরু করে অনুবাদ করে শেষ পর্যন্ত করারই লক্ষ্য থাকে।
দ্বিতীয়ত:- নিবন্ধের পুনঃনির্দেশ ঠিক রাখার জন্য টেমপ্লেটে প্রাথমিকভাবে ইংরেজী রেখে দিই, যদিও কাজ শেষ হলে বাংলা করে দিয়ে থাকি।
তৃতীয়ত:- ইংরেজী নিবন্ধ থেকে সরাসরি কপি করে পেস্ট দিলে যাতে একবারেই টেমপ্লেটটি শো করে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, আপনি ইংরেজী টেমপ্লেটকে বাংলায় স্থানান্তর করেন, এরপর আবার নামগুলিও বাংলা করে দেন। এতে করে করে আমার কাজের গতি কিছুটা কমে যায়। যার ফলে নিবন্ধের পর্যায়ক্রমিক অবস্থান এবং পুনঃনির্দেশ এবং বাংলায় লিংক সংযোজন নিয়ে অতিরিক্ত সময় ব্যয় হয়। তবে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি ততক্ষন পর্যন্ত টেমপ্লটটি ইংরেজী রাখি যতক্ষন না পর্যন্ত ঐ টেমপ্লেটির সকল নিবন্ধের কাজ শেষ না করছি।
চতুর্থত: আপনার মনে কি এতটুকু প্রশ্ন জাগেনি যে, আমি যদি এত কষ্ট করে একটি টেমপ্লেটের সকল নিবন্ধগুলি তৈরী করতে পারি কিংবা একটি টেমপ্লেট তৈরী করে থাকি তাহলে সামান্য একটি টেমপ্লেটের বাংলায় অনুবাদ করতে কি পারবনা ???? কিন্তু এর মধ্যে যদি আপনি টেমপ্লেটটি ইংরেজী থেকে বাংলা করে দিয়ে নামগুলি বাংলায় করে দেন যার ফলে আমার নিবন্ধ তৈরীর প্রাথমিক তালিকা + পুনঃনির্দেশ + বাংলায় লিংক সংযোজন করতে একটু সমস্যায় পড়তে হয়।
পঞ্চমত: আমি ভালো করেই জানি যে, ইংরেজী নিবন্ধ তৈরীর পর অনেকেই সম্প্রসারনে সাহায্য করে থাকে কিন্তু বাংলা উইকিতে সম্পাদক সীমিত সংখ্যক এবং অনিয়মিত হওয়ার কারনে নিজের নিবন্ধের কাজ নিজেরই করা লাগে, তাহলে কি আমি চাইব যে আমার নিবন্ধগুলি অসম্পূর্ণ/দৃষ্টিকটু করে রাখি????
ষষ্টতঃ নিবন্ধে ইংরেজী ভাষা কেন রাখি এই প্রসঙ্গে বলি যে, আপনি লক্ষ্য করবেন যে একজন পাঠক কিন্তু বাস্তবে নিবন্ধের বাহ্যিক দিকগুলি পর্যবেক্ষন করে থাকেন অভ্যন্তরিন বিষয়গুলি পাঠ করেননা (নিবন্ধের পঠিত বিষয়সমূহ কিন্তু নিবন্ধের মধ্যে কোন লেখা নয়)। যেমন ধরুন আমরা টেমপ্লেট ইংরেজীতে ব্যবহার করলাম নাকি বাংলায় করলাম সেটা কেই দেখবেনা কিন্তু যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ব্যক্তিদের তালিকা সার্চ করে পাবেনা তখন কেমন দেখাবে। আমার কথা হল ইংরেজী লেখা ব্যবহার করে যদি বাংলাটা সঠিকভাবে নিবন্ধে সমর্থন করে তাহলে কি ইংরেজী লেখাটুকু ব্যবহারউপযোগী নয় কি??? এই ধরুন তথ্যছক এর কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইংরেজী নিবন্ধ থেকে কপি করে তথ্যছক বাংলা নিবন্ধ তৈরী করে থাকি কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করলাম যে বাংলা উইকিতে তথ্যছক বাংলায় করা হয়েছে। এতে কি করে কি হচ্ছে তথ্যছকটা বাংলা থেকে কপি করে ইংরেজীতে ব্যবহার করাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। Infobox person ব্যবহার করে যদি তথ্যছক ঠিক দেখায় তাহলে তথ্যছক ব্যক্তি লেখার প্রয়োজন নাই কারণ পাঠক কিন্তু অভ্যন্তরীন বিষয়াবলী পর্যবেক্ষন করেননা। টেমপ্লেট ব্যবহারের ক্ষেত্রেও একই মতামত আমার। আপনার মতামতের অপেক্ষাই রইলাম। — মাসুম ইবনে মুসা কথোপকথন১০:৩৭, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
সাড়া দেবার জন্য ধন্যবাদ। টেমপ্লেটের ভিতর লেখা কেন ইংরেজিতে রেখেছেন সেই বিষয়ে নয়, আমি নিবন্ধে টেমপ্লেটের নাম/নিবন্ধে নিবন্ধ সংযোগ কেন ইংরেজিতে রেখে দিচ্ছেন সেই বিষয়ে বলেছি। মূলত এই জিনিসটার কথা বলেছি। অর্থাৎ [[33rd Bangladesh National Film Awards|২০০৮]] বা {{Bangladesh National Film Award for Best Child Artist}} কেন দিচ্ছেন, কেন-ইবা এগুলি বাংলা (উদা: [[৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)|২০০৮]], {{বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী}}) করে তারপর নিবন্ধ সংরক্ষণ করছেন না তা বলেছি।
আমি বুঝলাম আপনি দ্রুত করতে চাচ্ছেন কিন্তু এটা বাংলা করতে আপনার নাহয় ৫-১০ সেকেন্ড ব্যয় হবে। নিবন্ধে এভাবে রেখে দেয়া খুবই দৃষ্টিকটু, কোন উইকি এই রকম করে না (হ্যাঁ, জানি সম্পাদনা ছাড়া এটা দেখা যাবে না এমনিতে)। হ্যাঁ, যদি এগুলির বাংলা কি হবে সে বিষয় আপনি না জানতেন তবে একটা কথা ছিল। হ্যাঁ, আমি এইও বুঝলাম আপনি ইংরেজি থেকে লেখা কপি করে নিবন্ধে এনে অনুবাদ করে সংরক্ষণ করছেন। আপনি যেভাবে করছেন, করেন কিন্তু সংরক্ষণ করার আগে প্রাকদর্শন করেন। আপনাকে "গ্যাজেট থেকে ন্যাভিগেশন পপআপ সক্রিয় করতে" অনুরোধ করলাম; আপনি তা সক্রিয় করলে, নিবন্ধ সংরক্ষণ করার আগে প্রাকদর্শন ক্লিক করে তারপর আপনি প্রাকদর্শনে নিবন্ধে থাকা নীল লিঙ্কের উপর মাউস নিলে মাউস উক্ত নিবন্ধের বাংলা শিরোনাম দেখাবে। এভার আপনি বাংলা শিরোনাম কপি করে নিবন্ধে ইংরেজি নামে রেখে দেয়া নিবন্ধ সংযোগের নাম/টেমপ্লেটের নাম বাংলা করেন, তারপর সংরক্ষণ করলেই সমস্যা সমাধান। (ভিডিওতে দেখালাম)
আপনি যদি তা না পারেন, তবে আপনি আপনার খেলাঘরে আগে সম্পাদনা করেন। কাজ সম্পূর্ণ হবার আপনি নিবন্ধে পরিস্কার সংস্করণ দিয়ে মূল নিবন্ধ নামস্থানে নিবন্ধ বানান। আপনি এমনকি বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ ব্যবহার করতে পারেন, যা এই কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে দিব।
(“ইংরেজী লেখা ব্যবহার করে যদি বাংলাটা সঠিকভাবে নিবন্ধে সমর্থন করে তাহলে কি ইংরেজী লেখাটুকু ব্যবহারউপযোগী নয় কি?” না। আমরা ইংরেজি অনুসরণ করে নিবন্ধ লিখি বলে আপনি নিবন্ধে ইংরেজি রেখে দিবেন তা গ্রহণযোগ্য নয়। ইংরেজি লিখে অনুসন্ধান করে বাংলা নিবন্ধ বের করা যায় বলে নিবন্ধের ভিতর [[33rd Bangladesh National Film Awards|২০০৮]] এভাবে রেখে দিবেন, Infobox person কে তথ্যছক ব্যক্তি লিখতে পারবেন না, তা গ্রহণযোগ্য নয়। বাংলা উইকিতে বাংলা লিখতে হবে, ইংরেজি নয়, ইংরেজি আপনি ইংরেজি উইকিতে লিখুন।)
উপরে আমি কিভাবে ২ সেকেন্ড ব্যয় করে বাংলা করবেন তা বলেছি। বিভিন্ন রকম পদ্ধতির কথা বললাম। আমি আপনাকে বিনীত অনুরোধ করছি, যেকোন এক ভাবে বাংলা করেন, তারপর সংরক্ষণ করেন। নতুবা আমার অতিরিক্ত কাজ বাড়ে, আপনি এইগুলির দিকে নজর দিলে এগুলি খুঁজে খুঁজে ঠিক করতে সময় ব্যয় করতে হবে না আমাকে, আমি ঐ সময়ে অন্যকিছু ঠিক করতে পারতাম। আপনার বিবেচনা, নতুবা কি আর করা আমাকেই ঠিক করতে হবে (😞)। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৩, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
Share your experience in this survey
Hi Masum Ibn Musa/Archive 5,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with উইকিপিডিয়া and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
Share your experience in this survey
Hi Masum Ibn Musa/Archive 5,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে৫টি মন্তব্য২ জন ব্যক্তি মন্তব্য করেছেন
মাসুম ভাই, আশা করি ভালো আছেন। আপনি যে অংশটি প্রশাসকত্বের আবেদন থেকে সরিয়ে নিয়ে আলোচনাসভায় যুক্ত করেছেন সেটি আমি আবার আপনার মূল আবেদনের পাতায় যোগ করেছি, কারণ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক না হলে এভাবে মূল স্থান থেকে আলোচনার অংশ সরানো হয় না। আলোচনাসভায় অবশ্যই আপনি সরিয়ে নিয়ে সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তবে তা মূল আলোচনা পাতা থেকে অপসারণ নয়। কারণ মূল আলোচনার প্রেক্ষিতেই আপনি মন্তব্যটি যোগ করেছিলেন। ধন্যবাদ। — তানভির • ১৬:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তানভির ভাই প্রশাসকত্বের আলোচনায় ক্ষমা চাওয়ার বিষয়টি একদমই গ্রহণযোগ্য নয়। সুতরাং সম্প্রদায়ের কাছে বিষয়টি স্পষ্ট করার জন্য আলোচনা সভায় সরিয়ে এনেছি। আশা করছি প্রশাসকত্বের আলোচনা সভা থেকে আপনি নিজে থেকে তথ্যটি সরিয়ে ফেলবেন। ধন্যবাদ আপনাকে। — মাসুম ইবনে মুসা কথোপকথন১৭:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
ভাই, আপনি মতামত পরিবর্তন করতে চাইলে স্টেটমেন্টটি <s></s> আওতায় রেখে কেটে দিতে পারেন ও নোট যোগ করে দিতে পারেন যে আপনি মূল স্টেটমেন্টটি আলোচনাসভায় সরিয়ে নিয়েছেন কিন্তু পুরোপুরি অপসারণ করতে পারেন না (নিজের আলাপ পাতা হলে করতে পারতেন)। আপনি চাইলে আমি নিজেই সেটা করে দিতে পারি। — তানভির • ১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
Share your experience in this survey
Hi Masum Ibn Musa/Archive 5,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal!
With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
সর্বশেষ মন্তব্য: ৫ বছর পূর্বে১টি মন্তব্য১ জন ব্যক্তি মন্তব্য করেছেন
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
মোঃ মিজানুর রহমান নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনিনিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।