বশূল রাজা এমবিবিএস
বশূল রাজা এমবিবিএস (তামিল: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், অনুবাদ 'বশূল রাজা ডাক্তারি পাশ') হচ্ছে ২০০৪ সালের একটি তামিল চলচ্চিত্র যেটি স্মরণ পরিচালনা করেছিলেন, এটি ছিলো সঞ্জয় দত্ত অভিনীত হিন্দি চলচ্চিত্র মুন্নাভাই এমবিবিএস (২০০৩) এর পুনঃনির্মাণ। তামিল চলচ্চিত্র শিল্পের খ্যাতিমান অভিনেতা কমল হাসন সঞ্জয় দত্তের করা মুন্না ভাইয়ের পুনঃনির্মিত চরিত্র রাজরাম ভেঙ্কটরাম ওরফে ভাসুল রাজা চরিত্রে অভিনয় করেছিলেন। প্রকৃত চলচ্চিত্রটির কাহিনীকার রাজকুমার হিরানী এই তামিল চলচ্চিত্রটিরও কাহিনী লিখেছিলেন। হিন্দি চলচ্চিত্রটির আরশাদ ওয়ার্সীর চরিত্র এখানে প্রভু করেছিলেন, গ্রেসী সিং এর চরিত্রে ছিলেন স্নেহা, বোমান ইরানীর চরিত্রে প্রকাশ রাজ এবং সুনীল দত্তর চরিত্রে ছিলেন নাগেশ।[১][২]
বশূল রাজা এমবিবিএস | |
---|---|
পরিচালক | স্মরণ |
প্রযোজক | জেমিনি ফিল্ম সার্কেট |
রচয়িতা | ক্রেজি মোহন (সংলাপ) |
চিত্রনাট্যকার | রাজকুমার হিরানী, বিধু বিনোদ চোপড়া |
কাহিনিকার | রাজকুমার হিরানী |
শ্রেষ্ঠাংশে | কমল হাসন প্রভু স্নেহা প্রকাশ রাজ নাগেশ |
সুরকার | ভরদ্বাজ |
চিত্রগ্রাহক | এ. ভেঙ্কটেশ |
সম্পাদক | সুরেশ উরস |
প্রযোজনা কোম্পানি | জেমিনি ফিল্ম সার্কিট |
পরিবেশক | রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল |
মুক্তি | ১২ আগস্ট ২০০৪ |
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
সিমরানকে প্রথমে গ্রেসী সিং এর চরিত্রে নেবার কথা ভাবা হলেও পরে স্নেহাকে নেয়া হয় আর সুনীল দত্তর চরিত্রে কৈলাস বলচন্দকে অভিনয়ের প্রস্তাব দিলে উনি রাজী হননি, এরপর গিরিশ কারনাডকে বললে তিনিও মানা করেন, তারপর নাগেশের কাছে যাওয়া হয় এবং তিনি রাজী হন।[৩] জিমি শেরগিলের চরিত্রে প্রথমে ধনুশ অভিনয় করতে চাইলেও পরে বাদ দেন এবং মালয়লাম অভিনেতা জয়সূর্য আসেন তার জায়গায়।[৪]
সারাংশ
সম্পাদনারাজরাম ভেঙ্কটরাম একটি পাড়ার মাস্তান, সে তার পাড়ায় ভাসুল রাজা নামেই পরিচিত কারণ সে চাঁদাবাজ তবে সে তার বাবামাকে বলে রেখেছে যে সে একজন ডাক্তার। একদিন তার বাবামা তার সঙ্গে দেখা করার জন্য গ্রাম থেকে চেন্নাই আসে, আসার আগেই ভাসুল তার সাঙ্গপাঙ্গ নিয়ে একটি ভুয়া ডাক্তারখানা বানিয়ে রাখে।
ভাসুলের সঙ্গে একটি ডাক্তারের মেয়ের বিয়ে ঠিক করার জন্য ভাসুলের বাবামা ঐ ডাক্তার (বিশ্বনাথ) এর বাসায় যায় কিন্তু ডাক্তারটি ভাসুলের আসল পরিচয় ভাসুলের বাবামার কাছে ফাঁস করে দেয় আর ভাসুলের বাবামা মন খারাপ করে গ্রামে চলে যায়। ভাসুল তখন জেদ করে মেডিকেল কলেজে প্রক্সি দিয়ে ভর্তি হয় এবং একই কলেজে ইন্টার্নরতা সুন্দরী জনকী (বিশ্বনাথের মেয়ে) এর সঙ্গে তার প্রেম হয়ে যায়। যদিও ভাসুল ডাক্তারি পাশ করতে পারেনা কিন্তু মেডিকেল কলেজের সবার প্রিয় পাত্র হয়ে ওঠে এবং জনকীও ভাসুলকে মন থেকে ভালোবাসে।
অভিনয়
সম্পাদনা- কমল হাসান - রাজরাম ভেঙ্কটরাম (ভাসুল রাজা)
- স্নেহা - জনকী বিশ্বনাথ পাপ্পু
- প্রভু - বাট্টি
- প্রকাশ রাজ - বিশ্বনাথ
- নাগেশ - শ্রীমান ভেঙ্কটরাম
- রোহিণী হট্টঙ্গডি - কস্তুরী শ্রীমান ভেঙ্কটরাম
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Munnabhai MBBS in Tamil — Tamil Movie News"। IndiaGlitz। ২০ এপ্রিল ২০০৪। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
- ↑ "Kamal in remake of 'Munnabhai MBBS' – Tamil Movie News"। IndiaGlitz। ২৯ মে ২০০৯। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
- ↑ Reel Talk – Khushboo signs up Arjun. Web.archive.org. Retrieved on 12 March 2016.
- ↑ https://www.indiaglitz.com/dhanush-to-act-in-kamals-film-tamil-news-9280