উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত তালিকা
উইকিপিডিয়ায় নির্বাচিত তালিকা মনোনয়ন নির্বাচিত তালিকা প্রস্তাবনায় স্বাগত! এখানে, নির্ধারণ করা হয় যে কোন তালিকাগুলি নির্বাচিত তালিকা হবার জন্য যথেষ্ট উপযুক্ত গুণাবলী ধারণ করছে। নির্বাচিত তালিকাগুলি উইকিপিডিয়ার ভাল কাজের উদাহরণ এবং নির্বাচিত তালিকার গুণাবলী পুরণ করে। কোনো তালিকা মনোনয়নের পূর্বে, মনোনয়নকারী সেই তালিকা সমকক্ষ পর্যালোচনায় তালিকাভুক্ত করে সে বিষয়ে প্রতিক্রিয়া আশা করতে পারেন। এই প্রক্রিয়াটি সমকক্ষ পর্যালোচনার বিকল্প নয়। মনোনীত প্রার্থীদের অবশ্যই তালিকাভুক্ত প্রস্তাবিত নির্বাচিত তালিকা (প্রনিতা) প্রক্রিয়া চলাকালীন বিরোধিতা মোকাবেলায় বিষয় এবং উৎসগুলির সাথে যথেষ্ট পরিমাণে পরিচিত হতে হবে। যারা তালিকার উল্লেখযোগ্য অবদানকারী নন মনোনয়নের র্পূর্বে তাদের তালিকার নিয়মিত অবদারকারীদের/সম্পাদকদের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত মনোনীতরা আশাবাদী থাকেন যে গঠনমূলক সমালোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হবে এবং তাৎক্ষণিকভাবে বিরোধিতা মোকাবেলার জন্য প্রচেষ্টা করা হবে। একটি তালিকা, একই সাথে নির্বাচিত তালিকা প্রস্তাবনায় এবং সমকক্ষ পর্যালোচনায় তালিকাভুক্ত করা উচিত নয়। যতক্ষণ না প্রস্তাবিত প্রথম নিবন্ধটি যথেষ্ট সমর্থন অর্জন এবং পর্যালোচকদের উদ্বেগগুলি যথেষ্টভাবে সমাধান করতে সমর্থ না হয়, ততোক্ষণ পর্যন্ত মনোনীতদের নির্বাচিত তালিকায় দ্বিতীয় (নতুন) মনোনোয়ন যোগ করা উচিত নয়। দয়া করে নির্বাচিত তালিকা প্রস্তাবনায় থাকা প্রার্থী পৃষ্ঠাগুলিকে শিরোনাম কোড ব্যবহার করে উপ-বিভাগে বিভক্ত করবেন না (যদি প্রয়োজন হয়, গাঢ় [বোল্ড] শিরোনাম ব্যবহার করুন)। সাধারণত নির্বাচিত তালিকা পর্যালোচনাকারীরা, প্রতিটি মনোনয়নের জন্য প্রক্রিয়ার সময় নির্ধারণ করে থাকেন। প্রতিটি মনোনয়ন কমপক্ষে দশ দিন স্থায়ী হতে পারে (যদিও সর্বশেষতমটি কমপক্ষে এক মাস বা তার বেশি সময় ধরে) এবং যেখানে পরিবর্তন প্রযোজ্য সেখানে আলোচনা দীর্ঘায়িত হতে পারে এবং প্রক্রিয়াটি চালিয়ে যাওয়ার জন্য তা প্রয়োজনীয় বলে মনে হতে পারে। কোনও মনোনযন এফএল হিসেবে উন্নীত করার জন্য, ঐকমত্যে পৌঁছাতে হবে যে এটি মানদণ্ডগুলি পুরণ করে। ঐকমত্য সাধারণত পর্যালোচক এবং মনোনীতদের মধ্যে যৌক্তিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয়। পর্যালোচক কর্তৃক কোনো প্রস্তাবনা তালিকা থেকে সরানো এবং সংরক্ষণাগারভুক্ত হতে পারে, যদি মনে করা হয়:
ধারণা করা হয় যে সমস্ত মনোনয়নের ভাল গুণ রয়েছে; এই কারণেই এই প্রক্রিয়াটির মূল উদ্দেশ্য মানদণ্ডের সাথে সম্পর্কিত সমালোচনামূলক মন্তব্য প্রদান ও সমাধান করা এবং কেনো এই জাতীয় রেজোলিউশনকে সমর্থন প্রদানের চেয়ে যথেষ্ট জোর দেওয়া হয়। যুক্তিসঙ্গত সময় অতিবাহিত হওয়ার পরে, পর্যালোচক মনোনয়ন বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন। তালিকাটি উন্নিত বা সংরক্ষণাগারভুক্ত হওয়ার পরে তালিকার আলাপ পাতা হালনাগাদ করা আবশ্যক। সুচিপত্র – বন্ধকরণ নির্দেশাবলী – সংযোগ পরীক্ষা করুন – Dablinks – পুনঃনির্দেশ পরীক্ষা করুন – |
নির্বাচিত তালিকা সরঞ্জাম: |
||
মনোনয়নের প্রক্রিয়া
সমর্থন এবং বিরোধিতা কোনও মনোনয়নের সমর্থন বা বিরোধিতা করার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দয়া করে মনোনীত তালিকাটি পুরোপুরি পড়ুন।
|
উইকিপিডিয়ার নির্বাচিত তালিকা বাছাই, ও যোগ করবার প্রস্তাবনা এখানে রাখুন। প্রথমেই আলোচনার জন্য উপযুক্ত একটি উপপাতা তৈরি করুন (এভাবেঃ উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত তালিকা/আপনার প্রস্তাবিত নিবন্ধের নাম)। অতঃপর আলোচনার জন্য তৈরিকৃত উপপাতাটি নির্দিষ্ট ফরম্যাটে (এভাবেঃ {{উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত তালিকা/আপনার প্রস্তাবিত নিবন্ধের নাম}}) “বর্তমান প্রস্তাবনাসমূহ” অনুচ্ছেদে ক্রমাণুসারে সবার উপরে যুক্ত করুন।
অনুগ্রহ করে লক্ষ্য করুন, যে নিবন্ধটির জন্য প্রস্তাবনা জমা দিবেন সেই নিবন্ধের আলাপ পাতায় {{Featured list candidates}} এই টেমপ্লেটটি যোগ করুন।
প্রস্তাবনাসমূহসম্পাদনা
ফুটবল ক্লাব বার্সেলোনা মৌসুম তালিকাসম্পাদনা
- প্রস্তাবক: ≈ তানবিরুজ্জামান «আলাপ» ১৬:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- উল্লেখ্য যে এটি ইতোমধ্যে ইংরেজি উইকিপিডিয়ার নির্বাচিত তালিকা, সেটা একটু বিবেচনা করবেন। ≈ তানবিরুজ্জামান «আলাপ» ২০:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
লিওনেল মেসির আন্তর্জাতিক গোলের তালিকাসম্পাদনা
- @MS Sakib: পর্যালোচনাকারী হিসেবে আমি যোগ দিচ্ছি। তবে অবশ্যই বাকিরাও তালিকা সম্পর্কে তাদের চিন্তা তুলে ধরবেন এবং সেগুলো সাপেক্ষেই প্রস্তাবনা সফল ঘোষিত হবে। সর্বপ্রথম আমার মনে হয় পাতায় থাকা টেমপ্লেট:আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যান লাল লিংকের জন্য টেমপ্লেটটি তৈরি করার পর বিবেচনা করা যেতে পারে। প্রতিটি সূত্রের ইংরেজি শিরোনাম রাখার পাশাপাশি এগুলোর অনূদিত শিরোনাম রাখা উচিত। যেহেতু এটা নির্বাচিত তালিকার জন্য প্রস্তাব করা হয়েছে তাই এগুলো অন্তত করা উচিত। এছাড়া আমি খেয়াল করেছি যে এখানে অনেক লাল সংযোগ বিদ্যমান৷ আমি জানি যে লাল সংযোগগুলোর জন্য নিবন্ধগুলো তৈরি করা খুব কষ্টসাধ্য ব্যাপার। এসব বিবেচনায় এনে আমি দুটো পথ প্রস্তাব করছি। প্রথমটি হলো আপনি সবগুলো নিবন্ধের শুধু ভূমিকাংশ ও তথ্যছক অনুবাদ করে রেখে দিতে পারেন। দ্বিতীয়টি হলো তালিকার টেবিলে থাকা লাল লিংকগুলো সরাতে এগুলোর সংযোগ শুধু সরিয়ে ফেলে পাতার বাকি লাল সংযোগের জন্য নিবন্ধ তৈরি করতে পারেন (অবশ্য চাইলে লাল সংযোগ রেখেও দিতে পারেন)। অবশ্য অন্য কেউ যদি এখানে সবগুলো লাল লিংকের জন্য নিবন্ধ তৈরি করতে বলেন তাহলে সেটা সমস্যা হবে। কিন্তু ব্যতিক্রম বিবেচনায় নেওয়া উচিত৷ উদাহরণস্বরূপ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা পাতায় একটি সংযোগ লাল রয়েছে৷ আমি মনে করি যেহেতু তালিকাটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্তরের ফুটবল খেলোয়াড়ের আন্তর্জাতিক গোলের তালিকা নিয়ে তাই এসব সমস্যা ও আমার পরামর্শ অনুযায়ী পাতায় সম্পাদনার পর এই তালিকা অবশ্যই নির্বাচিত করা উচিত। মেহেদী আবেদীন ১৬:৪৮, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Mehediabedin পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। উল্লিখিত সমস্যাগুলো সমাধান করা হবে। তবে, একটা বিষয় লক্ষণীয়, নির্বাচিত নিবন্ধ বা তালিকা নিবন্ধে লাল লিংক থাকা যাবে না, এমন কোনও নিয়ম বাংলা বা ইংরেজি উইকিপিডিয়ার কোনও নীতিমালা পাতায় দেখিনি (আপনার নজরে পড়লে জানাবেন)। তাছাড়া নির্বাচিত তালিকা যেহেতু প্রধান পাতায় প্রদর্শিত হয় না, সেক্ষেত্রে আমার মনে হয় না, লাল লিংক এক্ষেত্রে কোনও বাধা হতে পারে। ≈ MS Sakib «আলাপ» ১৬:৫৫, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @MS Sakib সেক্ষেত্রে প্রয়োজন নেই৷ শুধু বাকিগুলো করলেই চলবে। মেহেদী আবেদীন ১৭:২২, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Mehediabedin পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। উল্লিখিত সমস্যাগুলো সমাধান করা হবে। তবে, একটা বিষয় লক্ষণীয়, নির্বাচিত নিবন্ধ বা তালিকা নিবন্ধে লাল লিংক থাকা যাবে না, এমন কোনও নিয়ম বাংলা বা ইংরেজি উইকিপিডিয়ার কোনও নীতিমালা পাতায় দেখিনি (আপনার নজরে পড়লে জানাবেন)। তাছাড়া নির্বাচিত তালিকা যেহেতু প্রধান পাতায় প্রদর্শিত হয় না, সেক্ষেত্রে আমার মনে হয় না, লাল লিংক এক্ষেত্রে কোনও বাধা হতে পারে। ≈ MS Sakib «আলাপ» ১৬:৫৫, ১৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহের তালিকাসম্পাদনা
আমি শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহের তালিকা নিবন্ধটি উন্নয়ন ও হালনাগাদ সাপেক্ষে নির্বাচিত তালিকা করার প্রস্তাব করছি। >>কায়সার আহমাদ (আলাপ) ০৩:৩২, ১৬ জুলাই ২০১৮ (ইউটিসি)