বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

আলোচনা সম্পাদনা

আমার সাথে আলোচনা করতে পারেন এখানে। কোনো সমস্যা থাকলে এখানে জানাতে পারেন। Imran Shorif Shuvo (আলাপ) ০০:৪৪, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প ইসলামে আমন্ত্রন সম্পাদনা

@Imran Shorif Shuvo:

 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

--মহামতি মাসুম (আলাপ) ১৬:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তুলায়হা কাজ্জাব নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

তুলায়হা কাজ্জাব নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/তুলায়হা কাজ্জাব পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Shuvo (আলাপ) ১২:৪৭, ১৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

সুধী, নিজের তৈরি অপসারণ প্রস্তাবনার জন্য {{Db-g7}} টেমপ্লেট ব্যবহার করবেন দয়া করে। এছাড়া, আপনার অপসারণ প্রস্তাবনার কারণে আপনি যা লিখেছেন তা যদি সত্যিও হতো তাহলেও এখানে নির্দিষ্ট ব্যক্তির নামের শেষে বিশেষ ট্যাগ যুক্ত করা যায় না। এটা উইকিপিডিয়ার নিরপেক্ষতা নীতির লঙ্ঘন। দয়া করে এই বিষয়টিও খেয়াল রাখবেন। উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, এটি নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা দেশের জন্য লিখিত নয়। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৬, ১৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০ সম্পাদনা

 

সুপ্রিয় Imran Shorif Shuvo,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৬:৪৪, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রস্তাবনা সম্পাদনা

হযরত মুহাম্মাদ (সঃ) এর নিবন্ধ মুহাম্মাদ বাংলা উইকিপিডিয়ায় নির্বাচিত প্রবন্ধ করার চেষ্টা চলছে।আপনিও নিবন্ধটির অসংগতি দূর করে তথ্যসমৃদ্ধভাবে সম্প্রসারণ করে নিবন্ধটিকে নির্বাচিত প্রবন্ধের গুণাবলির আওতায় আনতে সমর্থন ও সাহায্য করুন।ধন্যবাদ। আলোচনা পাতা- https://bn.wikipedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%3A%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6#প্রস্তাবিত_নির্বাচিত_নিবন্ধ অথবা, উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ রিজওয়ান আহমেদ (আলাপ) ০৯:৩৬, ৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় Imran Shorif Shuvo, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৭:১৬, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন