ব্যবহারকারী আলাপ:Bodhisattwa/বার্তাসংকলন ০১

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ১০ বছর পূর্বে "পরিমার্জন" অনুচ্ছেদে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়। এখানে আমার পুরোনো আলাপগুলি সংগ্রহ করে রাখা হয়েছে। নতুন যে কোন প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতাবার্তাসংকলন ০১বার্তাসংকলন ০২বার্তাসংকলন ০৩বার্তাসংকলন ০৪বার্তাসংকলন ০৫

কেদারনাথ দাস নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on কেদারনাথ দাস requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ইয়াহিয়া (আলাপ) ২১:০৬, ২১ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সম্পাদনা

সুপ্রিয় B. Mandal,
আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, পূর্ণ নাম - রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুনর্নির্দেশ করা হল।
Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ১৪:০৭, ২০ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় Snthakur,
আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর পূর্ণ নাম - রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নয়, এর পূর্ণ নাম - রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পুনর্নির্দেশের আগে সঠিক তথ্য সংগ্রহ করলে ভালো হয়। আপনি কলকাতার দুইটি পৃথক মেডিক্যাল কলেজ যথা আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে একত্র করে ফেলেছেন। সেই কারণে ২রা জানুয়ারী, ২০১২ রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ পুনর্নির্দেশ করেছিলাম। কিন্তু আপনি এর পূর্ণ নামের জন্য আবার রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ পুনর্নির্দেশ করলেন। এর পূর্ণ নাম রাখা যখন উচিৎ বলে আপনার মনে হচ্ছে, তখন এর সঠিক পূর্ণ নাম রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ একে পুনরায় পুনর্নির্দেশ করলাম।

ভালো থাকবেন।

B. Mandal ( বোধিসত্ত্ব মন্ডল ) (আলাপ) ১৯:০৭, ২৯ জুলাই ২০১৩ (আইএসটি)

সুপ্রিয় B. Mandal ( বোধিসত্ত্ব মন্ডল ),


রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিবন্ধটি সম্মন্ধে আপনার উত্তর দেখলাম, উত্তরে আপনি যা বলেছেন তার মূখ্য বিষয় হলঃ-


(১) (আপনার তৈরি নিবন্ধটিকে) বার বার পুনর্নির্দেশ করে ফেলা হচ্ছে (যা আমি করেছি)।

(২) ২রা জানুয়ারী, ২০১২ উক্ত নিবন্ধটিকে (আপনি,আপনার তৈরি নতুন পাতা) আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল - এ পুনর্নির্দেশ করেছিলেন।

(৩) আপনার তৈরি, আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল - নামের নতুন পাতাটি উক্ত নিবন্ধটিতে পুনর্নির্দেশ করা (আমার) ঠিক হয়নি।


লক্ষণীয় বিষয়ঃ

(১) গত ১২ নভেম্বর ২০০৭ তারিখে ১৯:০৫ সময়ে আমি রাধাগোবিন্দ কর ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংক্ষেপে, আর জি কর ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল নামক নতুন নিবন্ধটি তৈরি করি যা গত ৪ (চার) বছরেরও বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় ছিল।

(২) গত ৪ (চার)বছরেরও বেশি সময়ের মধ্যে আপনি বা অন্য কেউ উক্ত নিবন্ধটির পরিবর্তন,পরিমার্জন করার বা তথ্যসূত্রাভাবে অপসারণেরও কোনও আপত্তি তোলেননি সুতরাং উক্ত নিবন্ধর পাতাটি উইকিপিডিয়ায় নির্দিষ্ট পদ্ধতিতে মুছে ফেলা হয়নি। উক্ত নিবন্ধের পাতাটি এখনও বর্তমান।

(৩)ওই নিবন্ধে আমার পুরনো লেখা (যা গত চার বছরেরও বেশি সময় ধরে উক্ত নিবন্ধটিতে ছিল)তা আপনি গত ২রা জানুয়ারী,২০১২ তারিখে আপনার তৈরি নতুন পাতায় নকল সংযোগ ও পুনর্নির্দেশ করেন,এঘটনায় আপনি কারোর সঙ্গে আলোচনার অবকাশ রাখেন নি এবং আমাকেও আমার পুরনো লেখা ও নিবন্ধটির পুনর্নির্দেশ সম্মন্ধে কোনভাবে জানান নি।

(৪) এই ঘটনা আমার নজরে আসার পর আমি খুবি অসন্তুষ্ট হয়ে ন্যায্য কারণে গত ২০ জুলাই ২০১৩‎ তারিখ ১৮:৫৬ সময়ে উক্ত নিবন্ধটিকে সংরক্ষণ করি ও সংশ্লিষ্ট আলোচনার পাতায় আপনাদের অবগত করে আপনার তৈরি নতুন পাতাটিকেও উক্ত নিবন্ধটিতে দ্বিপুনর্নির্দেশ করি।

সিদ্ধান্তঃ

আপনার তৈরি নিবন্ধটিকে বার বার পুনর্নির্দেশ করার আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা একেবারে অসত্য,এই অভিযোগ সৃষ্টি করে যাতে আপনি আমাকে দমিয়ে আপনার অনৈতিক কর্ম সহজে করতে পারেন তারই প্রচেষ্টা করছেন মাত্র। 'বার বার'মানে একাধিক বার যেখানে আমি মাত্র একবার পুনর্নির্দেশ করেছি,একবারকে মিথ্যে ভাবে বার বার বলেছেন।

আমার তৈরি চার বছরেরও বেশি 'পুরনো নিবন্ধটির লেখা'কারোর সঙ্গে আলোচনা না করে বা আমায় না জানিয়ে আপনার তৈরি নতুন পাতায় অন্যায় ভাবে নকল সংযোজন ও পুনর্নির্দেশ করেছেন এবং আমার প্রচেষ্টা ও পুরনো নিবন্ধটিকে অমর্যাদা করেছেন যা উইকিপিডিয়ায় কাম্য হতে পারে না।

আমার তৈরি ভুল ও অপ্রাসঙ্গিক নিবন্ধটি কোন যুক্তিতে ঠিক নিবন্ধের পাতায় পুনর্নির্দেশ করছেন? উইকিপিডিয়ায় নির্দেশ অনুযায়ী আপনি তা করতে পারেন না। আমার তৈরি পুরনো নিবন্ধর পাতাটি উইকিপিডিয়ায় নির্দিষ্ট পদ্ধতিতে মুছে ফেলা যেত এবং তার জন্য আমাকে জানাতে হত।

আমার তৈরি পুরনো নিবন্ধটি যাতে পরিমার্জন বা তথ্যসূত্র দেওয়ার সুযোগ না পায় তাই কোনরকম আলোচনা শুরু না করে নতুন পাতাটি আপনি তৈরি করেন ও যাতে নিবন্ধটি প্রথম থেকে আপনিই শুরু করেছেন - এই মর্যাদা পুরপুরি ভাবে পান তারজন্য নতুন নিবন্ধের পাতায় ইতিহাস তৈরি করে আমার তৈরি পুরনো নিবন্ধটির পাতার ইতিহাসকে ঢেকে ফেলেছেন।


এ অবস্থায় আপনি ন্যায্যভাবে কি করতে চলেছেন আমাকে পুনরায় জানাবেন,এ বিষয়ে আপনার ন্যায্য আচরণ আপনার প্রতি আমার সম আচরণ প্রত্যাশা করতে পারে।

ধন্যবাদান্তে

Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর ) (আলাপ) ২৩:৪৮, ৩০ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


প্রিয় Snthakur ( সৌমেন্দ্র নাথ ঠাকুর )

এ ভাবে কথা বলার কি কোন মানে আছে?

আমি যেটা বলতে চেয়েছি, তা হল আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর নামের সঙ্গে জাতীয় বা ন্যাশানাল কথাটি কোন ভাবেই যুক্ত নয়। প্রথমে আপনার লেখা নিবন্ধটি পড়ে আমার এই ছোট ত্রুটি ২রা জানুয়ারী,২০১২ নজরে আসে। তাই আমি একে ২রা জানুয়ারী, ২০১২ আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এ পুনর্নির্দেশ করেছিলাম। এর মধ্যে কোন ভুল বা অনৈতিক কাজ হয়েছে বলে তো আমি বুঝতে পারছি না। আমি শুধু কলেজটির সঠিক নামে পরিবর্তন করেছিলাম, আর কিছু নয়। এটি করে কিভাবে আপনাকে আঘাত করলাম, তাও বুঝলাম না।

২০০৭ এ যখন আপনি আপনার নিবন্ধটি লেখেন, শুধু তখন কেন, আমি ২০১১ অব্দি বাংলা উইকিপিডিয়াতে কোন ভাবেই যুক্ত ছিলাম না। তাই আপনার নিবন্ধ সম্পর্কে কোন রকম ভাবেই আমার পক্ষে পরিবর্তন বা পরিমার্জন সম্ভব হয় নি। অন্য কেউ কেন সেটা কেন করেননি, তা বলা আমার পক্ষে অসম্ভব।

আমি কখনোই মর্যাদা পাওয়ার জন্য বাংলা উইকিপিডিয়াতে সময় দিচ্ছি না। নতুন পাতা তৈরী করে মর্যাদা কিভাবে পাওয়া যায়, সেটি ঠিক বুঝলাম না! এই কলেজ সংক্রান্ত নিবন্ধটি আমি তৈরী করেছি এ কথা আমি কখনোই এক বারের জন্যও বলি নি। আপনিই প্রথম এই কলেজ সংক্রান্ত নিবন্ধ তৈরী করেছেন, এ তো ১০০ ভাগ সত্য। আমি কি এক বারের জন্যেও তা অস্বীকার করেছি? আপনি হয়ত আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিবন্ধটির সম্পাদনার ইতিহাসটি লক্ষ্য করেছেন, কলেজ সংক্রান্ত নিবন্ধটিকে বহু দিন ধরে বহু তথ্য দিয়ে বড় করে তুলেছি। উইকিপিডিয়ার সকল নিবন্ধ কেউ না কেউ তৈরী করেন, আবার কেউ না কেউ তাকে বাড়িয়ে তোলেন, এটাই স্বাবাভিক। কিন্তু এর জন্য কেউ কি মর্যাদা দাবী করেন? আমিই বা তা কেন করতে যাব?

আমার এক্ষেত্রে দুটি ভুল হয়েছে স্বীকার করি, ১। পুনর্নির্দেশের সময় আপনাকে অবগত করা বা আলোচনা করা আমার উচিৎ ছিল। ২। বার বার কথাটি আমি অবচেতন ভাবে লিখে ফেলেছি। এই দুটি ভুলের জন্য আপনাকে আঘাত দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।

আপনি, আমি এবং আমরা প্রত্যেকেই নিজের নিজের ব্যস্ত সময় থেকে কিছু কিছু করে সময় দিয়ে বাংলা উইকিপিডিয়াকে তিলে তিলে বড় করছি। এতে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমরা যখন এক পথেরই পথিক, তখন কি এরকম মনোমালিন্য থাকা উচিৎ?

ভালো থাকবেন

B. Mandal ( বোধিসত্ত্ব মন্ডল ) (আলাপ) ১৮:৪১, ৩১ জুলাই ২০১৩ (আইএসটি)
 
সুপ্রিয়, Bodhisattwa। NahidSultan-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

আমি https://bn.wikipedia.org/wiki/দমদম_পীরের_ঢিবি নিবন্ধটি অপসারণের অনুরোধ জানাচ্ছি। কারন, এই মুহূর্তে এখানে নতুন তথ্য সংযোগ করার মত সময় আমার নেই। তাই দয়া করে নিবন্ধটি দ্রুত অপসারণ করুন, আমার তাতে আপত্তি নেই।

অলিম্পিক না অলিম্পিক্‌স - নামকরণ সম্পাদনা

অলিম্পিক না অলিম্পিক্‌স - নামকরণ নিয়ে বিভ্রান্ত হওয়ার করন নেই। আপনি ইন্টারনেটে অনুসন্ধান করে দুই নামেই প্রচুর লেখা পাবেন। বাংলা উইকিও এর বাইরে যেতে পারে নি। বাংলা উইকির এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আপনার কাছে যেটি সঠিক মনে হয়, সেই নামেই নিবন্ধ তৈরি করুন। কেননা নিবন্ধ আপনি পরে স্থানান্তর করতে পারবেন, তবে "অলিম্পিক বা অলিম্পিক্‌স" লেখা আছে এমন বিষয়শ্রেণী তৈরি করা থেকে আপাতত বিরত থাকুন কারণ বিষয়শ্রেণী স্থানান্তর করার সুযোগ নেই। ধন্যবাদ --লিমন ১৪:৫৪, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় লিমন,

নামকরণ নিয়ে বিভ্রান্ত হচ্ছি না, আমি বলতে চাইছি, Infobox Olympics টি একটু ঠিক করে দিলে ভালো হয়, ওখানে সবকিছুই অলিম্পিক নামে লিঙ্ক দিচ্ছে। যেমন {{Infobox Olympics India |games=১৯৪৮ গ্রীষ্মকালীন |competitors= '''৮৬''' |sports= '''৯''' |gold= ১ |silver= ০ |bronze= ০ |total=১ |rank=২২ |flagbearer= }} এই Infobox এ '১৯৪৮ গ্রীষ্মকালীন' এর পরে নিবন্ধে আপনা আপনি অলিম্পিক নাম চলে আসছে, ফলে ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স নামের নিবন্ধ থাকলেও এক্ষেত্রে সেটি লিঙ্ক খুঁজে না পেয়ে লাল হয়ে থাকছে। এছাড়াও box টি তে যে অলিম্পিক এর সাল গুলি আছে, সেগুলিও একই কারণে লাল হয়ে থাকছে।

ভালো থাকবেন B. Mandal (আলাপ) ১৫:০৫, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আমি কিছুক্ষণের মধ্যে ঠিক করে দিচ্ছি। --লিমন ১৫:১৬, ৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

flagIOCteam|IND কোড সমস্যাটি ঠিক করেছি। flagIOCathlete ঠিক করিনি। এটির মধ্যে অলিম্পিক না অলিম্পিক্‌স - নামকরণ সমস্যাটি চলে আসে। টেমপ্লেট:FlagIOCteam ঠিক করতে যেয়ে সমস্যাটি নজরে আসে। যেমন ধরুন, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সে ভারত নিবন্ধের জন্য FlagIOCteam -এ অলিম্পিক থেকে অলিম্পিক্‌স করার ফলে এইএই বিষয়শ্রেণীর পাতায় "২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সে [দেশ]" লিঙ্ক নিয়ে নিচ্ছে। মানে, ১টি পাতা ঠিক করতে যেয়ে আরেকটি পাতায় সমস্যার সৃষ্টি করছি। অলিম্পিক না অলিম্পিক্‌স - নামকরণ নিয়ে আমি কিছুদিনের মধ্যে প্রশাসকের পাতায় আলোচনা করব (হয় নিবন্ধগুলি অলিম্পিক থেকে অলিম্পিক্‌স -এ নিতে হবে অথবা এর উল্টোটি করতে হবে)। --লিমন ২৩:৩৭, ৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেটগুলিতে অলিম্পিক থেকে অলিম্পিক্‌স নামকরণ করবেন না যা আপনি সম্প্রতি করেছেন, আপনার এই পরিবর্তনের ফলে অনেক পাতায় লাল লিঙ্ক চলে আসছে। --লিমন ১১:৫১, ৮ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তর দরকার সম্পাদনা

অলিম্পিক হকির উপর আপানার তৈরি ৩টি পাতা স্থানান্তর করা দরকার। কেননা, কোন (আইস নাকি ফিল্ড) হকি তা নির্দিষ্ট করা দরকার। আর পুরুষদের লেখাটি বাদ দিতে হবে। আপনার কি কোন আপত্তি আছে? আরেকটি জিনিস, আপনি কিছু পাতায় নিবন্ধের ভূমিকা অনুচ্ছেদ দেন নি। সেগুলি ঠিক করে ফেলবেন। --লিমন ১৩:৪৬, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় লিমন, আসলে ফিল্ড হকি কে সাধারণত শুধু হকি বলা হয়, তাই ফিল্ড কথাটা বাদ দিয়েছিলাম। আর নিবন্ধগুলি পুরুষদের হকি প্রতিযোগিতা বলে পুরুষদের কথাটা দিয়েছিয়াম। কারণ মহিলাদের হকি ও তো আছে। আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করুন, আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। আর অনুচ্ছেদ গুলো বানিয়ে দিচ্ছি। তার জন্য একটুখানি সময় লাগবে।B. Mandal (আলাপ) ১৩:৫৬, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কেন কথাটা বাদ দিতে বলেছি তা en:Template:Olympic Games Field hockey দেখলেই আপনি বুজবেন। --লিমন ১৪:০১, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আপনার যুক্তি আমি বুঝেছি। আপনার যুক্তিতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। একটা প্রশ্ন , মহিলাদের হকি নিবন্ধ গুলি কি নামে রাখা উচিৎ? B. Mandal (আলাপ) ১৪:০৭, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
en:Field hockey at the 2000 Summer Olympics – Women's tournament - নিবন্ধের জন্য → ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি - মহিলাদের টুর্নামেন্ট , en:Field hockey at the 2000 Summer Olympics – Men's tournament নিবন্ধের জন্য → ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি - পুরুষদের টুর্নামেন্ট --লিমন ১৪:১৩, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ভারতীয় কুমেরু নামক দু'টি নিবন্ধ আপনি স্থানান্তরের প্রস্তাব করেছেন। আপনি যদি নিবন্ধ দু'টির নাম সম্পর্কে ১০০% নিশ্চিত হয়ে থাকেন, তাহলে আপনার প্রস্তাবিত নামে স্থানান্তর করে ফেলুন। --লিমন ১৬:৩৫, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। Aftab1995-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:৩১, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

--লিমন ১৫:৩১, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক অলিম্পিক সম্পাদনা

আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ যেহেতু শীতকালীন গেম্‌সে এ পর্যন্ত অংশগ্রহণ করেনি, তাই তাদের তথ্যছক অলিম্পিকে শীতকালীন গেম্‌স যোগ না করার অনুরোধ করছি। --- ইয়াহিয়া (আলাপ) ১৯:৫৫, ১০ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ইয়াহিয়া, দেশগুলির গ্রীষ্মকালীন বা কোনো শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ না করাও এক ধরণের তথ্য। তাই তা তথ্যছকে অন্তর্ভুক্ত করা উচিৎ বলে আমার মনে হয়। B. Mandal (আলাপ) ০৯:০৫, ১১ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

অপ্রয়োজনীয় জিনিষ তথ্যছকে অন্তর্ভুক্ত করে লাভ কি? যেহেতু তথ্যছকে শীতকালীন অলিম্পিক যোগ করা হয়নি, এতে বুঝা যায় যে তারা শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেনি। যদি করতো, তাহলে অন্য দেশের তথ্যছকের মত যোগ করা হতো। --- ইয়াহিয়া (আলাপ) ১১:২৫, ১১ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ইয়াহিয়া, আমার বক্তব্য আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ১) যেহেতু অলিম্পিক ১৮৯৬ থেকে হয়ে আসছে এবং প্রত্যেক দেশের প্রত্যেক অলিম্পিকে অংশগ্রহণ করার সমান সুযোগ ছিল, তখন কোন দেশের কোন বিশেষ অলিম্পিকে যোগদান না করার কোন ঐতিহাসিক কারণ থাকতে পারে। উদহারণ দিয়ে বলছি, ৬৫টি দেশ সোভিয়েত রাশিয়ার আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে ১৯৮০ মস্কো অলিম্পিকে যোগদান করেনি আবার ১৯৩৬ বার্লিন অলিম্পিকে নাৎসি ফ্যাসিবাদের প্রতিবাদে সোভিয়েত রাশিয়া অংশগ্রহণ করেনি, এরকম ঘটনা কি অপ্রয়োজনীয় ঘটনা বলে টেমপ্লেট থেকে ছেঁটে ফেলা যায়? ভুটান একটি শীতপ্রধান দেশ হয়েও শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করছে না, আমার তো মনে হয় এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২) প্রত্যেক টেমপ্লেটের একটা Standard Version থাকা দরকার, এতে প্রত্যেক দেশের টেমপ্লেটগুলি একই রকম দেখতে লাগবে আর টেমপ্লেটকেও সব তথ্যে পরিপূর্ণ দেখাবে। ভালো থাকবেন। B. Mandal (আলাপ) ১২:২৫, ১১ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে আমি যোগ করে দিচ্ছি। --- ইয়াহিয়া (আলাপ) ১২:৪৮, ১১ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রবেশদ্বার প্রসঙ্গে সম্পাদনা

শুভেচ্ছা নিন। আপনার অবদান অবিস্মরণীয়। আপনি নিবন্ধ লেখার পর কষ্ট করে সেই নিবন্ধের প্রবেশদ্বার টেমপ্লেটটি যুক্ত করে দিয়েন। যেটার প্রবেশদ্বার থাকবেনা সেটাও দিয়েন। পরবর্তীতে তৈরি করে দিব। ধন্যবাদ। (Mohd. Toukir Hamid (আলাপ) ১৭:০৬, ৩০ আগস্ট ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কয়েকটিতে করে দিয়েছি। আপনার কাজের জন্য শুভেচ্ছা রইল। B. Mandal (আলাপ) ২১:৫৭, ১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দয়া করিয়া প্রথমে বিবেচনা করুন। সম্পাদনা

শুভেচ্ছা নিন। আপনার মনোনয়ন আরেকবার দেখে নিন কারন {{db-nocontent}} প্রযোজ্য নয়। ধন্যবাদ! --Buzzzman (আলাপ) ০৭:২৪, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Buzzzman, যুদ্ধমন্ত্রী আপনার আলাপ পাতায় আপনাকে যে কারণটি বলেছেন, সেটিই {{db-nocontent}} ট্যাগ লাগানোর পেছনে কারণ ছিল। বাংলা উইকিতে এক দু লাইনের নিবন্ধগুলি তৈরীকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। এতে নিবন্ধের সংখ্যা বাড়লেও গুণমান বজায় থাকে না। আর একটি কথা, ট্যাগ থাকলে দমে যাবেন না, নিবন্ধকে আরো উন্নত করার জন্যই ওটির সৃষ্টি কারা হয়েছে। আশা করি, নিবন্ধগুলিকে আরো বড় ও উইকিসম্মত করবেন। আপনার বাংলা উইকি যাত্রা শুভ হোক। B. Mandal (আলাপ) ১২:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে ধন্যবাদ।--Buzzzman (আলাপ) ০৪:২৮, ৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দ্রুত অপসারণ ট্যাগ প্রসঙ্গে সম্পাদনা

বোধিসত্বদা, আপনি সম্প্রতি অনেকগুলো নিবন্ধে খালি নিবন্ধের জন্য দ্রুত অপসারন ট্যাগ লাগিয়েছ। দয়া করে দ্রুত অপসারন ট্যাগ লাগানোর পূর্বে দেখে নিবেন, দুই/তিন লাইন থাকলেও নিবন্ধটি কতটা গুরুত্বপূর্ণ। যেমন, বিভিন্ন দেশের ভাষার ক্ষেত্রে। এছাড়া কোন নিবন্ধে দুই/এক লাইন থাকলেও কৌশলগত কারনে সেটি খালি থাকে না সুতরাং নিমানুসারে এগুলোতে আপনি দ্রত অপসারন ট্যাগ লাগাতে পারেন না। এর পরিবর্তে আপনি অপসারনের প্রস্তাব রাখতে পারেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:০৬, ৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ ভাই, বুঝতে পারলাম। আমি তাহলে ভাষার ট্যাগ গুলি সরিয়ে দিচ্ছি। B. Mandal (আলাপ) ২৩:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল পাতাটির উল্ল্যেখযোগ্যতা প্রসঙ্গে সম্পাদনা

সেন্ট প্লাসিডস হাই স্কুল বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ একটি স্কুল। দেড়শাধিক বছর পুরোনো এই স্কুলটি অনেক ইতিহাসের সাক্ষী।
আমি উইকিপিডিয়ায় আসলে খুবই নতুন। আমার জানা নেই একটি স্কুলের উইকিপিডিয়ায় স্থান পাওয়ার উল্লেখযোগ্যতাগুলো কি কি? এই ব্যাপারে আমাকে জানালে উপকৃত হতাম। আমি দেখেছি সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পাতা উইকিপিডিয়ায় আছে। আর আমি যেহেতু এই স্বনামধন্য স্কুলটিতে পড়েছি, আমি আরও তথ্য সংগ্রহ ও যোগ করে এই স্কুলের পেইজটি উইকিপিডিয়ায় রাখতে আগ্রহী।
ধন্যবাদ। --Fahim0120 (আলাপ) ১৮:১০, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:Weather box সম্পাদনা

টেমপ্লেট:Weather box ঠিক করেছি। আপনি নিবন্ধে এটি এখন ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, (প্যারামিটার location, source, publisher, accessdate, title, date বাদে) ইনপুট যাতে অবশ্যই ইংরেজিতে হয় নতুবা টেমপ্লেটটি কাজ করবে না। --লিমন ২৩:১৭, ৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। Bellayet-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:৫৬, ৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৬, ৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয়, Bodhisattwa। Suvray-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

Subrata Roy (আলাপ) ১৪:১৩, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

হেমট্রামিক পাবলিক স্কুল্‌স সম্পাদনা

শুভেচ্ছা! হেমট্রামিক পাবলিক স্কুল্‌স নিবন্ধে আপনার এই অবদানটি বাতিল করেছি কারণ সমিতিটির উল্লেখযোগ্যতা বিভিন্ন সংবাদপত্র থেকে দেওয়া তথ্যসূত্র থেকে প্রমাণিত হয়। আমি ভুল করে থাকলে দয়া করে আমাকে জানাবেন। ধন্যবাদ।--Buzzzman (আলাপ) ১৭:১২, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এ বিষয়ে নিবন্ধের আলাপ পাতায় নাহিদ ভাই আলোচনা করেছেন। Bodhisattwa (আলাপ) ০৮:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
জ্ঞ্যাত করবার জন্য ধন্যবাদ।--Buzzzman (আলাপ) ১৫:৪৯, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। Jayantanth-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
২০:২১, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

--জয়ন্ত (আলাপ - অবদান) ২০:২১, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। Jayantanth-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
২০:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

--জয়ন্ত (আলাপ - অবদান) ২০:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দ্রুত অপসারণ তালিকাভুক্তকরণ সম্পাদনা

বতিস্বত্য, বাংলা উইকিপিডিয়ার বেশির নিবন্ধই ছোট বা খালি। আমরা প্রশাসকগণ যথেষ্টভাবেই অবগত রয়েছি এ খালি এবং ছোট নিবন্ধগুলো সম্পর্কে। চাইলে আমরা যে কোনো সময়েই এগুলো বাংলা উইকিপিডিয়া থেকে সরিয়ে ফেলতে পারি। কিন্তু কৌশলগত কারণেই আমরা তা করছি না। একবারেই বাংলা উইকিপিডিয়া থেকে এ ধরনের নিবন্ধগুলোকে মুছে দিলে বাংলা উইকিপিডিয়ার আগ্রগতি নিম্নমুখী বা ঋণাত্মক হবে। যা আমরা কেউই চাই না। তবে এ ধরনের নিবন্ধগুলো আস্তে আস্তে, নতুন নিবন্ধের অনুপারে সরিয়ে ফেলা হচ্ছে এবং হবে। অনুগ্রহ করে এ ধরনের নিবন্ধ নিয়ে বেশি সময় নষ্ট করবেন না। এ ধরনের নিবন্ধগুলোকে তালিকাভুক্ত করতে গেলে আপনাকে হয়তো বাংলা উইকিপিডিয়ার বেশির ভাগ নিবন্ধই তালিকায় যোগ করতে হবে। তাই এ নিবন্ধগুলোকে তালিকাভুক্ত করার কাজে সময় এবং শ্রম ব্যায় না করে নতুন নিবন্ধ তৈরি বা পুরনো নিবন্ধের মানোন্নয়নে মনযোগ দিন। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। যেকোনো প্রয়োজনে আমাকে বার্তা রাখতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নামের বানানের ব্যাপারে আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল। আসলে এমন নামের সাথে আমি পরিচিত নই। তাই লেখার সময়েই আমার খটকা লেগেছিল, কিন্তু পরে আর ক্ষমা চাইতে মনে নেই। অনিচ্ছাকৃত ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উপরের বিষয়টি বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আজিমপুর গোরস্থান অপসারণের কারণ কী? আজিমপুর এবং আজিমপুর গোরস্থান কি একই বিষয়, হ্যাঁ? বিস্মিত হলাম। এই কাণ্ডটি কে করেছে বুঝতে পারছি না। -‍‍‍‍‌‌‌Faizul Latif Chowdhury (আলাপ) ১৪:৪৮, ২৪ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি নিবন্ধটির মান উন্নয়ন প্রসঙ্গে সম্পাদনা

উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় ৯ দিন আগে আপনি গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি নিবন্ধটি মান উন্নয়নের কাজ শুরু করেন, এবং কাজ চলছে টেমপ্লেট যুক্ত করেছেন। কিন্তু গত ৯দিনে আপনি এই নিবন্ধ কোন ধরনের সম্পাদনা করেননি।

নিবন্ধটিতে পর্যাপ্ত তথ্য সংযোজনের পর দ্রুত কাজ চলছে টেমপ্লেটটি অপসারনের অনুরোধ করছি। --নাসির খান সৈকতআলাপ ১৭:১২, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ভালো মনে করিয়েছেন। আসলে তথ্যছক হকির জন্য অপেক্ষা করছিলাম। তারপর অন্য কাজের চাপে মাথায় রাখতে পারি নি। এর সব হয়ে গেছে। শুধু ভূমিকাটাই বাকি। এখনি করে দিচ্ছি। বোধিসত্ত্ব (আলাপ) ১৭:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Notability of Hamtramck Public Schools (হেমট্রামিক পাবলিক স্কুল্‌স) সম্পাদনা

Hi! I found that you added the notability tag to this article: হেমট্রামিক পাবলিক স্কুল্‌স.

I do not know if the Bengali Wikipedia's notability policies are different, but according to the English Wikipedia's policy, Hamtramck Public Schools is clearly notable under en:WP:GNG which mandates that "If a topic has received significant coverage in reliable sources that are independent of the subject, it is presumed to satisfy the inclusion criteria for a stand-alone article or stand-alone list." - en:The Detroit News and the en:Detroit Free Press both count as independent reliable sources.

If the Bengali Wikipedia uses the same notability criteria, then the notability tag needs to be removed.

Thank you WhisperToMe (আলাপ) ০০:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। আলাপ:শীতকালীন অলিম্পিক গেমস পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১২:১০, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

আসিফ মুকতাদির (আলাপ) ১২:১৩, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। Nasir8891-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৯:৪৮, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

নাসির খান সৈকতআলাপ ১৯:৪৮, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদনা

আপনি ভুল করছেন। মুহম্মদ শহীদুল্লাহ নিবন্ধটি প্রিয়.কম থেকে কপি হয়নি, বরং উল্টোটা হয়েছে। অনুগ্রহ করে ট্যাগ লাগানোর ব্যাপারে সচেতন হোন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:২১, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বেলায়েত ভাই, আমি কিন্তু এই বারে আপনার বক্তব্য কিচ্ছু বুঝতে পারলাম না। আপনি বলছেন, ঐ নিবন্ধ http://www.priyo.com/people/9717 থেকে কপি করা হয়নি, বরং http://www.priyo.com/people/9717 উইকি থেকে কপি হয়েছে। কিন্তু সেটা কি করে বোঝা গেল, তাই তো আমি বুঝতে পারছি না। আমার অজ্ঞানতা ক্ষমা করবেন। আমাকে শিখিয়ে দিলে শিখে নেব। বোধিসত্ত্ব (আলাপ) ১২:৪১, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
মুহম্মদ শহীদুল্লাহ পাতার ইতিহাস দেখুন। সেখানে লেখাগুলো কত তারিখে এবং কিভাবে তৈরি হয়েছে এবং প্রিয়.কমের পাতাটি কবে তৈরি হয়েছে তা দেখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
দাদা, তারিখ দেখতে হবে, এটুকু তো বুঝেছিলাম। কিন্তু প্রিয়.কমের লেখাটি কবে তৈরী হয়েছে, সেটি কি করে জানবো। লেখাটির পাতায় তো ওটি নেই, সেই কথাটিই জিজ্ঞেস করেছিলাম। বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১২, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
তারিখ একটা ফেক্টর। নিবন্ধটিতে যখন সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে, তখন প্রিয়.কমের জন্মই হয়নি। আপনাকে আরও বলেছিলাম নিবন্ধটি কিভাবে তৈরি হয়েছে তাও দেখতে। এখানে আপনাকে আপনার কমনসেন্স ব্যবহার করতে হবে। নিবন্ধটিতে প্রায় সকল প্রশাসকই অবদান রেখেছেন। ফলে নিবন্ধটিতে এ ধরনের ঝামেলা আশা করা যায় না। আরও দেখতে পারেন যিনি নিবন্ধটির গুরুত্বপূর্ণ অংশগুলোতে লিখেছেন তার প্রোফাইল। তিনি কেমন মানের ব্যবহারকারী, কতটুকু আস্থাভাজন ইত্যাদি। আশা করি বোঝাতে পেরেছি।
বুঝতে পারলাম, বড় ধরণের গোলমাল হয়ে গেছে। ভবিষ্যতে সচেতন থাকব, এই নিয়ে সন্দেহ নেই। ভুল ধরিয়ে দেওয়া ও ঠিক পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বোধিসত্ত্ব (আলাপ) ১৭:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Please, be cautious! সম্পাদনা

শুভেচ্ছা নিন। আপনার কিছু অবদান সম্পর্কে বলতে চাই যে কোন সম্পাদকের মতামত নেওয়া বা rfc এর জন্য ডাকা ঠিক আছে কিন্তু দয়া করে খেয়াল রাখবেন তা যেন WP:CAN বা WP:Votestacking এর পর্যায় না পরে। ধন্যবাদ, --Buzzzman (আলাপ) ১৮:৪১, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কিছুই বুঝলাম না, Buzzzman ভাই, একটু বুঝিয়ে বললে বুঝতে পারি। বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
  • আরবী বাংলার আলাপ এর সাথে কোন সম্পর্ক নেই। আপানার (যতগুলি আমি পেয়েছি) [১], [২][৩] জন্য আপনাকে বলেছি। কোন কিছুতে খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন কারণ আমার উদ্দেশ্য সেটা ছিল না। ব্যবহারকারী:Jayantanth জনে জনে সকলের আলাপ পাতায় বার্তা দেওয়ার ব্যাপারে যেটি বলেছেন আমি সেটিই আপনাকে বুঝিয়ে বলতে চেষ্ঠা করেছি। যাইহোক ভালো থাকবেন। আমার কোন সাহায্য দরকার হলে আপনার কাছে আসব আর আমার কোন ভুল দেখলে দয়া করে ধরিয়ে দিয়ে বাধিত করবেন। ভালো থাকবেন।--Buzzzman (আলাপ) ০৮:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। Nasir8891-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৮:৫০, ১৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

Buzzzman (আলাপ) ০৮:৫০, ১৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

চমৎকার নতুন সম্পাদক পদক সম্পাদনা

  চমৎকার নতুন সম্পাদক পদক

সঠিক পথে একজন নতুন সম্পাদক
বোধিসত্ত্বদা, আপনি উইকিপিডিয়ার উন্নয়নে যেভাবে শ্রম দিচ্ছেন তা সত্যিই অতুলনীয়। আপনার কাজের প্রতি শ্রদ্ধা প্রদর্শন-পূর্বক আপনাকে এই পদকটি প্রদান করলাম। আশা করি আপনার জাহাজ চিরজীবন এই উইকি বন্দরে নোঙ্গর করা থাকবে :) যুদ্ধমন্ত্রী (আলাপ) ১২:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ নাহিদ ভাই। উইকিতে আপনি যে ভাবে নিরলস ভাবে কাজ করে চলেছেন, সে তুলনায় আমি প্রায় কিছুই করিনি। বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০৫, ২২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

টকব্যাক সম্পাদনা

 
সুপ্রিয়, Bodhisattwa। Khaled0147-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
 
সুপ্রিয়, Bodhisattwa। Khaled0147-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
 
সুপ্রিয়, Bodhisattwa। Khaled0147-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

মতামত সম্পাদনা

সুপ্রিয় বোধিসত্ত্ব, আমার এই আবেদনে আপনার মতামত দেয়ার জন্য অনুরোধ করছি। --Aftab1995 (আলাপ) ১২:২৫, ১০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Anup Sadi সম্পাদনা

প্রিয় Bodhisattwa, ফ্রিডরিখ আডলফ সোর্গে, ফ্রাঁসোয়া রাবলে, চিয়াং চিং, লুডোলফ কাম্পহাউজেন মানুষগুলোর জন্ম মৃত্যু সাল আমার জানা থাকা দরকার; তাদের সম্পর্কে আমার কিছু তথ্য দরকার। এগুলো পাঠকের খুব দরকার বলে মনে হয় না। আমার প্রয়োজনীয় কিছু তথ্য অন্যদেরও জানাতে চাই বিধায় উইকিতে এই নিবন্ধগুলো তৈরি করছি। আমি চাই সেগুলো ধীরে ধীরে উন্নত করতে। সবার কাজের ধরণ এক রকম নয় নিশ্চয়। ভালো থাকুন।--সাদি (আলাপ) ১০:৫০, ১৫ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাক অধিকার সম্পাদনা

 

আপনার আবেদনের ভিত্তিতে আপনাকে রোলব্যাক অধিকার প্রদান করা হয়েছে। আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে অব্যাহতভাবে গঠনমূলক উন্নয়ন, অবদান রাখার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। রোলব্যাকার হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। --Aftab1995 (আলাপ) ১৩:০৭, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রশাসকদের আলোচনাসভা সম্পাদনা

বর্তমানে প্রশাসকদের আলোচনাসভায় বাংলা উইকি-তে ফাইল মুভার নামে একটি ব্যবহারকারী গ্রুপ প্রবর্তনের বিষয়ে আলোচনা রয়েছে। এখানে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ।--প্রত্যয় (স্বাগতম) ১৪:২৯, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিষয় যোগ সম্পাদনা

আপনি নিশ্চয়ই জানেন যে উইকিপিডিয়াতে ব্যবহারকারীরা সেচ্ছ্বাসেবার ভিত্তিতে অবদান রাখেন, আপনার অভিযোগ আমি নিবন্ধগুলো সংক্ষিপ্ত করে লিখেছি, কিন্তু আপনি জানেন কিনা আমি জানিনা উইকিপিডিয়ায় কোনও নিবন্ধই মাত্র একজন ব্যাবহারকারীর দ্বারা পূর্নতা পায় না, বিভিন্ন ব্যবহারকারী বিভিন্ন সময় সম্পাদনা করে এক একটি নিবন্ধকে পূর্নতা দেয় আর আমি তো আপনার উল্লেখিত নিবন্ধগুলি সবে শুরু করেছি মাত্র। আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে। User:Kabir55555

ধন্যবাদ আপনাকে, আমার প্রথমে বিষয়টি বুঝতে ভুল হয়েছিলো। আমরা একসাথে মিলে আমাদের কাজগুলো করতে চাই। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।User:Kabir55555

অপূর্ব কাজ হচ্ছে! সম্পাদনা

বোধিসত্ত্বদা, অপূর্ব কাজ হচ্ছে। বিশেষ করে বৌদ্ধ ধর্মের নিবন্ধগুলো খুবই সুন্দরভাবে গুছিয়ে উঠছে আপনার হাতে। ভালো লাগছে দেখে। তবে একটা অনুরোধ: আমি প্রত্যেকবুদ্ধ নিবন্ধটা খুব আগ্রহ নিয়ে পড়া শুরু করলাম, কিন্তু বেশ গুছিয়ে লেখাসত্ত্বেয় আমি একজন মুসলমান হওয়ার কারণে কিনা জানি না, নিবন্ধটা বা প্রত্যেকবুদ্ধের বিষয়টা বুঝতে পারলাম না। আমার কাছে মনে হলো, এর কারণ হচ্ছে: বৌদ্ধধর্মের নিবন্ধ বৌদ্ধধর্মের দৃষ্টিকোণ থেকে লেখা। আমি ব্যক্তিগতভাবে ইসলাম ধর্মের নিবন্ধগুলোতে সম্পাদনা করলে চেষ্টা করি সেগুলোকে সর্বজনগ্রাহ্য শব্দচয়ন করে করে সর্বজনীনতা নিশ্চিত করতে, যেমন: যেখানে শ্রেফ "আল কুরআন" লেখা আছে, সেখানে আমি লিখি "ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ আল কুরআন", এতে অমুসলিম কেউও তা পড়লে বুঝতে পারে। আবার যেমন: "অমুক ইসলাম ধর্মের একজন নবী" লেখা থাকলে আমি লিখি "অমুক ইসলাম ধর্মমতে ঈশ্বরের (আল্লাহ) একজন বাণীবাহক (নবী)"। আমি ব্যক্তিগতভাবে এভাবে নিবন্ধগুলোকে সবার কাছে বোধগম্য করে তোলার একটা চেষ্টা করি মাত্র - জানিনা তাতে উপকার হয় কিনা সকলের।

আমিও বৌদ্ধধর্ম সম্পর্কে কিছুটা (যৎকিঞ্চিৎ বলাই শ্রেয়) লেখাপড়া করেছি। কঠিন চীবর দান নিবন্ধটা লিখেছিলাম অনেকদিন আগে, দেখতে পারেন কোনো তথ্যগত ভ্রান্তি বা উপস্থাপন সংক্রান্ত ভ্রান্তি আছে কিনা।

আর, সবশেষে, আপনি যেমনটা বললেন:

যে সমস্ত জায়গায় মানুষের পা এখনো কম পড়েছে, হিমালয়ের সেই সব গভীর অঞ্চলে ট্রেকিংয়ের ব্যাপারে আমার রীতিমতো পাগলামো আছে।

আমার বাংলাদেশে ট্রেকিং-এ যাবার পাশাপাশি এবার বোধহয় "মানুষের পা পড়েনি" -এমন বহির্বিশ্বে ট্রেকিং-এ যাবার সময় হলো (আমার ঘুরাঘুরির আদ্যোপান্ত আমি আমার ব্লগে লিখি)। খুব আগ্রহ জানিয়ে রাখলাম আপনার সাথে এবারে ভারতের কোনো অজানা গহীনে ট্রেকে বেরোনোর। এখান থেকে বর্তমানে যারা যায়, আগের ট্রেক করা ট্র্যাকগুলো একটু মাড়িয়ে আসার জন্য যায়। অচীন দেশে অচীন তটে যাবার জন্য রক্তটা যে লাফিয়ে উঠলো। জানিনা দরকারের সময় ভারত সরকার ভিসা দিবে কিনা, তবু আগ্রহ জানিয়ে রাখলাম আপনার সাথে যাবার জন্য। পাহাড়, জঙ্গল বড্ড বেশি টানে... আহা! —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩২, ১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট লঙ্ঘন ট্যাগ: সেলিনা বাহার জামান সম্পাদনা

সেলিনা বাহার জামান পাতায় বেশ অনেক দিন আগে আপনি একটি কপিরাইট লঙ্ঘন ট্যাগ সংযোজন করেছিলেন। নিবন্ধ এবং নির্ধারিত লিংকের নিবন্ধ দুটি পরে পার্থক্য খুজে বের করা সময় সাপেক্ষ। এক্ষেত্রে আপনি যেহেতু জানেন ঠিক কোন অংশে সমস্যা রয়েছে তাই আপনাকে অনুরোধ করবো ঐঅংশটি পুনঃলিখনের মাধ্যমে সংশোধ করতে। অথবা নির্দিষ্ট অংশটি সরাসরি অপসারণ করুন এবং ট্যাগটি সরিয়ে দিন। --নাসির খান সৈকতআলাপ ০৭:৫৪, ৪ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে বোধিসত্ত্ব (আলাপ) ১০:২২, ৪ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কপিরাইট লঙ্ঘন ট্যাগ: খান বাহাদুর মোবারক আলী সম্পাদনা

খান বাহাদুর মোবারক আলী পাতায় বেশ অনেক দিন আগে আপনি একটি কপিরাইট লঙ্ঘন ট্যাগ সংযোজন করেছিলেন। নিবন্ধ এবং নির্ধারিত লিংকের নিবন্ধ দুটি পরে পার্থক্য খুজে বের করা সময় সাপেক্ষ। এক্ষেত্রে আপনি যেহেতু জানেন ঠিক কোন অংশে সমস্যা রয়েছে তাই আপনাকে অনুরোধ করবো ঐঅংশটি পুনঃলিখনের মাধ্যমে সংশোধ করতে। অথবা নির্দিষ্ট অংশটি সরাসরি অপসারণ করুন এবং ট্যাগটি সরিয়ে দিন। আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনুগ্রহ করে আলাপ পাতায় কপিরাইট লঙ্ঘন সংক্রান্ত সমস্যাটি বিস্তারিত লিখলে অন্যান্যদের বুঝতে সহজ হয়। --নাসির খান সৈকতআলাপ ০৮:৪০, ৪ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে বোধিসত্ত্ব (আলাপ) ১০:০৩, ৪ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ভুলবোঝাবুঝির গণ্ডগোল সম্পাদনা

Bodhisattwa, আপনি রোলব্যাক করার ঠিক পরেই আমি রোলব্যাক করেছি। আপনি যখন রোলব্যাক করেন, তখন আমি নিবন্ধটা পড়ছিলাম। পরে আপনার সম্পাদনাসুদ্ধো রোলব্যাক করে ফেলেছি (হেঁ হেঁ)। ক্ষমাপ্রার্থী।---খালেদ (আলাপ) ১৮:৩৭, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ সম্পাদনা

ভাল নিবন্ধের প্রস্তাবনা থেকে আপনি যে চারটি নিবন্ধের কথা উল্লেখ করেছেন, সেই চারটি মূলত আমারই সম্পাদনা। উইকিপিডিয়ার নিয়ম অনুসারে, আমি এগুলিকে নিজে ভালো নিবন্ধে উন্নীত করতে পারি না। অন্য কোনো সম্পাদক দেখে এগুলির তথ্য যাচাই ইত্যাদি করে যদি উন্নীত করে, তবেই হবে। আপনি ইদানীং উইকিপিডিয়ায় অনেক কাজ করছেন। এই কাজ আপনিও করতে পারেন। প্রশাসকেরা আপনাকে সাহায্য করবেন, আশা করি। --অর্ণব দত্ত (আলাপ) ০৭:৫৩, ১৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এখানে বেশ গুছিয়ে লেখা আছে, সমস্যা হবার কথা না। সমস্যায় পড়লে আমরা তো আছিই। একটা একটা নিবন্ধ ধরে ধরে পর্যালোচনা শুরু করে দিন - কাজের কাজই একটা হবে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩০, ১৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কিছু তথ্য প্রয়োজন সম্পাদনা

বোধিসত্ত্বদা, নামগুলো সংশোধন করায় ধন্যবাদ :) আমি মহাভারতের চরিত্রগুলোর নাম সম্পর্কে তেমন পরিচিত নই। কিন্তু যতুদূর জানি জরসন্ধ বৃহদ্রথের পুত্র ছিলেন কিন্তু উইকির নিবন্ধ কিন্তু তা বলছে না। আপনি যদি জানেন দয়া করে জানাবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৪৪, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ ভাই, আপনি ঠিকই বলেছেন। জরাসন্ধ বৃহদ্রথের পুত্র ছিলেন। মহাভারতে তাই লেখা আছে। আমার মনে হয়, ইংরেজী উইকিতে পৌরাণিক কাহিনী সম্বন্ধে অনেক সময় সঠিক তথ্য দেওয়া থাকছে না। এর কারণ হল, যে বই বা ওয়েবসাইট থেকে তথ্য দেওয়া হচ্ছে, সেগুলিতে অনেক সময় ভুল তথ্য রয়েছে। কিন্তু বাতিল করাও মুশকিল। ঐ বইগুলিতে কেন ওরকম তথ্য রয়েছে, সেগুলি যাচাই করা দরকার। এরকম আমি আগেও লক্ষ্য করেছি। আমাদের একটু সাবধানে থাকতে হবে। বোধিসত্ত্ব (আলাপ) ২২:০৩, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
মহাভারতের ঐতিহাসিকতা প্রতিষ্ঠিত নয়। মানে বলতে চাইছি, বৃহদ্রথ, জরাসন্ধ, কৃষ্ণ, অর্জুন এরা ঐতিহাসিক চরিত্র কিনা তা জানা যায় না। কিন্তু ব্যাপার হচ্ছে, প্রতিটি দেশেই ইতিহাস ও পুরাণকে গুলিয়ে দেওয়ার মতো লোকের অভাব নেই। আমাদের এখানেও তাই। অনেকে রামকে ঐতিহাসিক চরিত্র বলে অযোধ্যায় দাঙ্গা পর্যন্ত করেছে, কিন্তু আদৌ রাম বলে কোন ঐতিহাসিক ব্যক্তি ছিল কিনা তা কিন্তু কেউ জানে না। ইংরেজী উইকিতে লিখেছে, বৃহদ্রথ রাজবংশ মগধের প্রথম সাম্রাজ্য। কিন্তু এটা কতটা সত্য আমি জানি না। যে বইয়ে এটি লেখা আছে, সেটিও কতটা নির্ভরযোগ্য তাও জানি না। বোধিসত্ত্ব (আলাপ) ২২:১৪, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আসলে মহাভারতের ঐতিহাসিকতা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। এটি অবশ্যই একটি ঐতিহাসিক গ্রন্থ, এখন এ গ্রন্থের চরিত্রগুলো বাস্তবে ছিল কি ছিল না সেটি আমাদের বিষয় নয়। অন্যান্য সকল জায়গায় ইভেন উইকির অন্যান্য নিবন্ধেও জরাসন্ধকে বৃহদ্রথের পুত্র বলা হয়েছে (আমিও তাই জানি) কিন্তু বৃহদ্রথ নিবন্ধটি অনুবাদ করতে গিয়ে একটু খটকা লাগল। কারন সেখানে অন্যরকম করে বর্ননা করা হয়েছে। যাইহোক, বেশিরভাগ গ্রন্থেই উল্লেখ রয়েছে বৃহদ্রথই মগধ সামা্রাজ্য প্রতিষ্ঠা করেন সুতরাং আমরা এটিকেই গ্রহন করা ভালো। আর দু:খিত দেরি হওয়ার জন্য বার্তাটি খেয়াল করিনি। ভালো থাকবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১২, ২৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

জ্যোতির্লিঙ্গ বিতর্ক সম্পাদনা

বোধিসত্ত্ববাবু, আপনি ঠিকই ধরেছেন। ঘুশ্মেশ্বর ও ঘৃষ্ণেশ্বরের মধ্যে কোনটি ১২ নং জ্যোতির্লিঙ্গ তা নিয়ে মতান্তর আছে। দুটি মন্দিরের কর্তৃপক্ষই নিজেদের মন্দিরকে জ্যোতির্লিঙ্গ বলে দাবি করে। আমার মনে হয়, যেহেতু উইকিপিডিয়া একটি তথ্যভাণ্ডার, সেহেতু বিতর্কের কথা উল্লেখ করে দুটি মন্দির সম্পর্কেই নিবন্ধ থাকা ভাল। এব্যাপারে কোনটি জ্যোতির্লিঙ্গ আর কোনটি জ্যোতির্লিঙ্গ নয়, তা উইকিপিডিয়ার বিচার করতে যাওয়া অনাবশ্যক। --অর্ণব দত্ত (আলাপ) ০৬:১৩, ২৪ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নতুন মন্তব্য যোগ করুন সম্পাদনা

"নতুন মন্তব্য যোগ করুন" - এটা ঠিক করুন জনাব। ক্লিক করলে নাহিদসুলতানের পেজে চলে যায়। :) - Ashiq Shawon (আলাপ) ২০:০৪, ১৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

হুম; ঠিক হয়েছে। কাট-কপি-পেষ্টের বিষয়ে সতর্ক হতে হবে - আপনার/আমার দু'জনেরই। :) - Ashiq Shawon (আলাপ) ২০:২৯, ১৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

উচ্চারণগত ভ্রান্তি সম্পাদনা

ভূগোলবিদ চিত্রটির শিরোনামের 'দ্যা'-কে আপনি 'দ্য' করেছেন; কিন্তু ঠিক বুঝতে পারিনি এর কারনটি। ভারতের উচ্চারণের সাথে বাংলাদেশে উচ্চারণগত কিছু পার্থক্য আছে - অর্থ একই বোঝালেও। আর যদি মূল ছবির শিরোনামের কারনে করে থাকেন তাহলে পুরো নামটিই জবে 'ডি জিওগ্রাফ', যা ইংরেজীতেও গ্রহণ করা হয়নি। শিরোনাম পাল্টানোর পূর্বে দয়া করে আলাপ পাতায় এই বিষয়ে কিছু বলবেন। যেহেতু তেমন কিছু পেলাম না, তাই আমি নিবন্ধটিকে পুরানো শিরোনামেই স্থান্তান্তরিত করছি। ধন্যবাদ। -

ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৯:৩০, ১৮ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

পরিমার্জন সম্পাদনা

দাদা, আমি আপনার লেখা নিবন্ধগুলোর বাক্যরীতি কিছু কিছু ক্ষেত্রে পরিমার্জন করি। এতে যদি আপনি মনোক্ষুন্ন হন বা কোনো সমস্যাবোধ করেন তবে অতি-অবশ্যই জানাবেন। আপনার অসাধারণ সব-কাজের জন্য ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৯:২৯, ১৮ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

মনঃক্ষুণ্ণ হওয়ার কোন প্রশ্নই নেই। উইকিতে সকলে মিলেই তো সমৃদ্ধ করেন। আমার তৈরী করা নিবন্ধগুলিকে অবশ্যই পরিমার্জন করবেন। নিবন্ধ তৈরীর পর অনেক ভুল ত্রুটি নজর এড়িয়ে যায়। আপনার সংশোধনগুলির পর সেগুলি পূর্ণতার দিকে এগিয়ে যায়। সংশোধনগুলির জন্য অনেক ধন্যবাদ নেবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
"Bodhisattwa/বার্তাসংকলন ০১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।