ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০২১

সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ২ বছর পূর্বে "অপসারণ প্রসঙ্গে" অনুচ্ছেদে

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

পাতা অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

আশিক ভাই, ১০০১ ইনভেনশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ইবন আল-হায়থাম পাতাটি অপসারণ করার কারণ জানতে পারি কি। উল্লেখ্য নিবন্ধ টি ইতিমধ্যে রমজান এডিটাথনে গৃহীত হয়েছিলো, ধন্যবাদ --  —শাকিল হোসেন আলাপ ১১:০৩, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণ করার সময় জানিয়েছি - আড়ষ্ট/অগ্রহণযোগ্য অনুবাদ হওয়ায় নিবন্ধটি অপসারিত হয়েছে। এমতাবস্থায়, ঠিক কী কারণে একটি আড়ষ্ট / অগ্রহণযোগ্য অনুবাদ গৃহীত হয়েছিলো - সেসম্পর্কে আসলে আমার জানা নেই, এবং, এটি নিয়ে আমার কোনো বক্তব্যও নেই। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১১:১৪, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমার মনে হয়নি বা এখনো হচ্ছে না নিবন্ধ টিতে আড়ষ্ট / অগ্রহণযোগ্য অনুবাদ ছিল। যদি এতটাই অগ্রহণযোগ্য ছিল তাহলে আপনি আমাকে আলাপ পাতার মাধ্যমে জানাতে বা পরামর্শ দিতে পারতেন ঠিক কোথায় সমস্যা বা কি ঠিক করতে হবে। অথবা আমার ব্যবহারকারী নামস্থানে স্থানান্তর করে দিতে পারতেন। আড়ষ্ট / অগ্রহণযোগ্য অনুবাদের কারণে কোন নিবন্ধ অপসারণ আমার জন্য অপমানজনক বলেই আমি মনে করছি, ধন্যবাদ ভালো থাকবেন —শাকিল হোসেন আলাপ ১১:৫১, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: ফেরত আনা হয়েছে। দয়া করে নিবন্ধে কোন সমস্যা থাকলে ঠিক করে ফেলুন।
@Ashiq Shawon ভাই, আপনি এটি করতে পারেন না। আপনি হুট করেই নিজের ইচ্ছামত নিবন্ধ অপসারণ করতে পারেন না। নিবন্ধ প্রণেতা উইকিতে সক্রিয়, আপনি তো তাকে জানাতে পারতেন। নিবন্ধের সমস্যা দেখিয়ে দিতে পারতেন। তা না করে করে আপনি আপনার ইচ্ছামত মুছে দিলেন। কোনরূপ আলোচনা দূরে থাক, তাঁকে কোনরূপ সুযোগও দিলেন না। আপনি কি আমাকে ব্যাখ্যা দিতে পারবেন নিচের কোন বাক্যগুলি যান্ত্রিক:
১০০১ ইনভেনশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ইবন আল-হায়থাম আহমেদ সালিম পরিচালিত ওমর শরিফ অভিনীত ২০১৫ সালের একটি অ্যানিমেটেড চলচ্চিত্র। এটি শরিফের চূড়ান্ত চলচ্চিত্র।
চলচ্চিত্রটি ১০০১ ইনভেনশন দ্বারা নির্মিত হয়। এই ব্রিটিশ সংগঠনটি ইসলামি স্বর্ণযুগের সাফল্য প্রচারের লক্ষ্যে কাজ করে। চলচ্চিত্র এবং প্রদর্শনী উভয়ই ইউনেস্কো দ্বারা পরিচালিত আন্তর্জাতিক আলোর বছর উদযাপনের জাতিসংঘের প্রচারণার সাথে সামঞ্জস্য পূর্ণ করার জন্য তৈরি করা হয়েছিল।
চলচ্চিত্রের মধ্যে, শরীফের চরিত্রটি তার নাতনিকে হাসান ইবনে আল-হাইসাম সম্পর্কে একটি চ্যালেঞ্জিং হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টে তৈরিতে সহায়তা করেন। হাসান ইবনে আল-হাইসাম একাদশ শতাব্দীর একজন পণ্ডিত যিনি আলোকবিজ্ঞান এবং চাক্ষুষ উপলব্ধির নীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।
এমনকি যান্ত্রিকতা থাকলেও আপনি কেন নিজে তা ঠিক করে দিলেন না? প্রশাসকের কাজ কি কেবল অপসারণ করা? আপনার কাজটা কর্তৃত্ববাদী মানসিকতার সামিল বলে মনে হল (ইচ্ছা হল মুছে দিলাম এমন)। আপনার কাজটি উৎসাহ দেয়া তো দূরে থাক, এমন কাজ হলে তা উইকিপিডিয়ানদের উইকি ছেড়ে যেতে বাধ্য করবে। দয়া করে ভবিষ্যতে লক্ষ্য রাখুন। ধন্যবাদ। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৫, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
দয়া করে আমাকে ব্যাখ্যা দিন কেন ওয়াজিব নিবন্ধ মুছে ফেলেছেন? এটা ইসলামের গুরুত্বপূর্ণ নিবন্ধ। এটায় কি ভুল তথ্য ছিল? তবে নিজে কেন তা ঠিক করলেন না?
দয়া করে আমাকে ব্যাখ্যা দিন কেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০১৯ নিবন্ধ মুছে ফেলেছেন? নিবন্ধটা একজন নতুন ব্যবহারকারী চলমান এডিটাথনের অংশ হিসেবে তৈরি করেছেন। সম্ভবত কাজ চললাম। এমনকি ৪৮ ঘণ্টাও পার হয়নি। নাকি প্রশাসক বলে প্রশাসকরা উইকিপিডিয়া:নতুন নিবন্ধ টহল নীতিমালার ঊর্ধ্বে? --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩১, ৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
প্রিয় @আফতাব, উইকিতে কেউই নীতিমালার উর্ধে নয়; কাজেই সকলেরই জবাবদিহিতা থাকবে এবং এটিই স্বাভাবিক। ১. ১০০১ ইনভেনশন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ইবন আল-হায়থাম নিবন্ধের অধিকাংশ লাইনেই যান্ত্রিক/আড়ষ্ট অনুবাদ রয়েছে; যেমন: এটি শরিফের চূড়ান্ত চলচ্চিত্র। - এধরণের কোনো বাক্য শুদ্ধ নয় - ব্যাকরণগতভাবে এবং ব্যবহারগতভাবেও। ২. লাইন বাই লাইন নিবন্ধ সংশোধন করতে হলে সেধরণের নিবন্ধের সংযোজনের যৌক্তিকতা শূণ্য। ৩. ওয়াজিব নিবন্ধটি পরীক্ষামূলক নিবন্ধের পাশাপাশি উইকিপিডিয়ায় থাকা নিবন্ধের সাধারণ অবয়ব এবং সৌষ্ঠব ধারণ করে না। পুরো নিবন্ধে অর্ধবোধক কেবল ২টি বাক্য আছে; অবশিষ্ট সকল বাক্যই একটি বাক্যকে ভগ্নাংশ করে লিখিত। এধরণের নিবন্ধ উইকির মানোন্নয়নের বিপরীতে পাঠককে নিরুত্সাহী করার পাশাপাশি ঋণাত্মক মতামত দিতে আগ্রহী করে তোলে। ৪. জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০১৯ নিবন্ধটি পুরোপুরি খালি ছিলো এবং তাতে যেই তথ্যছক ছিলো সেটিও অনুবাদ করা হয়নি - সরাসরি কপি করে এনে পেস্ট করে দেয়া। এছাড়াও, নিবন্ধটিতে কাজ চলছে ট্যাগ লাগানোও ছিলো না - বরং, বেশ কিছুটা সময় তা সম্পাদনাহীন অবস্থায় ছিলো বিধায় অপসারণ করা হয়েছে। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ০৩:১৬, ৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
এই যে আমাকে বাক্যগুলি দিলেন, হুট করে মুছে না দিয়ে এই বাক্যগুলি কি নিবন্ধের আলাপ পাতায় প্রণেতাকে জানালে ভালো হত না? নিবন্ধের আলাপ পাতা আছে কেন তবে! আরো ভালো হত যদি নিজে ঠিক করে দিতেন। আমি এত আলোচনায় আসতাম না যদি নিবন্ধ প্রণেতা সক্রিয় না থাকত। তিনি সক্রিয় আছেন, তাকে জানান, কি সমস্যা তুলে ধরুন, সুযোগ দিন। মোটকথা এভাবে নিবন্ধটি অপসারণ একদম সঠিক হয় নি।
আমি জানি না আপনি কোথায় দুই লাইন দেখেছেন, আমি ছয় লাইন দেখছি। এখানেও একই কথা, বাক্য সমস্যা থাকলে ঠিক করে দিন, বা আলাপ পাতায় বলুন। নিবন্ধের উন্নতি ঘটান, অপসারণ সমাধান নয়। কোন নীতিমালা আওতায় এটা অপসারণযোগ্য তাও বোধগম্য হয়নি। উপরের মত একই কথা, এটা অপসারণ সঠিক হয়নি।
বাংলা উইকির বহু নিবন্ধে সমস্যা রয়েছে। আমি বলি না আপনি একা সব ঠিক করুন। কিন্তু এভাবে অপসারণ না করে (যা মোটেও সঠিক হয়নি), নিবন্ধ সংশোধন করে নিবন্ধ রক্ষার চেষ্টা করুন। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:২৫, ৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০২:২৯, ৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মনিরত্ন মুখোপাধ্যায় পাতা অপসারণের তীব্র প্রাতবাদ জানাচ্ছি ৷ অন্তত ২০টা রেফারেন্স Link etc থাকার পরও অপসারণ করা হয়েছে মাত্র একটা সমর্থনের ভিত্তিতে ।পাতাটি ক্রমশ নিয়মিত উন্নত ও সম্প্রসারিত করা হচ্ছিল ৷ দ্রুত ফেরানো হোক ৷ update করে দেওয়া হবে ৷ Dr. Bir (আলাপ) ২৩:৩৭, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মণিরত্ন মুখোপাধ্যায় পাতা অপসারণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ অন্তত ২০টা রেফারেন্স Link etc থাকার পরও অপসারণ করা হয়েছে মাত্র একটা সমর্থনের ভিত্তিতে ।পাতাটি ক্রমশ নিয়মিত উন্নত ও সম্প্রসারিত করা হচ্ছিল ৷ দ্রুত ফেরানো হোক ৷ update করে দেওয়া হবে ৷ Dr. Bir (আলাপ) ২৩:৩৭, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি) Dr. Bir (আলাপ) ২৩:৪০, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতায় সম্পাদনা

@Ashiq Shawon জনাব, আজকের নির্বচিত ছবি নেই। -- ━ কুউ পুলক (আলাপ) ০৬:১০, ৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  প্রশাসকের পদক
আপনার নিবন্ধন গুলো দেখলাম খুব । আপনার কাজ গুলো খুব চমৎকার। YasinAli7Khira (আলাপ) ১৭:০৭, ১৪ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মাসুদুল হক নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

মাসুদুল হক বাংলাদেশের একজন উল্লেখযোগ্য ব্যাক্তি। নিবন্ধটি কি পুনরায় প্রকাশ করা সম্ভব। তার সম্পর্কে যথেষ্ট তথ্য আছে। তিনি শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব। তুষার শুভ্র বসাক (আলাপ) ০৭:০৪, ১ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করে যে-কোনো নিবন্ধ লিখতে পারেন; নীতিমালার ব্যত্যয় ঘটলেই কেবল তা অপসারণ করা হয়। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৫:৩৬, ৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কেন সম্পাদনা

apni amar nibondho miche felechen keno? আহমেদী জাওয়াদ (আলাপ) ০৭:৩৮, ২৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রতিটি নিবন্ধ মুছে ফেলার সময় সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা থাকে - সেখানেই কারণটি দেখতে পাবেন। এবং, আরেকটি কথা, এটি বাংলা উইকিপিডিয়া; দয়া করে এখানে বাংলায় মন্তব্য করুন। ধন্যবাদান্তে: -- Ashiq Shawon (আলাপ) ১৭:১৭, ২৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

২০০৬ সালে একুশে পদক কে পায়? সম্পাদনা

একুশে পদক বিজয়ী, ২০০৬ সালে সাহিত্যে পুরুস্কার পান মরহুম অধ্যাপক মো নুরুল ইসলাম। উইকিপিডিয়ার লিংক: https://bn.wikipedia.org/wiki/%E0%A6%8F%E0%A6%95%E0%A7%81%E0%A6%B6%E0%A7%87_%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE_(%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%A6%E2%80%93%E0%A7%A6%E0%A7%AF) এ যে মোঃ নূরুল ইসলাম এর নাম আছে তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর। তার ঠিকানা ইউনিয়নঃ বিদ্যানন্দপুর, উপজেলাঃ মেহেন্দিগঞ্জ, জেলাঃ বরিশাল। তিনি একজন অর্থনীতিবিদ। আর ২০০৬ সালে সাহিত্যে একুশে পদক পায় মরহুম অধ্যাপক মো। নূরুল ইসলাম (মরণোত্তর)। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। এ ভুলটা কিভাবে সংশোধন করা যায়। আমি রংপুরের এ সাহিত্যিকের বিষয়ে একটা নিবন্ধন লেখতে চাই। মতামত জানাবেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১১:০৪, ২৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনি যেভাবে নিবন্ধটি লিখেছেন, তা ঠিক আছে; কেবল তথ্যসূত্রগুলো ঠিক করে দিন। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৫:৩৪, ২৮ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুরক্ষা উঠিয়ে নেওয়ার অনুরোধ সম্পাদনা

@Ashiq Shawon:, শাওন ভাই, সেনাবাহিনী প্রধান (শ্রীলঙ্কা) এটার সুরক্ষা উঠিয়ে নেওয়া উচিৎ যাতে করে সবাই সম্পাদনা করতে পারে, সেনাপ্রধান পরিবর্তিত হলে তখন সম্পাদনা কেউ না করলে নিবন্ধটি অবহেলায় পড়ে থাকবে। লক্ষ্য করুন শাওন ভাই নিবন্ধটি সুরক্ষিত, সবাই সম্পাদনা করতে পারেনা, সম্পাদনার পর 'অমীমাংসিত সম্পাদনা' রয়ে যায়। নাসিম মিজান (আলাপ) ১৩:৪০, ৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এই পাতাটিতে অতিরিক্ত ধ্বংসপ্রবণতার কারণে মাত্র ২ দিনের জন্য একেবারেই মৃদু সুরক্ষা (অর্ধ এবং স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারী সম্পাদনা করতে সক্ষম) দেয়া আছে। এটি কিছু সময়ের মধ্যে এমনিতেই উঠে যাবে। আরেকটি বিষয়, আপনি সম্পাদনা করতে পারবেন - পরে কোনো প্রশাসক বা এটি সম্পাদনা করতে সক্ষম এমন কোনো ব্যবহারকারী তা নিশ্চিত হিসাবে অনুমোদন দিলে আপনার নামেই সম্পাদনাটি নিবন্ধে যুক্ত হয়ে যাবে। 'অমীমাংসিত সম্পাদনা' পরবর্তীতে পেট্রোল দেয়ার সময় অভিজ্ঞ ব্যবহারকারীরা অনুমোদন দিয়ে দেয়; ভয়ের কিছু নেই। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৩:৫০, ৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণ সম্পাদনা

আমার তৈরী তানজং কাতং নিবন্ধটি অপসারণ করলেও আমাকে জানাননি। যদিও অপসারণের আগে জানানো উচিত ছিল। দুঃখজনক! যাই হোক, নিবন্ধটা কয়েক লাইন অনুবাদ করার পর ব্যস্ততার কারণে সেটার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম (যদিও আমি ৭২ ঘন্টার নীতিমালা সম্পর্কে অবগত ছিলাম)। এখন অবসর পেয়ে সেটা সম্প্রসারণ করতে এসে দেখি আপনি অপসারণ করেছেন। নিবন্ধটা ফিরিয়ে দিন, সম্প্রসারণ করতে চাই।Szilard (আলাপ)

নিবন্ধ অপসারণ করা হয়েছে সৃষ্টির ৭ দিন পর - ২৫ জুন তারিখ মাত্র ৮'শ বাইট লেখা নিবন্ধ ৩ জুলাই অপসারণ করা হয়েছে নিয়ম মেনে; একাধিক ত্রুটি : তথ্যসূত্রহীন, অতিক্ষুদ্রাকৃতি, পরীক্ষামূলক ইত্যাদি বহুবিধ কারণ একটি নিবন্ধে থাকায়। পরীক্ষামূলক সম্পাদনা করার জন্য নিজের খেলাঘর থাকার পরও মূল নামস্থানে নিবন্ধ লেখলে তা নীতিমালা অনুসারেই অপসারণ করা হয়; কারো ব্যক্তিগত সুবিধা অসুবিধা অনুসারে উইকিপিডিয়ার নীতিমালার অপব্যবহার কাম্য নয়। আশাকরি ভবিষ্যতে বিষয়টি লক্ষ রাখবেন। - Ashiq Shawon (আলাপ) ১৪:৫৭, ১৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Szilard: আশিক ভাই ফিরিয়ে এনেছেন। পরামর্শ: {{কাজ চলছে}} ট্যাগ লাগাতে ভুলবেন না। বা আপনার খেলাঘরে কাজ সম্পন্ন করে নিবন্ধ বানাতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৫, ১৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: নিবন্ধটি যে ফিরিয়ে আনা হয়েছে সেটা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আপনার মত দায়িত্বজ্ঞানসম্পন্ন প্রশাসকের কারণেও মাঝে মাঝে এখানে অবদান রাখার তাগিদ অনুভব করি। আপনার পরামর্শগুলো মনে থাকবে৷ অসংখ্য ধন্যবাদ।Szilard (আলাপ) ১৮:৩১, ১৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স সম্পাদনা

আপনি নিবন্ধটি ফেরত আনুন। আমি ঠিক করে দেব। অনুপম দত্ত (আলাপ) ১৩:৪৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে মেশিন/যান্ত্রিক অনুবাদ করবেন না - নিবন্ধের সংখ্যা বৃদ্ধির চেয়ে নিবন্ধের গুণগত মানের দিকে জোর দেয়া হয় উইকিপিডিয়ায়। - Ashiq Shawon (আলাপ) ১৭:১৫, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আব্দুল গফুর বরিশালী (রহ.) অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

এটি কেন অপসারণ করা হলো??আমি কি জানতে পারি?? আমি তো সব নিয়ম কানুন মেনেই এটি প্রস্তুত করেছিলাম। তাহলে কেন অপসারণ করা হলো?? M Ubayedullah Ahrar Tamim (আলাপ) ০৩:১১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ায় যেকেউ চাইলেই যেকোনো বিষয়ে নিবন্ধ তৈরি করতে পারেন না; নিবন্ধের কিছু গুণগত মান থাকতে হবে, তাহলেই কেবল তা উইকিপিডিয়ায় থাকার যোগ্য। আপনার আলাপ পাতায় উইকিপিডিয়া অভ্যর্থণা কমিটির পক্ষ হতে দেয়া স্বাগতম বার্তায় কিছু নিয়ম কানুনের কথা বলা হয়েছে - আগে সেগুলো পড়ুন। আপনার লেখা নিবন্ধটি উল্লেখযোগ্যতার সাধারণ নিয়ম পূর্ণ করেনি বিধায় তা মুছে ফেলা হয়েছে (দ্রুত অপসারণ প্রস্তাবণার প্রেক্ষিতে)। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ২০:১২, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণের জন্য ধন্যবাদ সম্পাদনা

পরিবেশবাদ পাতাটি অপসারণের জন্য ধন্যবাদ। প্রথমে ভেবেছিলাম এটি নিয়ে কাজ করব। কিন্তু এখন ব্যস্ততার জন্য সম্ভব হচ্ছে না। অপসারণ করতে পারছিলাম না। যেহেতু এ ধরনের খালি পাতা কদিন পর উইকিপিডিয়া থেকেই অপসারণ করে দেয়া হয় তাই আর চেষ্টা করিনি।Naznin S. Niti (আলাপ) ০৫:৫১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এমনটি হলে কাজ চলছে ট্যাগ সরিয়ে ফেলবেন এবং ওপরে ডান পাশে থাকা টুইংকেল থেকে দ্রুত অপসারণ করার প্রস্তাবনা দেবেন একজন লেখক নিবন্ধটি মুছে ফেলতে চেয়েছেন অপশন হতে। নিবন্ধ সকল ব্যবহারকারীর পক্ষে মুছে ফেলা সম্ভব নয়; এটি কেবল প্রশাসনিক কাজ করতে পারেন - এমন সম্পাদকগণের পক্ষে সম্ভব। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ২০:০৭, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আব্দুল গফুর বরিশালী (রহ.) পৃষ্ঠা অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

ভাই, কেন পেজটা বার বার অপসারণ করছেন? প্রশ্ন করলেও কোনো উত্তর দিচ্ছেন না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তা সংশোধন করে নিবো।ভুলটা কী তা তো বলবেন।তাও তো বলেন না।শুধু পেজটা ডিলেইড করে দেন। তাহলে আমাদের কী উত্তর জানার কোনো অধিকার নেই??

M Ubayedullah Ahrar Tamim (আলাপ) ০২:৩৭, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)মুহাঃ উবাইদুল্লাহ আহরার তামিমউত্তর দিন
উত্তর দেয়া হয়েছে - আপনি কেন খুজে পাচ্ছেন না, তা বোধগম্য নয়! উল্লেখযোগ্যতার শর্ত পূরণ না-করলে কোনো নিবন্ধই উইকিপিডিয়ায় থাকে না। আপনার আলাপ পাতা এবং আমার আলাপ পাতায় জানানো হলো। - Ashiq Shawon (আলাপ) ২৩:১২, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities সম্পাদনা

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণ সম্পর্কে সম্পাদনা

@Ashiq Shawon: আপনি কোন পূর্ব আলোচনা ছাড়াই সরাসরি "G1 , Nonsense " টাইপ নিবন্ধ অভিযোগ এনে নোয়াখালী বিভাগ চাই আন্দোলন নিবন্ধটি অপসারণ করেছেন। একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত ও বহুল আলোচিত এ আন্দোলনটি বহুদিন ধরে হয়ে আসছে। এক্ষেত্রে আন্দোলনটি সম্পর্কে প্রাথমিক তথ্য উইকিপিডিয়ায় থাকা উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার আওতাভুক্ত। কিন্তু আপনার 'WP:স১ মূল পাতা: উইকিপিডিয়া:স্পষ্টত অর্থহীন এমন পাতা যাতে স্পষ্টত অপ্রাসঙ্গিক, অবোধগম্য এবং অর্থহীন শব্দ বা শব্দসমষ্টি বিদ্যমান। তবে নিম্মমানের সম্পাদনা, দলীয় বক্তৃতা, অশ্লীল মন্তব্য, ধ্বংসপ্রবণতা, কাল্পনিক তথ্য, বাংলা ব্যতীত অন্য ভাষায় লেখা তথ্য, নিম্মমানের অনুবাদ, অসম্ভাব্য তত্ত্ব, গুজব এই ধারার আওতায় পড়ে না। এটি ব্যবহারকারী খেলাঘর বা ব্যবহারকারীর নামস্থানের অন্য পৃষ্ঠাগুলির ক্ষেত্রেও প্রয়োগ হয় না। সংক্ষেপে, যদি আপনি এটি বুঝতে পারবেন, কখন স১ প্রযোজ্য হবে না।'

ধারা দিয়ে অপসারণ যৌক্তিক কিভাবে? Nazrul Islam Nahid Majumder (আলাপ) ১৬:১০, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)Nazrul Islam Nahid Majumder Nazrul Islam Nahid Majumder (আলাপ) ১৬:১১, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রথমতঃ উইকিপিডিয়া নিরপেক্ষতায় বিশ্বাসী। আপনি ৬ বছরের অধিক পুরাতন ও যথেষ্ট তথ্যূত্র থাকা কুমিল্লা বিভাগ নিবন্ধটিতে একাধিকবার দ্রুত অপসারণ ট্যাগ বসিয়েছেন কোনোরূপ কারণ বর্ণনা না-করেই, কেবল আবেগের বশে - যা প্রমাণ করে আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ হতে এখানে সম্পাদনা করছেন না। দ্বিতীয়তঃ পূর্বোক্ত নিবন্ধটি মুছতে না-পেরে এবং অভিজ্ঞ সম্পাদক কর্তৃক আপনার ট্যাগ সরিয়ে ফেলায় আপনি বাস্তবে নেই এমন একটি বিভাগ (নোয়াখালী বিভাগ) নিয়ে নিবন্ধ রচনা করেছেন - কুমিল্লা নিবন্ধটির বিপরীতে; রাগ বা ক্ষোভ বশতঃ; যা উইকিপিডিয়ার নীতির পরিপন্থী। তৃতীয়তঃ নোয়াখালী বিভাগ চাই আন্দোলন কোনো বিশ্বকোষীয় ভূক্তি নয়; এটি কেবল একটি স্থানীয় প্রত্যাশা। উল্লেখ্য যে, তথ্যসূত্র থাকলেই কোনো বিষয় উল্লেখযোগ্য হয় না - যেমন, যেকোনো এলাকার স্থানীয় জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা সম্পর্কিত প্রচুর সংবাদ বিভিন্ন মাধ্যমে দেখা গেলেও তারা জাতীয় বা আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য হয়ে যাবে না। চতুর্থতঃ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-স্থানীয় দাবী দাওয়া নিয়ে যত দীর্ঘ সময়ই আলোচনা করা হৌক - তা বিশ্বকোষীয় হবে না, যদি না তার বৈশ্বয়িক প্রভাবে থাকে; যেমনঃ সারের দাবীতে আন্দোলনে বৈশ্বয়িক বিষয় যুক্ত নয়; কিন্তু, কার্বন নিঃসরণ কমাও আন্দোলন গুরুত্বপূর্ণ। আপনি আগে উল্লেখযোগ্যতা এবং কোন বিষয়ে নিবন্ধ লেখা উচিত তা বুঝুন - আলাপ পাতায় অভ্যর্থণা কমিটির দেয়া বার্তায় তা পাবেন; সাথে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী সম্পর্কেও জানুন। আরেকটি বিষয়, ব্যক্তিগত যোগাযোগে সাধারণ ভদ্রতা বজায় রাখবেন। উল্লেখ্য, উল্লেখিত নিবন্ধটিতে কারণ উল্লেখপূর্বক 'দ্রুত অপসারণ' ট্যাগ লাগানো ছিলো এবং তা একজন অভিজ্ঞ সম্পাদক কর্তৃক প্রদত্ত ছিলো যা সুবিবেচনা প্রসূত ছিলো বিধায় নিব্ধটি অপারণ করা হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ১৬:৫৯, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১ সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চিত্র সম্পর্কিত প্রশ্ন সম্পাদনা

সুধী, আমি জানি কারো মুক্ত চিত্র থাকলে তার অমুক্ত চিত্র আপলোড দেওয়া যাবে না। কিন্তু Rosemary Clooney নিবন্ধে এবং এর বাংলা (রোজ-ম্যারি ক্লোনি) নিবন্ধে দিব্যি অমুক্ত চিত্র দেখা যাচ্ছে। এটি কি উইকির নিয়ম বহির্ভুত নয়? --  কুউ পুলক    ২০:১০, ২০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জ্বি, আপনি সঠিক জানেন। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে অমুক্ত চিত্র ব্যবহার করা হয় - বিশেষতঃ মৃত ব্যক্তি এবং যাদের চিত্র না-পাওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আর, এই নিবন্ধের ক্ষেত্রে (সম্ভবতঃ) ইংরেজিতে থাকায় তা অনুবাদের ফলে বাংলায়ও দেখা যাচ্ছে। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ২০:১৭, ২০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

ব্যবহারকারী আলাপ:Alamin01bd পাতাটি ব্যবহারকারী অনিবন্ধিত বলে অপসারণ করেছেন দেখলাম। আসলে ব্যবহারকারী নিবন্ধিত। তাই পাতাটি পুনরুদ্ধারের অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:০৮, ২৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

করা হলো। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১০:১১, ২৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০২১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।