ব্যবহারকারী আলাপ:Aishik Rehman/সংগ্রহশালা ০

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "অপব্যবহার?" অনুচ্ছেদে

ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি সম্পাদনা

শুভেচ্ছা নিন। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৬, ১৪ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি সম্পাদনা

শুভেচ্ছা নিন। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৯, ১৫ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তর ভাবে পাতা অপসারণ লগ দেবো কিভাবে সম্পাদনা

আমি টুইংকল এর মাধ্যমে একটি পাতা অপসারণ লগ দিব কিভাবে স্থানান্তর ভাবে Skh sourav halder (আলাপ) ০৩:২৮, ২৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমিনুর রহমান সুলতান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আমিনুর রহমান সুলতান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আমিনুর রহমান সুলতান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪৭, ২৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ সম্পাদনা

প্রির, আপনার অনুবাদকৃত নিবন্ধসমূহ ইংরেজি তথ্য থাকলেও বাংলাতে বেশ ছোট হচ্ছে, যেহেতু বাংলা উইকিপিডিয়াতে স্বেচ্ছাসেবক কম তাই কমপক্ষে আরো কয়েক অনুচ্ছেদ অনুবাদ করলে ভালো হয়। --দেলোয়ার () • ২০:০৩, ২৭ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@DelwarHossain: ছোট অনুচ্ছেদের সর্বনিম্ন আকার কত? পুরোটা অনুবাদ করতে হবে এমনটা কোথাও নেই। আপনার অবগতির জন্য বলে রাখছি আমি en Wikipedia নয়, বরং simple Wikipedia থেকেই অধিকাংশ অনুবাদ করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। espanol, simple, china, arabic, hindi সেগুলোও একটু খেয়াল করে দেখবেন সেগুলোর তুলনায় আমার করা বাংলা অনুবাদ কয়েকগুণ বড়। কয়েকগুণ ছোট অনুবাদ নিয়ে espanol, simple, china, arabic, hindi উইকিপিডিয়ার সমস্যা হয় না, অথচ বাংলা উইকিপিডিয়ায় মহারূহ কাণ্ড হয়ে যায়।
মহারূহ কাণ্ড না, ভুল বুঝবেন না, আসলে মূল সমস্যা হল বাংলা উইকিতে আপনি যে পর্যন্ত একটা নিবন্ধ লিখবেন, ঐ নিবন্ধটা ঐখানেই পড়ে থাকে। বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায়, বাংলায় উইকিতে লোকজন কম হওয়ায় ঐ নিবন্ধটা আর পরে সম্প্রসারিত হয় না ও ঐভাবেই পড়ে থাকে। যাইহোক, আপনি আপনার সাধ্যমত বড় করার চেষ্টা করবেন এটাই মূল অনুরোধ। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৪, ২৭ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা মুছে ফেলা সম্পাদনা

মনে করেন আমি উইকিপিডিয়াতে একটি সম্পাদনা করলাম কিন্তু পরে জানতে পারলাম তথ্যটি ভূল, এখন আমি কি/কিভাবে সম্পাদনাটি সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারব? এবং উইকিপিডিয়াতে সেই সম্পাদনার কোন শিরনাম দেখাবে না। Time traveller Shakib (আলাপ) ১৬:০৩, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয়, সাকিব! MustafaKamal এর আলাপ পাতায় একই প্রশ্নের উত্তর প্রদান করেছি। অনুগ্রহ করে সেখানে দেখুন।— আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:০৭, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০ সম্পাদনা

 

সুপ্রিয় Aishik Rehman,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৯:৩০, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিজয়ী সম্পাদনা

সুপ্রিয় Aishik Rehman। আপনি কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতার পর্যোলোচকগণ, অনুবাদের মানের উপর বিবেচনা করে সেরা তিন বিজয়ী নির্বাচিত করেছেন, যার মধ্যে আপনিও একজন। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আশা রাখি বাংলা উইকিপিডিয়ার উন্নতিকল্পে আপনি আরও অনেক অবদান রাখবেন। ~ নাহিয়ান আলাপ ০১:২৯, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

করোনাভাইরাস মহামারীর কারণে এডিটাথনটির প্রথম তিন বিজয়ীকে অনলাইনের মাধমে সনদ প্রদান করা হবে। আপনাকেও একটি ইমেইল করা হয়েছে, অনুগ্রহ করে সেটির জবাব দিবেন। ~ নাহিয়ান আলাপ ০১:৪৭, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ইমেইলের মাধ্যমে আয়োজক কমিটির পক্ষ হতে অনলাইন সনদ পাঠিয়ে দেওয়া হয়েছে।- এফ আর শুভ(বার্তা দিন) ১০:৫১, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব সম্পাদনা

প্রিয় Aishik Rehman,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:০৬, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিদায় সম্পাদনা

বিদায় নিচ্ছি বাংলা উইকিপিডিয়া হতে। মন বিষিয়ে গেছে একেবারে। সাম্প্রদায়িকতা আর স্বেচ্ছাচারিতার আতুড়ঘর হয়ে যাচ্ছে সব। 😥 ভালো থাকবেন সবাই। কোপার্নিকাস (আলাপ) ১৬:৩৪, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

হতাশ হবেন না। কে কি বলল, লিখল তাতে কান দিবেন না। আপনি আমি আমরা এখানে বাংলা সমৃদ্ধ করতেই আমাদের সময়ের মাঝে কাজ করি। যতটুকু পারেন চালিয়ে যান। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪০, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মুক্ত নয় চিত্র সম্পাদনা

অনুগ্রহ করে মুক্ত নয় চিত্রগুলি উচ্চ রেজ্যুলেশনে আপলোড করবেননা, ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ০৮:০৩, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian:, নকীব বট তো রেজ্যুলিউশন কমানোর কাজ করে! তাই না? আচ্ছা এটা কি আপনার ডুপ্লিকেট আইডি? কোপার্নিকাস (আলাপ) ০৮:০৯, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

না, আমি এই অ্যাকাউন্টেই সক্রিয় থাকি। অন্য অ্যাকাউন্টি বট। আর রেজ্যুলেশন নিজেদেরই ঠিক রেখে আপলোড করা উচিৎ, চিত্রের সঠিক রেজ্যুলেশন বুঝতে এখানে সাহায্য নিতে পারেন। ~ নাহিয়ান আলাপ ০৮:১৩, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনিও ময়মনসিংহের অধিবাসী, ভালো লাগলো জেনে। ~ নাহিয়ান আলাপ ০৯:৩৮, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian: আপনিও ময়মনসিংহের! আচ্ছা এই আইডি নতুন খুললেন? যুদ্ধমন্ত্রী কি আপনিই? 😊 কোপার্নিকাস (আলাপ) ১০:০১, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

না, Nahian কোনো মন্ত্রী-টন্ত্রী নয়; বরং একজন আম জনগণ। আমার বট আমায় কানে কানে বললো আমায় নিয়ে নাকি কোথাও সমালোচনা হচ্ছে। তাই আরকি এখানে আসা। আসলে এই কারণে আমি উচ্চ রেজ্যুলেশনের জন্য বিজ্ঞপ্তি দেই না। নাহিয়ান এবং আপনি উভয়ই সঠিক। বট রেজ্যুলেশন কমাচ্ছে এটা ঠিক (কারণ অনেকেরই রেজ্যুলেশন কমানোর মতো প্রযুক্তিগত জ্ঞান/অবকাঠামো নেই); আবার সাধ্য থাকলে নিজেদেরই চেষ্টা করা উচিত। বেচারা বটেরও তো কষ্ট বলতে কিছু আছে। নাকি? নকীব সরকার বলুন... ০৫:২৩, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
জ্বী না, আমি নাহিদ ভাই (যুদ্ধমন্ত্রী) নই, আমি নাহিয়ান। উইকিপিডিয়ার একজন সাধারণ "ম্যাঙ্গো পিপল"। উল্লেখ্য, একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেননা। নাহিদ ভাই এবং আমিও তা করছিনা। 😊 ~ নাহিয়ান আলাপ ০৫:২৮, ৭ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  বিশেষ উইকিপদক

 
সুপ্রিয় Aishik Rehman,

সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একাধিক নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে এবং আপনি শীর্ষ ৯-এ স্থান করে নিয়েছেন। উপহারস্বরুপ আমরা আপনাকে প্রথম শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ।

 – শুভেচ্ছান্তে,
কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০
আয়োজক কমিটি

~ নাহিয়ান আলাপ ০৪:৪৮, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আলাপ পাতা থেকে বার্তা অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

আপনার নিজের আলাপ পাতা বা অন্য কারো আলাপ পাতা থেকে যে-কোন বার্তা অপসারণ করবেননা। নিজের বার্তা হলে প্রয়োজনে তা সংগ্রহশালায় রাখতে পারবেন। ~ নাহিয়ান আলাপ ০৮:২৬, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian: বিরক্তিকর! এত্ত প্রভুত্ব অসহ্য লাগছে দিনদিন। পারছিনা শুধু মুখ ফুটে কিছু বলতে। অবশ্য আপনাকে বলছিনা কথাগুলো। কোপার্নিকাস (আলাপ) ০৮:২৯, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে, সমস্যা নেই। :) ~ নাহিয়ান আলাপ ০৯:০৬, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জানতে চাওয়া সম্পাদনা

কয়েকদিন আগে আমার আলাপ পাতায় একটি সতর্কতা পাঠিয়েছিলেন। কিন্তু বিষয়টা আমি পুরোপুরি বুঝতে পারি নি। যদি আমাকে সমস্যাগুলো বিস্তারিতভাবে ধরিয়ে দিতেন, তাহলে আমি উপকৃত হতাম। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১৪:২৮, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত ওয়াইস ভাই, আমার মানসিক পরিস্থিতি বর্তমানে খুব একটা ভালো নয়। সময় করে জানিয়ে দিবো। ধন্যবাদ কোপার্নিকাস (আলাপ) ১৫:১৮, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পাতা সম্পাদনা

আপনি ব্যবহারকারী পাতাটির যে শৈলী তৈরি করছেন, সেটি গতকাল থেকে আমিও করে চলেছি। সাম্প্রতিক পরিবর্তন পাতায় দেখতে পেলাম আপনিও একই ধরণের পাতা তৈরি করছেন। যদিও শৈলীটি আপনার নিজের নয়, এটি মেটাউইকিতে ব্যবহারকারী:Hasley-এর । আপনার শৈলীতে আপনি "অনুমতি'র" কথা উল্লেখ করায় আপনাকে বার্তা দিলাম। তাছাড়া আপনার ব্যবহৃত পূর্বের শৈলীটি আমার অনুমতি ব্যতিরেকে আপনি ব্যবহার করেছিলেন। ~ নাহিয়ান আলাপ ০৪:৩১, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian:, একদম!! এটা হেসলের তৈরি টেমপ্লেট! কিন্তু আমি এটাকে আরো সম্পাদনা করছি ও করে যাবো। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বাংলা উইকিপিডিয়ায় টেমপ্লেটটি আমিই আমদানি করেছি!! যাকগে, কথা হলো এটার সম্পাদনা করছি প্রায় একসপ্তাহ যাবৎ। আপনি যদি একই সময়ে করে থাকেন তাহলে অনুমতি নেওয়ার প্রশ্নই আসে না। যে কারুরই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই যদি তারা ঐ টেমপ্লেটটি ব্যবহার করে। কিন্তু সরাসরি আমার কোড কপি করলে একটু জানিয়ে রাখলে (অনুমতি) ভালো নয় কী? আর হ্যাঁ, আপনার শৈলী আমি কপি করেছিলাম, কিন্তু কাজটি অনুচিত মনে হওয়ায় তা সরিয়েও দিয়েছি। ধন্যবাদ। কথাগুলোকে একটু কোমলভাবে নিবেন। কোপার্নিকাস (আলাপ) ০৪:৪৩, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কিছু মনে করিনি। আপনার কথায়'ও যুক্তি রয়েছে। তবে হেসলে'র টেমপ্লেট নিয়ে আমি এপ্রিলের দিকে একবার কাজ করেছি, পরবর্তীতে অন্য আরো দু'টি টেমপ্লেট ভালো লাগায় এটি ব্যবহার করা হয়নি। তবে আপনি টেমপ্লেটটিতে বেশকিছু নতুনভাবে যুক্ত করেছেন (যেমন: মোডারেশন), তা আমিও নিচ্ছি। কিছু মনে করবেননা। ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ০৭:০৫, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian:, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় ব্যবহার করুন। ভালোবাসা জানবেন, ধন্যবাদ। কোপার্নিকাস (আলাপ) ০৭:১১, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অপব্যবহার? সম্পাদনা

এই সম্পাদনাটি কেন গ্রহণ করলেন? একজন ধ্বংসপ্রবণ ব্যবহারকারী বার বার একটি নাম যুক্ত করে যাচ্ছিলেন। আপনার উচিত ছিলো সম্পাদনা করে নামটি বাদ দেয়া। • ইয়াহিয়াআলাপ০৫:২৫, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@YahyA:, আব্দুল বারী নামটি তো অবশ্যই গ্রহণযোগ্য। যদিও অপর নামটি গ্রহণযোগ্য না। আমিই ঠিক করে দিতাম। একটু দেরি হচ্ছে অন্য একটা কাজ করছি বলে। ধন্যবাদ, এবার দেখুন। দয়া করে পরবর্তী মতামত জানাবেন। কোপার্নিকাস (আলাপ) ০৫:৩৩, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সেটাই বলছিলাম। উচিত ছিলো সম্পাদনা করে নামটি বাদ দেয়া। ধন্যবাদ। এখন ঠিক আছে। ভবিষ্যতে সতর্ক থাকার অনুরোধ রইলো। • ইয়াহিয়াআলাপ০৫:৪১, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অপব্যবহার? সম্পাদনা

আপনি একটার পর একটা অপসারণের প্রস্তাব দিয়ে যাচ্ছেন, যেমনটা করেছেন, আমার ব্যবহারকারী পাতায়ও, এখানে - ওয়াইস আলাপ ০৬:২৯, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni:, প্রথমটি মানে আপনার ব্যবহারকারী পাতা অপসারণের প্রস্তাবনাটি আমার ফোনের সমস্যার জন্য হয়েছে। কিন্তু বাকিগুলো ঠিকই আছে। অনুগ্রহ করে বিষয়গুলো খতিয়ে দেখুন। ধন্যবাদ। এরপরও এটি অপব্যবহার মনে হলে প্রশাসকদের আলোচনাসভায় জানান। আপনার মূল ব্যবহারকারী পাতাটিও কিন্তু উইকিপিডিয়ায় বিজ্ঞাপন প্রচার ও নিরপেক্ষতা নীতি লঙ্গন করে। আশা করি সেটিও লক্ষ্য রাখবেন।কোপার্নিকাস (আলাপ) ০৬:৩৫, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman: ব্যবহারকারী পাতায় কি এমন পেলেন যে, ওটা বিজ্ঞাপন মনে হয়েছে আপনার?? - ওয়াইস আলাপ ০৬:৩৭, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আর এটাতে ট্যাগ দিয়েছেন লিভিং পারসন নামে, ওনি মারে গেছেন সেই কবে! আর ওনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিলেন। ওখানে দৈনিক ইনকিলাবের সোর্স আছে। - ওয়াইস আলাপ ০৬:৪০, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni:, আপনি নিঃসন্দেহে নির্দিষ্ট মতবাদ করছেন আপনার মূল ব্যবহারকারী পাতায়। আমি কোনো একজন এডমিনকে আমন্ত্রণ জানাচ্ছি বিষয়টি দেখার জন্য। @আফতাবুজ্জামান:, উনার ব্যবহারকারী পাতাটি দেখতে অনুরোধ করছি এবং ভুলক্রমে একটি উপপাতা অপসারণের প্রস্তাবনার জন্যও দুঃখ প্রকাশ করছি। কোপার্নিকাস (আলাপ) ০৬:৪৩, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni এবং Aishik Rehman: উইকিতে আমরা বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে কাজ করছি, একে অপরের প্রতিযোগী নয়। তাই আমি আরও সহনশীল হবার অনুরোধ করব। কেউ অপসারণ প্রস্তাব করলেই আমরা যেন মনে না করি তিনি আমার বিরুদ্ধে কাজ করছেন, আবার যিনি অপসারণ প্রস্তাব দিচ্ছেন তিনিও যেন যুক্তিসহকারে দেন। ব্যবহারকারী পাতা নিয়ে উইকিপিডিয়া:ব্যবহারকারীর পাতা দেখুন, ব্যবহারকারী পাতায় উইকিপিডিয়া কর্মকাণ্ড নিয়ে তথ্য থাকলেই হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভুল CSD সম্পাদনা

হারুন বাবুনগরী পাতায় দ্রুত অপসারণ প্রস্তাবনা দেয়া ঠিক হয় নি। এবং ঐ ব্যক্তি জীবিতও নন। পাতাটিতে একাধিক তথ্যসূত্র আছে এবং আলোচনা সাপেক্ষে WP:হুজুর নীতামালায় উত্তীর্ণ হতেও পারে। আমি আপিনার সিএসডি ট্যাগ বাতিল করেছি। আপনি যদি মনে করেন পাতাটি WP:হুজুর এবং WP:ANYBIO ভঙ্গ করে তবে অপসারণ প্রস্তাবনা দিতে পারেন। • ইয়াহিয়াআলাপ১৬:২৬, ১২ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"Aishik Rehman/সংগ্রহশালা ০"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।