নতুন নিবন্ধ সম্পাদনা

আছালামুআলাইকুম - মইনুল ভাই - আমি একটি নতুন নিবন্ধ শুরু করতে কি ভাবে তা করি আমায় একটু অবগত করাবেন ধন্যবাদ

ভাই সাহেব, মঈনুল ইসলাম ভাই আপনাকে কিভাবে নিবন্ধ শুরু করার বিষয়ে অবগত করাবেন আপনি তো উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট করেননি? এমনকি বার্তা শেষে সাক্ষরও করেননি। যাইহোক আপনি যদি বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ করতে আগ্রহী থাকেন তবে প্রথমে উইকিপিডিয়াতে অ্যাকাউন্ট করুন অতপর আপনার পছন্দের বিষয়ে নিবন্ধ শুরু করুন। তবে হে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে? আপনি যে নিবন্ধ করবেন সেটি বিশ্বকোষের উপযুক্ত কিনা এবং নিবন্ধে লেখা উদ্ধৃতির সাথে প্রয়জনীয় তথ্যসুত্র প্রদান করতে হবে। আপনি নিবন্ধ শুরু করতে পারেন যেকোনো বিষয়ে এক্ষেত্রে কোন প্রকার ভয় পাবেন না। নিবন্ধ শুরু করুন দেখবেন নিজ থেকে সব পেরে যাবেন এবং খুব সহজ মনে হবে। কিভাবে নিবন্ধ শুরু করবেন? এখানে কয়েকটি বিষয়ের নিবন্ধ দেয়া হলো- চলচ্চিত্র বিষয়ে যেমন হাজার বছর ধরেহৃদয়ের কথা, অভিনেতা রিয়াজ, সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ, বিশিষ্টব্যক্তি জসীম উদ্দিনজহির রায়হান, স্হান ফরিদপুর জেলা, খেলাধূলা ক্রিকেটফুটবল (সকার) এই নিবন্ধ গুলোর সম্পাদনা লেখায় ক্লিক করে দেখে নিতে পারেন পূর্বে কিভাবে ছিল এবং তথ্যসুত্র কিভাবে দেয়া হয়েছে। আশা করি আপনার বুঝতে সহজ হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।--Hemayet (আলাপ) ১১:৩৮, ১৩ এপ্রিল ২০১১ (ইউটিসি)উত্তর দিন