আঞ্চলিক ইন্টারনেট নিবন্ধন
আঞ্চলিক ইন্টারনেট নিবন্ধন (ইংরেজি: Regional Internet registry), সংক্ষেপে আরআইআর (RIR) হচ্ছে কয়েকটি সংগঠন, যারা বিশ্বেজুড়ে ইন্টারনেট নম্বরের বিস্তৃতি ও নিবন্ধন সংক্রান্ত ব্যবস্থাপনাকার্য পরিচালনা করে। এসব সংগঠনের প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলসীমা রয়েছে, এবং তারা শুধুমাত্র তাদের নিজ নিজ অঞ্চলেই কার্যক্রম পরিচালনা করে থাকে। ইন্টারনেট নম্বরের মধ্যে রয়েছে আইপি ঠিকানা ও স্বয়ংক্রিয় সিস্টেম নম্বর। বর্তমানে বিশ্বে মোট ৫টি নিবন্ধ সংগঠন রয়েছে।
- আফ্রিকান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (AfriNIC)[১] — আফ্রিকা
- আমেরিকান রেজিস্ট্রি ফর ইন্টারনেট নাম্বারস (ARIN)[২] — যুক্তরাষ্ট্র, কানাডা, এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন অংশ
- এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (APNIC)[৩] — এশিয়া, অস্ট্রেলিয়া, এবং এর পার্শ্ববর্তী দেশসমূহ
- ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (LACNIC)[৪] — লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন অংশ
- আরআইপিই নেটওয়ার্ক কোঅর্ডিনেশন সেন্টার (RIPE NCC)[৫] — ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া