বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অক্টোবর ২০২৩ সম্পাদনা

  স্বাগতম, আমি NahidSultan। সম্প্রতি আপনি ডিউন (২০২১-এর চলচ্চিত্র), নিবন্ধটি সম্পাদনা করেছেন, কিন্তু সেখানে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। আপাতত আপনার সংযোজিত তথ্যগুলো অপসারণ করা হয়েছে, তবে আপনি অবশ্যই নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র উল্লেখ করে আপনার সংযোজিত তথ্যগুলো পুনরায় সংযোজন করতে পারবেন। আপনি যদি মনে করেন এখানে আমার কোনো ভুল হচ্ছে, অথবা এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫৩, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

জী, ধন্যবাদ। তথ্যসূত্র উল্লেখ করে আমি ওইটা পুনরায় সম্পাদনা করে দিয়েছি। তানভীর আশরাফ (আলাপ) ১৩:৩৮, ২৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিকতা সম্পাদনা

সুধী, উইকিপিডিয়াতে অবদানের জন্য ধন্যবাদ। আপনার তৈরি ডিউন: পার্ট টু নিবন্ধটি পড়তে অনেকটা যান্ত্রিক মনে হচ্ছিলো। আপনি যান্ত্রিক কোন অনুবাদের সাহায্য নিতে পারেন কিন্তু দয়া করে অনুবাদের পর নিবন্ধটি নিজে পড়ে দেখবেন সাবলীলভাবে পড়া যাচ্ছে কিনা। আপনি যান্ত্রিকতা দূর করার চেষ্টা করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। তবে, বিষয়টি পরেরবার যখন নিবন্ধ অনুবাদ করবেন তখন দয়া করে খেয়াল করবেন। যেমন ধরুন, আপনি অনুবাদ করেছিলেন, "ডিউন: পার্ট টু ডেনিস ভিলেনিউভ দ্বারা পরিচালিত একটি আসন্ন 2024 সালের চলচ্চিত্র। এটি একটি আমেরিকান মহাকাব্যিক কল্পকাহিনী চলচ্চিত্র যার চিত্রনাট্য ডেনিস ভিলেনিউভ এবং জন স্পাইহটসের দ্বারা লিখিত হয়েছে।" বাক্যটি আমি কিছুটা সংশোধন করে দিয়েছি, "ডিউন: পার্ট টু ডেনিস ভিলেনিউভ দ্বারা পরিচালিত ২০২৪ সালের একটি আসন্ন চলচ্চিত্র। এটি একটি আমেরিকান মহাকাব্যিক কল্পকাহিনী চলচ্চিত্র যার চিত্রনাট্য লিখেছেন ডেনিস ভিলেনিউভ এবং জন স্পাইহটস।" এই বাক্যটি আরও সাবলীল করা যায়। যেমন, "ডিউন: পার্ট টু ডেনিস ২০২৪ সালের একটি আসন্ন চলচ্চিত্র যা পরিচালনা করেছেন ডেনিস ভিলেনিউভ। আমেরিকান মহাকাব্যিক কল্পকাহিনীনির্ভর এই চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন ডেনিস ভিলেনিউভ এবং জন স্পাইহটস।" আশাকরি আপনি বুঝতে পেরেছেন। তবে যেকোন সাহায্যের জন্য প্রশ্ন করতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২১, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। আমি উইকিপিডিয়া অনুবাদে একদম নতুন হওয়ায় ধীরে ধীরে যান্ত্রিকতার ত্রুটিগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করছি এভাবেই পরামর্শ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। তানভীর আশরাফ (আলাপ) ১৩:৪১, ২৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

একটি পরামর্শ সম্পাদনা

শুভেচ্ছা নিন। আমি একটি পরামর্শ দিতে চাই। আপনি আসন্ন চলচ্চিত্রের নিবন্ধ অনুবাদ করছেন। আপনি চাইলে অতীত চলচ্চিত্রগুলি অনুবাদ করতে পারেন। আসন্ন চলচ্চিত্রের তথ্য পরিবর্তনশীল, এখন অনুবাদ করলেন কিন্তু কয়েকমাস পর হয়ত অনেক তথ্য মেয়াদোত্তীর্ণ হয়ে যেতে পারেন। অতীত নিবন্ধগুলি অনুবাদ করলে সুবিধা হলো যে সেগুলির তথ্য তথ্য মেয়াদোত্তীর্ণ হবে না। যাইহোক, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৪, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ। আমি যেই নিবন্ধগুলো তৈরি করেছি, সেগুলো আমি সার্বক্ষণিক নজরদারিতে রাখছি এবং সর্বদা হালনাগাদ করার চেষ্টা করছি। নিজের তৈরি করা নিবন্ধ হালনাগাদ করে সম্প্রসারণ করা আমার কাছে অধিকতর স্বাচ্ছন্দপূর্ন বলে মনে হচ্ছে।(তার মানে এই নয় যে আমি অন্যের তৈরি নিবন্ধ সম্প্রসারণ করতে অপচ্ছন্দ করি, আমার মূলত ব্যক্তিগত ইন্টারেস্টের চলচ্চিত্র, রাজনৈতিক ইস্যু, ঐতিহাসিক বিষয় ইত্যাদি সম্প্রসারণ করতে অধিক ভালো লাগে) অপরপক্ষে অন্য কোনো র‍্যান্ডম পাতা অনুবাদ করা আমার কাছে একঘেয়েমিপূর্ন এবং জোরপূর্বক বলে মনে হয়। আশা করি আমার অপারগতা বুঝতে পেরেছেন। তানভীর আশরাফ (আলাপ) ১৭:৪৩, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন! সম্পাদনা

 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪১, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভালো কাজের জন্য প্রশংসা! সম্পাদনা

সুপ্রিয় তানভীর আশরাফ, আমি আপনার মেন্টর। আপনার অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি লক্ষ্য করেছি যে আপনি উইকিপিডিয়ায় অবদান রেখে যাচ্ছেন। আমি আশা করি আপনি যুক্ত থাকবেন এবং অবদান রাখা চালিয়ে যাবেন! যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমার আলাপ পাতায় একটি বার্তা পাঠান। শুভেচ্ছা! ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৩:১১, ৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় তানভীর আশরাফ,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন