ব্যবহারকারী আলাপ:কায়সার আহমাদ/সংকলন/২০১৭

সাম্প্রতিক মন্তব্য: প্রতিভা মনির কর্তৃক ৬ বছর পূর্বে "সালাম ফায়াদ" অনুচ্ছেদে

মন্তব্য সম্পাদনা

আল আকশা মসজিদ নিবন্ধের "চিত্র ও রচনাশৈলী" সংশোধন করা হয়েছে । ধন্যবাদ । -- Muḥammad (আলাপ) ১০:১৪, ১১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, কায়সার আহমাদ। Iqsrb722-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:৪০, ১৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

--Iqsrb722 (আলাপ) ১১:৪১, ১৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

একটু সাহায্য করুন সম্পাদনা

@কায়সার ভাই, আমার তৈরী নিবন্ধ ফ্রান্সে সমকামীদের অধিকার পাতাটি একটু উন্নত করে দিন অনুগ্রহ করে । Bishal Khan (আলাপ) ০৪:১২, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভাই আপনি আমার উত্তর দিলেন না যে .........Bishal Khan (আলাপ) ১০:২৫, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@Bishal Khan: কিভাবে সহযোগিতা করতে পারি? কায়সার আহমাদ (আলাপ) ১২:১৭, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
পাতাটিতে ঢুকুন এবং দেখুন কিছু ইংরেজী লিখা আছে যেগুলো বাংলায় অনুবাদ করা প্রয়োজন। Bishal Khan (আলাপ) ১২:৪০, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আপনি তো অনুবাদ করছেন, ধীরে ধীরে চালিয়ে যান। দুঃখিত, এ বিষয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১৩:৪৯, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জাতীয় সংসদের স্পিকার সম্পাদনা

উইকিপিডিয়ায় কোনো নিবন্ধের নাম বদলানো যায় বা বদলানোর জন্য আবেদন করা যায়! এভাবে কারো লেখা কেটে এক নাম থেকে আরেক নামে হস্তান্তর করা গর্হিত কাজ ! এখন পূববস্থায় ফিরিয়ে এনে নিবন্ধের আসল লেখক কে নাম বদলাতে বলুন !!!!!!!-87.79.190.73 (আলাপ) ০৪:০৬, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় ব্যবহারকারী, দুটি নিবন্ধই একই লেখকের, লেখা যেনিবন্ধেই থাকুক না কেন মূল লেখক তিনিই থাকবেন। তাই একটি প্রচলিত শিরোনামে (বাংলাদেশে সভাধ্যক্ষের চেয়ে স্পিকার শতগুণ বেশি ব্যবহৃত) স্থানান্তরের জন্য একাজ করেছি। আরও উইকিপিডিয়া সবাই সম্পাদনা করতে পারে। তবে লেখক যদি চায় তো ফিরিয়ে আনা যাবে। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ০৪:৫৭, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সভাধ্যক্ষের নিবন্ধটি আমি তৈরী করেছিলাম ! নামটি যথাযত না হলে নিবন্ধটি " জাতীয় সংসদের স্পিকার " নামে হস্তান্তর করলেই হতো ! এতো কাটা ছেঁড়া আর টানা হেচড়ার দরকার কি ছিল! বাঙালি!!!!---- Ayomoy (আলাপ) ১৩:৪৭, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আর হে ! স্পিকার একটি বিদেশী শব্দ তাই "স্পীকার" বানানটি ভুল ! বাংলা একাডেমি নিজেও ৬০ বছর নিজের নাম ভুল বানানে "একাডেমী " লিখেছে ! - বাংলাদেশ বলে কথা !!!-Ayomoy (আলাপ) ১৩:৫৩, ১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
Ayomoy ভাই, নিবন্ধ সাধারণত সবচেয়ে প্রচলতি শব্দে রাখা হয় যাতে সহজে খুজে পাওয়া এবং বুঝা যায়। আর নিবন্ধের মূল লেখক কিন্তু আপনিই আছেন দেখুন এখানে আর ভাইয়া, সবাই মিলে সম্পাদনা করে সুন্দর উইকিপিডিয়া তৈরিই আমাদের লক্ষ্য। তবে আপনাকে জানানো উচিৎ ছিল। এর জন্য দুঃখিত। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ০২:৪২, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধের কোনো মালিকানা থাকে না। আপনি চাইলে যুক্তিযুক্ত কারণে যেকোনো নিবন্ধের নাম পরিবর্তন করতে পারেন। তবে কাট, কপি এবং পেষ্ট করে নাম পরিবর্তনে উইকিপিডিয়ার নিষেধাজ্ঞা আছে (wikipedia english: ´´Do not manually move the article by copying and pasting it; the page history must be moved along with the article text.´´)। কোনো নিবন্ধের নাম পরিবর্তনে সমস্যা হলে প্রশাসক এর সাহায্য নিবেন ! ধন্যবাদ !!!---Ayomoy (আলাপ) ১৬:৪২, ৩ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পীর গোরাচাঁদ সম্পাদনা

সুধী, সম্প্রতি আমার তৈরি নিবন্ধ পীর গোরাচাঁদ এ উল্লেখযোগ্যতা ও উৎসের প্রামাণ্যতা বিষয়ক ট্যাগ যোগ করা হয়েছে। জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উৎস হিসাবে প্রদত্ত 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি' (বিনয় ঘোষ) পুস্তকটি ১৯৫৭ সালে 'রবীন্দ্র পুরস্কার' এ সম্মানিত একটি গবেষণামূলক গ্রন্থ; এবং 'পীর গোরাচাঁদ' পশ্চিমবঙ্গের হাড়োয়া অঞ্চলের বহু মানুষের আরাধ্য এক বিশিষ্ট পীর, যার নামে হাড়োয়ায় দরগাহ, মসজিদ এবং বহু জায়গায় নজরগাহ রয়েছে। ইন্টারনেটেও তাঁর নামে অল্প-বিস্তর তথ্য আছে; বাংলাপিডিয়ায় গোরা পীর" নামে তাঁর একটি সম্পূর্ণ নিবন্ধও রয়েছে। এরপরও কিভাবে তাঁর উল্লেখযোগ্যতা ও উৎস বিষয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে , তা বোধগম্য হচ্ছে না। এরূপ উল্লেখযোগ্যতার বিষয় উঠলে উইকিপিডিয়ার অনেক ব্যক্তিত্বের নিবন্ধই সেই তালিকায় স্থান পাওয়া উচিত। -- অবাঙ্ময় (আলাপ) ১৪:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Obangmoy: ভাই, ট্যাগ লাগানো মোটেও পছন্দনীয় নয়। তারপরও লাগানো হয়েছে এজন্য যে এতবড় একটি আর্টিকেল মাত্র দুটি রেফারেন্স। অনলাইনে তেমন কিছু পাওয়া যায় নাই। তবে বাংলাপিডিয়ার গোরা পীর যদি একই ব্যক্তি হন তাহল রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন এবং ট্যাগ সরাতে পারেন। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১৪:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাক সম্পাদনা

আপনি কোন কারন ছাড়া আমার যোগ করা একটি বিষয়শ্রেনী রিভার্ট করেছেন যেটা ধ্বংসপ্রবণতার মধ্যে পড়ে। কোন কারনে রিভার্ট করলেন জানতে পারি জনাব? Riazul Islam BD (আলাপ) ১৪:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Riazul Islam BD: দুঃখিত, এটা আমার ইচ্ছাকৃত ছিল না। তবে ঠিক করে দিয়েছি। জানানোর জন্য ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০১:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দ্রুত অপসারণ ট্যাগ প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় কায়সার ভাই, যেহেতু এডিটাথন চলছে এবং বেশিরভাগই নবাগত সম্পাদক, সেহেতু নতুন নিবন্ধের মান উন্নয়নের জন্য কমপক্ষে ৭ দিন সময় দেবার জন্য অনুরোধ করছি। মান উন্নয়ন না হলে, তখন অপসারণ করা যাবে। ধন্যবাদ। -Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:০২, ৬ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুলু সিকদার সম্পাদনা

ইসলাম নিয়ে যেটি সম্পাদনা করেছিলাম, তাতে কোরআনের আয়াত নম্বর উল্লেখ করা হয়েছিল । এর চেয়ে বড় রেফারেন্স আর কী হতে পারে ? যেগুলো রেফারেন্স ছিল,আমার অভিমতটুকু বাদ দিয়ে ( যদি অভিমত আয়াতের সাথে সাংঘর্ষিক বিবেচিত হয় ) সেগুলো রাখা যেত । পুরোটাই মুছে দেয়াটা বোধহয় ঠিক হল না ।

@দুলু সিকদার: আপনার সম্পাদনা বিশ্বকোষীয় ছিল না, তাই বাতিল করা হয়েছে। উইকি একটি বিশ্বকোষ, কোন তাফসীর গ্রন্থ নয়। তাই বিশ্বকোষীয় তথ্য যোগ করার অনুরোধ করছি। >>কায়সার আহমাদ (আলাপ) ০৯:৪০, ১৭ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Kayser Ahmad,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

aponi block den keno himo ১৩:৪৫, ২৪ মার্চ ২০১৭ (ইউটিসি)

দ্য বোড রেস সংশ্লিষ্ট পাতাসমূহ সম্পাদনা

ভাই, আলোচনাসভায় পাতা স্থানান্তর বিষয়ক মত দিলেন কিন্তু নিজেই ইচ্ছাকৃতভাবে স্থানান্তর করে দিলেন? আপনাদেরমত অভিজ্ঞদের আর কিভাবে অনুরোধ করবো, বলুন? যদি ধরে নিই, আপনি সঠিক সেক্ষেত্রে, বোট হবে নাকি বোড হবে?--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৯, ২৪ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত, দুটিই ভুল হয়েছে। @NahidSultan: পূর্বের শিরোনামে ফিরিয়ে এনেছি, একটি (উইমেন্স বোড রেস ২০১৪) পারিনি দয়াকরে স্থানান্তর করে নিয়েন, বানান ভুল হওয়ার কারণে সৃষ্ট পুনর্নির্দেশগুলো অপসারণের অনুরোধ করছি। জানানোর জন্য ধন্যবাদ ভবিষ্যতে সতর্ক থাকার চেষ্টা করব। >>কায়সার আহমাদ (আলাপ) ০২:৩৩, ২৫ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ, কায়সার আহমাদ/সংকলন! সম্পাদনা

-- Iqsrb722 (আলাপ) ০৪:০০, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন সম্পাদনা

আমি আমার আর্টিকেলটির শিরোনাম পরিবর্তন করতে চাই। অনুগ্রহ করে যদি উপায়টি বলতেন খুব উপকৃত হতাম।।

@Sabab Ador: নাম পরিবর্তনের জন্য নিবন্ধে যাওয়া পর উপরে ডান দিকে “আরও” অপশন থেকে "স্থানান্তর" এ ক্লিক করুন। তাহলে একটি নতুন নাম দেওয়ার পাতা লোড হবে। >>কায়সার আহমাদ (আলাপ) ০৯:৪৯, ৩০ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইউনিয়নের নামের বানান সম্পাদনা

ইউনিয়নের নিবন্ধ তৈরির জন্য বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে নামের বানানগুলি দেখে নিয়েন। শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়ার নামের বানান দেখে করিয়েন না, সেখানে অনেক অনেক ইউনিয়নের নামের বানান ভুল আছে। --আফতাব (আলাপ) ১৮:৩৪, ৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Aftabuzzaman: ধন্যবাদ আপনাকে। আরও ধন্যবাদ রেফারেন্স ঠিক করার জন্য, তবে আপনি title= Population & Housing Census-2011 এর জন্য trans-title=জনসংখ্যা ও গৃহায়ন গণনা-২০১১ দিয়েছেন যা মনে হয় বেমানান। আক্ষরিক অনুবাদ না করে Population & Housing Census-2011 এর বাংলা অফিসিয়াল নাম আদমশুমারি ও গৃহগণনা-২০১১ দেওয়া উচিত। আশা করছি বট দ্বারা ঠিক করে দিবেন। >>কায়সার আহমাদ (আলাপ) ০২:১৬, ৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
অফিসিয়াল নামটি জানতাম না। ঠিক করা হয়েছে। --আফতাব (আলাপ) ১৩:২৮, ৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কেমন আছেন? আমি সম্প্রতি উইকিপিডিয়ার নিবন্ধ থেকে ইউনিয়নের ওয়েবসাইট উইকিউপাত্তে নিয়েছি। আমি খেয়াল করলাম আপনার যোগ করা অনেকগুলি ইউনিয়নের ওয়েবসাইটের লিঙ্ক কাজ করে না। ওয়েবসাইটের লিঙ্ক যোগ করার আগে ওয়েবসাইটের লিঙ্ক কাজ করে কিনা তা সেই লিঙ্কে ক্লিক করে পরীক্ষা করে নিয়েন, তারপর ওয়েবসাইট যোগ করিয়েন। আমি এখন আপনার তৈরি সব ইউনিয়নের ওয়েবসাইট ঠিক করে দিচ্ছি। --আফতাব (আলাপ) ১৮:২১, ৩০ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তামিল চলচ্চিত্রের দুটি নিবন্ধের জন্য ছবি সম্পাদনা

@কায়সার ভাই, তামিল চলচ্চিত্র ওকে কানমানি এবং মানাদিল উরুদি ভেন্ডুম পাতাদুটিতে ছবি লাগিয়ে দিন (এগুলোর ইংরেজী সংস্করণ থেকে)। Sasa Pasa (আলাপ) ০৪:১১, ২৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক সম্পাদনা

 
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৯:১৪, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

সালাম ফায়াদ সম্পাদনা

@কায়সার ভাই, সালাম ফায়াদ পাতাটি দেখে নিন। প্রতিভা মনির (আলাপ) ১৪:৩৬, ৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@কায়সার আহমেদ, সালাম ফায়াদ পাতায় আমি ছবি লাগালাম আর আপনি সেটা রিমুভ করে দিলেন? ছবি আবার আনেন। প্রতিভা মনির (আলাপ) ১৪:৪৭, ৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
"কায়সার আহমাদ/সংকলন/২০১৭"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।