মানাদিল উরুদি ভেন্ডুম

১৯৮৭ সালের তামিল চলচ্চিত্র

মানাদিল উরুদি ভেন্ডুম (তামিল: மனதில் உறுதி வேண்டும், অনুবাদ 'শক্ত মন প্রয়োজন') ১৯৮৭ সালে মুক্তি পাওয়া একটি তামিল চলচ্চিত্র যেটি কে. বলচন্দ পরিচালনা করেন, চলচ্চিত্রটি উদারবাদী মানুষ নন্দিনী (সুহাসিনী) এর গল্প বলে।[]

মানাদিল উরুদি ভেন্ডুম
পরিচালককে. বলচন্দ[]
প্রযোজকরজম বলচন্দ
পুষ্প কন্দস্বামী
রচয়িতাকে. বলচন্দ
শ্রেষ্ঠাংশেসুহাসিনী
শ্রীধর (কন্নড় অভিনেতা)
এস পি বলসুব্রমনিয়ম
রমেশ অরবিন্দ
বিবেক
সুরকারইলাইয়ারাজা[]
চিত্রগ্রাহকরঘুনাথ রেড্ডী
সম্পাদকগণেশ - কুমার
প্রযোজনা
কোম্পানি
কবিতালয় প্রোডাকশন্স
পরিবেশককবিতালয় প্রোডাকশন্স
মুক্তি২৩ অক্টোবর ১৯৮৭
দেশভারত
ভাষাতামিল

কাহিনীসূত্র

সম্পাদনা

নন্দিনী (সুহাসিনী) একজন সেবিকা (নার্স), সে তার ছয় ভাই-বোনের সংসারের একমাত্র উপার্জিতা। সে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়, তার স্বামী তাকে তালাক দেয়, তার এক ভাই মারা যায়, এক বোন পালিয়ে প্রেম করে বিয়ে করে, তার জীবনে একটি পুরুষ আসে তবে তার সঙ্গে তার সম্পর্ক বেশি দিন টেকেনা। সিনেমার শেষ দিকে নন্দিনী তার সাবেক স্বামীকে তার একটি কিডনি দান করে দেয়।

সঙ্গীত

সম্পাদনা
মানাদিল উরুদি ভেণ্ডুম
কর্তৃক সাউণ্ডট্র্যাক
মুক্তির তারিখ১৯৮৭ (1987)
ভাষাতামিল

সঙ্গীত পরিচালনা করেন ইলাইয়ারাজা এবং গীতিকার ছিলেন বালি

নং.শিরোনামগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."মানাদিল উরুদি ভেণ্ডুম"কে জে ইয়েসুদাস৪ঃ১৯
২."কান্নিন মানিয়ে"কে এস চিত্রা৪ঃ৪৯
৩."কান্না ভারুভায়া"কে জে ইয়েসুদাস, কে এস চিত্রা৫ঃ৩৩
৪."আচ্চি আচ্চি"মানো, কে এস চিত্রা৩ঃ০৬
৫."সাঙ্গাতামিড় কাভিয়ে"কে জে ইয়েসুদাস, কে এস চিত্রা৪ঃ৩১
৬."ভাঙ্গালা কাদালে"কে জে ইয়েসুদাস২ঃ৫২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Manathil Uruthi Vendum, IMDb, সংগ্রহের তারিখ ২০০৮-১২-২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা