বমু বিলছড়ি ইউনিয়ন

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন
(বামু বিলছড়ি ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

বমু বিলছড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন

বমু বিলছড়ি
ইউনিয়ন
৪নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ
বমু বিলছড়ি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বমু বিলছড়ি
বমু বিলছড়ি
বমু বিলছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
বমু বিলছড়ি
বমু বিলছড়ি
বাংলাদেশে বমু বিলছড়ি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৭′১৩″ উত্তর ৯২°১১′৫৩″ পূর্ব / ২১.৭৮৬৯৪° উত্তর ৯২.১৯৮০৬° পূর্ব / 21.78694; 92.19806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাচকরিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমনজুরুল কাদের
আয়তন
 • মোট১১.৮৯ বর্গকিমি (৪.৫৯ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৩,৭৬০
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৫.২৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

বমু বিলছড়ি ইউনিয়নের আয়তন ২৯৩৭ একর (১১.৮৯ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বমু বিলছড়ি ইউনিয়নের লোকসংখ্যা ১৩,৭৬০ জন। এর মধ্যে পুরুষ ৬,৫১০ জন এবং মহিলা ৭,২৫০ জন।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

চকরিয়া উপজেলার সর্ব-পূর্বে বমু বিলছড়ি ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। পশ্চিমে সামান্য অংশে বান্দরবান জেলার লামা উপজেলার লামা পৌরসভা, পশ্চিম ও উত্তরে বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন, পূর্বে বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নলামা সদর ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার লামা পৌরসভা অবস্থিত। লামা উপজেলার মাঝখানে একে চকরিয়ার ছিটমহল বলা যায়। পূর্বে একে লামা উপজেলায় যুক্ত করার চেষ্টা আইনি ও আমলাতান্ত্রিক জটিলতা এবং জনগণের একাংশের বিরোধিতায় ব্যর্থ হয়।[২]

নামকরণ সম্পাদনা

অনুসন্ধানে জানা যায়, ১৮৯০ সালে ব্রিটিশ শাসনামলে প্রাচীন উপজাতীয় রাজা বমাং মার্মা সপরিবারে এ এলাকায় বসবাসের মধ্য দিয়ে তার নামানুসারে বমু ও চতুর্পাশে সবুজ পাহাড় ঘেরা সমতল ভূমির বিল বিধায় বিলছড়ি নামকরণ করে এই এলাকাকে বমু বিলছড়ি উল্লেখ করেছিলেন।[৩]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বমু বিলছড়ি ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[২]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড বিলছড়ি পশ্চিমপাড়া
২নং ওয়ার্ড বিলছড়ি মাইজপাড়া, বিলছড়ি মাটিয়াতলী পাহাড়, বিলছড়ি খ্রিস্টান মিশনপাড়া
৩নং ওয়ার্ড বিলছড়ি পূর্বপাড়া, বিলছড়ি বড়ুয়াপাড়া
৪নং ওয়ার্ড বমু নয়াপাড়া, বমু ভিলেজারপাড়া, মৌলভীপাড়া, বমু পানিস্যাবিল দক্ষিণপাড়া
৫নং ওয়ার্ড বমু পানিস্যাবিল উত্তরপাড়া, বমু হাফিজিয়াপাড়া, বমু হনুমানপাড়া
৬নং ওয়ার্ড বমুর কূল, বমু রিজার্ভপাড়া
৭নং ওয়ার্ড বমু পুকুরিয়াখোলা
৮নং ওয়ার্ড বমু ফাদুখোলা, বমু লম্বাছড়া, বমু কির্জ্জানুনা
৯নং ওয়ার্ড বমু নন্দীরবিল, বমু নন্দীরবিল মার্মা পাড়া

[৪]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

বমু বিলছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.২৭%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়

[৫]

প্রাথমিক বিদ্যালয়
  • বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাজমা ইয়াসমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাকিম আবদুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

বমু বিলছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-আলীকদম সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

বমু বিলছড়ি ইউনিয়নে ১৫টি মসজিদ, ২টি বৌদ্ধ বিহার ও ১টি গির্জা রয়েছে। [২]

খাল ও নদী সম্পাদনা

বমু বিলছড়ি ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে ফারাঙ্গা খাল ও বমু খাল।[৭]

হাট-বাজার সম্পাদনা

বমু বিলছড়ি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বমুর মুখ বাঁশ বাজার এবং নতুন বাজার।[২]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • বিলছড়ি খ্রিস্টান মিশন

[৮]

জনপ্রতিনিধি ও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ সম্পাদনা

  • মরহুম আলহাজ্ব হাফেজ আহমদ - ব্রিটিশ সরকার যুগে লামা থানা সদরের পাশ্ববর্তী ও বমু বিলছড়ি গ্রাম প্রঞ্চায়েত প্রধান। এবং  অত্র পাহাড়ি অঞ্চলের প্রথম নির্বাচিত বাঙ্গালী জনপ্রতিনিধি। পরবর্তীতে পাকিস্তান আমলে ও আইয়ুব খানের মৌলিক গনতন্ত্র চালু হলে কাকারা ইউনিয়ন বোর্ডের নির্বাচনে সদস্য নির্বাচিত হন ২ দুই
  • আলহাজ্ব হাকিম আবদুল গনি প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়,চিকিৎসক,শিক্ষানুরাগী,প্রতিষ্ঠাতা হাজি মসজিদ ও নূরানি মাদ্রাসা ও হিফজ্ খানা এবং এতিমখানা
  • বর্তমান চেয়ারম্যান: মনজুরুল কাদের[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে বমু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"bamobilchariup.coxsbazar.gov.bd। ২৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭ 
  3. "বমু বিলছড়ি ইউনিয়নের ইতিহাস - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"bamobilchariup.coxsbazar.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭ 
  4. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"bamobilchariup.coxsbazar.gov.bd। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭ 
  5. "মাধ্যমিকবিদ্যালয় - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"bamobilchariup.coxsbazar.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=15[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "খাল ও নদী - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"bamobilchariup.coxsbazar.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭ 
  8. "দর্শনীয়স্থান - বামু বিলছড়ি ইউনিয়ন - বামু বিলছড়ি ইউনিয়ন"bamobilchariup.coxsbazar.gov.bd। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭ 

স্বনামধন্য ব্যক্তিত্ব: ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ মুক্তিযোদ্ধা আবদুল হামিদ। সম্পাদনা