ফাইতং ইউনিয়ন
ফাইতং বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন।
ফাইতং | |
---|---|
ইউনিয়ন | |
৭নং ফাইতং ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ফাইতং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৭′৫২″ উত্তর ৯২°১১′২″ পূর্ব / ২১.৭৯৭৭৮° উত্তর ৯২.১৮৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | লামা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জালাল উদ্দিন |
আয়তন | |
• মোট | ৬৪.৭৫ বর্গকিমি (২৫.০০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১১,২৯০ |
• জনঘনত্ব | ১৭০/বর্গকিমি (৪৫০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩২.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬৪১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাফাইতং ইউনিয়নের আয়তন ১৬,০০০ একর (৬৪.৭৫ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৪,৭৩৪জন। এর মধ্যে ১১,৮২০জন মুসলিম, ২,৩৪৯জন বৌদ্ধ, ৩৩৪জন খ্রিস্টান, ২১৫জন হিন্দু ও ১৬জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনালামা উপজেলার সর্ব-উত্তরে ফাইতং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ও উত্তরে আজিজনগর ইউনিয়ন, পূর্বে গজালিয়া ইউনিয়ন ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন এবং দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠাকাল
সম্পাদনা২০১১ সালে ৪নং আজিজনগর ইউনিয়নকে বিভক্ত করে ৭নং ফাইতং ইউনিয়ন গঠন করা হয়।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাফাইতং ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
- চিউবতলী
- ঠাণ্ডাঝিরি
- মোল্লাঝিরি
- মহেশকাটা
- কামাইজ্যারঝিরি
- সোনাইছড়ি
- মনিন্দ্রপাড়া
- থানলাইপাড়া
- পুকখাইয়াঝিরি
- আমতলীপাড়া
- ধুইল্যাছড়ি
- মহেশখালীপাড়া
- বুড়ির চিকনঘোনা
- খেদার বাঁধ
- সুতাবাদী
- নয়াপাড়া
- রাঙ্গাঝিরি
- বড় মুসলিমপাড়া
- হেডম্যানপাড়া
- মংফোথোয়াই মেম্বারপাড়া
- ফাদুর ছড়া
- হরিণখাইয়া
- রাম্যখোলা
- মেঅং কারবারীপাড়া
- শিবাতলীপাড়া
- গলাছিরাপাড়া
- খন্দকিয়াপাড়া
- রোয়াজাপাড়া
- কারিয়ানপাড়া
- বাঙ্গালীপাড়া
- চিংদ্রক মুরুংপাড়া
- পোলাউপাড়া
- মেউন্দা
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফাইতং ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.৩%।[৪] এ ইউনিয়নে ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় ।
- আমতলী পাড়া মাস্টার মোঃ আব্দুল হাই উচ্চ বিদ্যালয় ।
- ফাইতং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আমতলী পাড়া মাস্টার মোঃ আব্দুল হাই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ।
- খেদার বাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চিউবতলী এন আই চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থানলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পোলাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফাইতং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেউন্দা মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোয়াজাপাড়া মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিবাতলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাফাইতং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-হারবাং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।
খাল ও নদী
সম্পাদনাফাইতং ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে ফাইতং খাল, সোনাইছড়ি খাল এবং কারিয়ানপাড়া খাল।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ওমর ফারুক [৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "এক নজরে ইউনিয়ন - ফাইতং ইউনিয়ন - ফাইতং ইউনিয়ন"। fythongup.bandarban.gov.bd। ১৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "গ্রামসমূহের তালিকা - ফাইতং ইউনিয়ন - ফাইতং ইউনিয়ন"। fythongup.bandarban.gov.bd। ১৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;ইউনিয়ন পরিসংখ্যান
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Schools/Colleges in LAMA - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮।