গজালিয়া ইউনিয়ন, লামা

বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন

গজালিয়া বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার একটি ইউনিয়ন

গজালিয়া
ইউনিয়ন
১নং গজালিয়া ইউনিয়ন পরিষদ
গজালিয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গজালিয়া
গজালিয়া
গজালিয়া বাংলাদেশ-এ অবস্থিত
গজালিয়া
গজালিয়া
বাংলাদেশে গজালিয়া ইউনিয়ন, লামার অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৯′৫৫″ উত্তর ৯২°১৫′১৪″ পূর্ব / ২১.৮৩১৯৪° উত্তর ৯২.২৫৩৮৯° পূর্ব / 21.83194; 92.25389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলালামা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানবাথোয়াইচিং মার্মা
আয়তন
 • মোট১২৪.৩২ বর্গকিমি (৪৮.০০ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১১,৮৯৪
 • জনঘনত্ব৯৬/বর্গকিমি (২৫০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২২.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

গজালিয়া ইউনিয়নের আয়তন ৩০,৭২০ একর (১২৪.৩২ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গজালিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ৬,৩১৪ জন এবং মহিলা ৬,৫৮০ জন। মোট পরিবার ২,৬৮৪টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

লামা উপজেলার মধ্য-পূর্বাংশে গজালিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে সরই ইউনিয়ন, পশ্চিমে ফাইতং ইউনিয়নকক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন, দক্ষিণে লামা সদর ইউনিয়ন এবং পূর্বে রুমা উপজেলার গ্যালেংগ্যা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

গজালিয়া ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • আকিরামপাড়া
  • ক্রংতংপাড়া
  • গজালিয়া হেডম্যানপাড়া
  • নাজিরাম ত্রিপুরাপাড়া
  • বটতলীপাড়া
  • বড় ফারংগা
  • বড় বমু
  • বাইশপাড়ি
  • বোচাপাড়া
  • রে মং মেম্বারপাড়া

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গজালিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ২২.৩%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[২]
প্রাথমিক বিদ্যালয়
  • আকিরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ক্রংতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গজালিয়া হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিনতাবাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাজিরাম ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাহাড়িকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বটতলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় ফারংগা খুজ্জানুন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় বমু সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাইশপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বোচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রে মং মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

গজালিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-বান্দরবান সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।

খাল ও নদী সম্পাদনা

গজালিয়া ইউনিয়নের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে ফাইতং খাল।

হাট-বাজার সম্পাদনা

গজালিয়া ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল গজালিয়া বাজার এবং ডিসি রোড বাজার।[৩]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: বাথোয়াইচিং মার্মা[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৯ 
  2. "Schools/Colleges in LAMA - Bangladesh School, College Directory"edu.review.net.bd। ২৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮ 
  3. "হাটবাজার - লামা উপজেলা - লামা উপজেলা"lama.bandarban.gov.bd। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮ 
  4. "জনাব বাথোয়াইচিং মার্মা - গজালিয়া ইউনিয়ন - গজালিয়া ইউনিয়ন"gajaliaup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা