বামনী ইউনিয়ন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটি ইউনিয়ন

বামনী বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলার একটি ইউনিয়ন

বামনী
ইউনিয়ন
৭নং বামনী ইউনিয়ন পরিষদ
বামনী চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বামনী
বামনী
বামনী বাংলাদেশ-এ অবস্থিত
বামনী
বামনী
বাংলাদেশে বামনী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৯০°৪৭′৫৫″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৯০.৭৯৮৬১° পূর্ব / 23.01444; 90.79861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলালক্ষ্মীপুর জেলা
উপজেলারায়পুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৭১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

বামনী ইউনিয়নের আয়তন ১২ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

বামনী ইউনিয়নের জনসংখ্যা ৪০,৮৪৪ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

রায়পুর উপজেলার পূর্বাংশে বামনী ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কেরোয়া ইউনিয়নরায়পুর পৌরসভা, পশ্চিমে সোনাপুর ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন এবং পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নউত্তর হামছাদী ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

বামনী পূর্বে ৪নং সোনাপুর ও ৬নং কেরোয়া ‌ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ১৯৩৭ সালে ৭নং বামনী আলাদা ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।[২]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

বামনী ইউনিয়ন রায়পুর উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রায়পুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৫নং নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বামনী
  • কলাকোপা
  • সাইচা
  • সাগরদী
  • কাঞ্চনপুর
  • শিবপুর

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

  • কাজির দিঘীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পশ্চিম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়।
  • রুস্তম আলী ডিগ্রী কলেজ।
  • সামছুন্নাহার উচ্চ বিদ্যালয়।
  • কাপিলাতলী উচ্চ বিদ্যালয়।
  • সাইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • সাইচা আলামিন সঃ প্রাঃ বিদ্যালয়।
  • বামনী আলামিন সঃ প্রাঃ বিদ্যালয়।
  • কাপিলাতলী সঃ প্রাঃ বিদ্যালয়।
  • বামনী দারুসুন্নাত দাখিল মাদ্রাসা।
  • উত্তর সাইচা সঃ প্রাঃ বিদ্যালয়।
  • কলাকোপা সঃ প্রাঃ বিদ্যালয়।
  • বামনী সঃ প্রাঃ বিদ্যালয়।
  • আল- আরাফাহ্ দাখিল মাদ্রাসা
  • পশ্চিম বামনী নুরানী মাদ্রাসা

হাট-বাজার সম্পাদনা

  • কাজির দীঘির পাড় বাজার।
  • চৌধুরী বাজার।
  • কাপিলাতলী বাজার।
  • বাংলা বাজার।
  • ভূঁইয়ার হাট।
  • বাঁশতলি
  • কবির হাট

দর্শনীয় স্থান সম্পাদনা

  • নুর মিয়া মুন্সি জামে মসজিদ।(১৮৮২)
  • ঘডের গোঁজা, বামনী
  • হাজি বাড়ি দিঘির পাড় , বামনী।
  • রাজা জগদীশচন্দ্রের সমাধি মঠ, বামনী।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা