বাংলাদেশের সামরিক পদমর্যাদা

বাংলাদেশ সামরিক বাহিনীর পদবি

বাংলাদেশের সামরিক পদমর্যাদা হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত সামরিক চিহ্ন বা পদমর্যাদা। সাধারণ অফিসার পদমর্যাদা ব্যতীত বাংলাদেশি পদের কাঠামো যুক্তরাজ্যের মতো।[১] বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতপাকিস্তান এর মতো জুনিয়র কমিশনড অফিসার পদমর্যাদার ব্যবস্থা রয়েছে।[২]

কমিশনড অফিসার পদমর্যাদা

সম্পাদনা

কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের পদমর্যাদার চিহ্নঃ

বাংলাদেশ সেনাবাহিনী

সম্পাদনা

কমিশন্ড অফিসাররা শুধু অফিসার হিসেবে বিবেচিত হন। সেকেন্ড লেফটেন্যান্ট , ক্যাপ্টেন, মেজরদেরকে জুনিয়র অফিসার বলা হয় (জুনিয়র কমিশন্ড অফিসার নয়)। অপরদিকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদবিধারী ব্যক্তিদেরকে সংক্ষেপে জেনারেল বলা হয় যদিও শুধু জেনারেল নামের আরও একটি পদমর্যাদা আছে আর ব্রিগেডিয়ার জেনারেলদেরকে সংক্ষেপে ব্রিগেডিয়ার বলা হয় যদিও এ পদবিতে জেনারেল অনুসর্গ আছে। পদসমূহঃ উচ্চক্রম অনুসারে

পদবিচিহ্নসমূহ                    
 
     
পদবিসমূহ সেকেন্ড লেফটেন্যান্ট
সর্বকনিষ্ঠ অফিসার পদ।
লেফটেন্যান্ট ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল
ইংরেজি সংক্ষিপ্তরূপ 2/Lt Lt Capt Maj Lt Col Col Brig Gen Maj Gen Lt Gen Gen

বাংলাদেশ নৌবাহিনী

সম্পাদনা
পদবিচিহ্নসমূহ                    
       
পদবিসমূহ এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট
এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদবিটি এখন আর ব্যবহৃত হয়না।
সাব-লেফটেন্যান্ট লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কমান্ডার কমান্ডার ক্যাপ্টেন কমোডোর রিয়ার অ্যাডমিরাল ভাইস অ্যাডমিরাল অ্যাডমিরাল

বাংলাদেশ বিমান বাহিনী

সম্পাদনা

অফিসারদের পদবিসমূহ নিম্নক্রম অনুসারে:

  • এয়ার চিফ মার্শাল
  • এয়ার মার্শাল
  • এয়ার ভাইস মার্শাল
  • এয়ার কমোডোর
  • গ্রুপ ক্যাপ্টেন
  • উইং কমান্ডার
  • স্কোয়াড্রন লীডার
  • ফ্লাইট লেফটেন্যান্ট
  • ফ্লাইং অফিসার

এ সকল পদবিধারী মহিলা/পুরুষরা বিমান বাহিনীর প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং এদেরকে বাংলাদেশের 'প্রথমে শ্রেনীর সরকারী গ্যাজেটেড কর্মকর্তা' ধরা হয়। যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমীতে তিন বছর প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবি প্রদান করা হয়। পাইলট অফিসার পদটি আর ব্যবহার করা হয় না । যদি কোন ব্যক্তি জিডিপি (জেনারেল ডিউটি পাইলট) শাখায় কমিশন (অফিসার পদ) পান তবে তিনি বৈমানিক অর্থাৎ বিমান চালক । অফিসারদের এছাড়াও আরও অনেক শাখা রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং (বিমান ও অন্যান্য সম্পদ রক্ষনাবেক্ষণ),এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল), প্রশাসন, এডিডব্লিউসি (এয়ার ডিফেন্স ওয়েপন্স কন্ট্রোল), লজিসটিক্স ইত্যাদি। অফিসারদের সর্বোচ্চ পদবি হচ্ছে 'এয়ার চীফ মার্শাল', যেটি কেবলমাত্র 'বিমান বাহিনী প্রধানকে' বাংলাদেশের প্রধানমন্ত্রী দিয়ে থাকেন। ফ্লাইং অফিসার, ফ্লাইট লেফটেন্যান্ট, স্কোয়াড্রন লীডারগণ জুনিয়র অফিসার (জুনিয়র কমিশন্ড অফিসার নয়) ।

অন্যান্য পদমর্যাদা

সম্পাদনা

নন-কমিশনড অফিসার এবং তালিকাভুক্ত কর্মীদের পদমর্যাদার চিহ্নঃ

বাংলাদেশ সেনাবাহিনী

সম্পাদনা

ব্রিটিশ রাজত্বকালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) 'ভাইসরয়ের কমিশন্ড অফিসার (ভিসিও)' নামে পরিচিত ছিলো। জেসিও পদমর্যাদা রাষ্ট্রপতির নিকট হতে জুনিয়র কমিশন লাভ করে এবং গেজেটভুক্ত হয়। Army Act 1952: (9) “junior commissioned officer” means a person commissioned, gazetted or in pay as a junior commissioned officer in the Bangladesh Army; জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) হচ্ছে সেনাবাহিনীর সার্জেন্ট (যা পূর্বে হাবিলদার) এর পরের পদবী; সিনিয়র সার্জেন্টদেরকে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে জেসিও পদে পদোন্নতি দেওয়া হয়। দ্বিতীয় শ্রেণী থেকে ২০১৪ সালে জেসিওদের প্রথম শ্রেণি নন-ক্যাডার হিসাবে মর্যাদা দেয়া হয়েছে এবং অনেক সুবিধাও রয়েছে যেমন পৃথক মেস, বাসস্থান, ব্যাটম্যান এবং নবম গ্রেডের বেতন। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী জেসিওদেরকে জুনিয়রগণ স্যার এবং কমিশন্ড অফিসারগণ সাহেব বলে সম্বোধন করেন। জেসিও পদসমূহঃ উচ্চক্রম অনুসারে

বিডি আর্মি ওআর গ্রেড জেসিও-১ জেসিও-২ জেসিও-৩
পদবিচিহ্নসমূহ      
নাম ওয়ারেন্ট অফিসার
(ডব্লিউও)
সিনিয়র ওয়ারেন্ট অফিসার
(এসডব্লিউও)
মাস্টার ওয়ারেন্ট অফিসার
(এমডব্লিউও)
ইংরেজি সংক্ষিপ্তরূপ WO SWO MWO

উল্লেখ্য যে, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে 'জেসিও' পদবী ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় যদিও ২০০০ সাল থেকে উর্দু ভাষার পদবীগুলো পরিবর্তন করে ইংরেজি শব্দ ওয়ারেন্ট অফিসার ব্যবহার শুরু হয়।

সৈনিক এবং এনসিও

সম্পাদনা

ল্যান্স কর্পোর‍্যাল থেকে সার্জেন্ট পদবি এনসিও বা নন-কমিশন্ড অফিসার হিসেবে পরিগণিত।

বিডি আর্মি ওআর গ্রেড ওআর-১ এনসিও-১ এনসিও-২ এনসিও-৩ এনসিও-৪ এনসিও-৫ এনসিও-৬ এনসিও-৭
পদবিচিহ্নসমূহ                
নাম সৈনিক
সৈনিক পদবিটি সেনাবাহিনীর সর্বনিম্ন পদবি, এটি কোনো এনসিও/জেসিও ক্যাটাগরিতে পড়েনা।
ল্যান্স কর্পোর‍্যাল কর্পোর‍্যাল সার্জেন্ট কম্পানি/ব্যাটারি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
কম্পানি /ব্যাটারি সার্জেন্ট মেজর
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
ব্যাটেলিয়ন/রেজিমেন্ট কোয়ার্টারমাস্টার সার্জেন্ট
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
ব্যাটেলিয়ন/রেজিমেন্ট সার্জেন্ট মেজর
এটি সার্জেন্ট পদবির নিয়োগ
ইংরেজি সংক্ষিপ্তরূপ Snk L Cpl Cpl Sgt CQMS/BQMS CSM/BSM BQMS/RQMS BSM/RSM

বাংলাদেশ নৌবাহিনী

সম্পাদনা
পদবিচিহ্নসমূহ      
পদবিসমূহ চীফ পেটি অফিসার সিনিয়র চীফ পেটি অফিসার মাস্টার চীফ পেটি অফিসার

নারীরা শুধু মেডিক্যাল, সাপ্লাই এবং সেক্রেটারিয়েট শাখায় যোগদানের অনুমতি পান।

ক্রম এবং শাখা সীম্যান কমিউনিকেশন মেকানিক্যাল সেক্রেটারিয়েট সাপ্লাই ইলেক্ট্রিক্যাল রেডিও ইলেক্ট্রিক্যাল অর্ডন্যান্স রেগুলেটিং মেডিকেল
০১ অর্ডিনারী সিম্যান আরও (জি) -২ এমই - ২ রাইটার - ২ এসএ - ২ ইএন - ২ আরইএন - ২ ইএন - ২(অর্ড) পিএম - ২ এমএ - ২
০২ এ্যাবল সীম্যান আরও (জি) -১ এমই - ১ রাইটার - ১ এসএ - ১ ইএন - ১ আরইএন - ১ ইএন - ১(অর্ড) পিএম - ১ এমএ - ১
০৩ লিডিং সীম্যান এলআরও (জি) এলএমই লিডিং রাইটার এলএসএ এলইএন এলআরইএন এলইএন(অর্ড) এলপিএম এলএমএ
০৪ পেটি অফিসার পিওআরএস (জি) ইআরএ-৪ পিও (ডব্লিউ) পিও (এস) ইএ - ৪ আরইএ - ৪ ওএ - ৪ পিও (আর) পিও (মেড)
০৫ চীফ পেটি অফিসার সিআরএস (জি) ইআরএ - ১/২/৩ সিপিও (ডব্লিউ) সিপিও (এস) ইএ - ১/২/৩ আরইএ - ১/২/৩ ওএ - ১/২/৩ সিপিও (রেগ) সিপিও (মেড)
০৬ সিনিয়র চীফ পেটি অফিসার এসসিপিও (কম) এসসিপিও (ই) এসসিপিও (ডব্লিউ) এসসিপিও (এস) এসসিপিও (এল) এসসিপিও (আর) এসসিপিও (ওই) এসসিপিও (রেগ) এসসিপিও (মেড)
০৭ মাস্টার চীফ পেটি অফিসার এমসিপিও (কম) এমসিপিও (ই) এমসিপিও (এস) এমসিপিও (এস) এমসিপিও (এল)/সিইএ এমসিপিও (আর)/সিআরইএ এমসিপিও (ওই)/সিওএ এমসিপিও (রেগ) এমসিপিও (মেড)
০৮ অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) অনারারী সাব লেঃ (কম) অনারারী সাব লেঃ (ই) অনারারী সাব লেঃ (এস) অনারারী সাব লেঃ (এস) অনারারী সাব লেঃ (এল) অনারারী সাব লেঃ (আর) অনারারী সাব লেঃ (ওই) অনারারী সাব লেঃ (রেগ) অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম)
০৯ অনারারী লেফটেন্যান্ট (এক্স) অনাঃ লেঃ (কম) অনাঃ লেঃ (ই) অনাঃ লেঃ (এস) অনাঃ লেঃ (এস) অনাঃ লেঃ (এল) অনাঃ লেঃ (আর) অনাঃ লেঃ (ওই) অনাঃ লেঃ (রেগ) অনাঃ লেঃ (ডব্লিউ/এম)

বাংলাদেশ বিমান বাহিনী

সম্পাদনা

নিম্নক্রম অনুসারে:

  • মাস্টার ওয়ারেন্ট অফিসার
  • সিনিয়র ওয়ারেন্ট অফিসার
  • ওয়ারেন্ট অফিসার
  • সার্জেন্ট
  • কর্পোর‍্যাল
  • এলএসি (লীডিং এয়ারক্র্যাফটম্যান)
  • এসি-১ (এয়ারক্র্যাফটম্যান-১)
  • এসি-২ (এয়ারক্র্যাফটম্যান-২)

উপরে উল্লেখিত পদবিধারীরা বিমান বাহিনীর মূল চালিকা শক্তি তারা যুদ্ধ বিমানকে সার্বক্ষণিক সচল রাখেন সার্বক্ষণিক দেশের আকাশ সীমা রক্ষায় তথা দেশ রক্ষায় বিমান বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার লক্ষ্যে যুদ্ধ বিমানের টেকনিক্যাল ত্রুটি সমাধান, বিমান উড্ডয়নের পূর্বে পরিদর্শন, বিমানের ওভার হোলিং কাজ সম্পাদন, বিমানকে যুদ্ধসাজে সজ্জীতকরণ (যেমন বিমানে কামান, বোম্ব, মিসাইল, রকেট সংযুক্তকরণ এবং রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনীর সকল অস্ত্র ও গোলাবারুদ সচল রাখা, আবহাওয়া পূর্বাভাসের উপাত্ত গ্রহণ, এয়ার ট্রাফিক কট্রোল, টেলিকমিউনিকেশন, প্রশাসনিক কার্য সম্পাদন, বিমান বাহিনীর ইউনিট সমূহে নিরাপত্তা দায়িত্ব পালন, চিকিৎসা সহকারী হিসেবে দায়িত্ব পালন সহ সরকার কর্তৃক প্রদত্ত যেকোন কার্য সম্পাদন এবং জাতীয় দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা ইত্যাদি। এসি-২ থেকে এলএসি পদবিধারী ব্যক্তিগণকে সাধারণ বিমানসেনা, কর্পোর‍্যাল ও সার্জেন্টদেরকে এনসিও (নন কমিশন্ড অফিসার) এবং ওয়ারেন্ট অফিসার থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদবিধারী ব্যক্তিদেরকে জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) বলা হয় , যদিও সকলেই বিমানসেনা।

অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট

সম্পাদনা

সার্জেন্টরা কোম্পানি, ব্যাটারি (কোম্পানী সমতুল্য আর্টিলারী), পদাতিক ব্যাটালিয়ন এবং আর্টিলারি রেজিমেন্টে গুরুত্বপূর্ণ নিয়োগের অধিকারী, যেমন কোম্পানি কোয়ার্টারমাস্টার সার্জেন্ট (সিকিউএমএস), রেজিমেন্টাল সার্জেন্ট মেজর (আরএসএম), এই অ্যাপয়েন্টমেন্টে থাকা ব্যক্তিদের আলাদা র‌্যাঙ্ক পদচিহ্ন রয়েছে যদিও এগুলো আসলে নয়।[৩]

অন্যান্য পদের চিহ্ন
সেনাবাহিনী        
রেজিমেন্টের সার্জেন্ট মেজর কোয়ার্টার মাস্টার সার্জেন্ট প্রধান সার্জেন্ট মাস্টার সার্জেন্ট
বিমান বাহিনী  
ফ্লাইট সার্জেন্ট

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ নৌবাহিনী"Rank of Navy & Equivalent Rank"navy.mil.bd। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২১ 
  2. Smaldone, Joseph P. (১৯৯২)। "National Security"। Nigeria: a country study। Area Handbook (5th সংস্করণ)। Library of Congress। পৃষ্ঠা 52। এলসিসিএন 92009026। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "Ranks and Insignia"Join Bangladesh Army। ২০১৭-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বাহ্যিক লিঙ্ক

সম্পাদনা