বাংলাদেশ নৌবাহিনীর পদবি
সার্জেন্ট
বাংলাদেশের অন্যতম সামরিক বাহিনী হচ্ছে নৌবাহিনী। এ বাহিনীর কাজ হচ্ছে সমুদ্রপথে যুদ্ধ করা। বাংলাদেশ নৌবাহিনীতে চার ধরনের সদস্য আছেন: কর্মকর্তা, নাবিক, এমওডিসি (নিরাপত্তারক্ষী) এবং অসামরিক সদস্যগণ।
পদবিসমূহ (উচ্চক্রম অনুসারে)
সম্পাদনাঅফিসার্স
সম্পাদনাপদবিচিহ্নসমূহ | ||||||||||
পদবিসমূহ | এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট পদবিটি এখন আর ব্যবহৃত হয়না। |
সাব-লেফটেন্যান্ট | লেফটেন্যান্ট | লেফটেন্যান্ট কমান্ডার | কমান্ডার | ক্যাপ্টেন | কমোডোর | রিয়ার অ্যাডমিরাল | ভাইস অ্যাডমিরাল | অ্যাডমিরাল |
জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও)
সম্পাদনাপদবিচিহ্নসমূহ | |||
পদবিসমূহ | চীফ পেটি অফিসার | সিনিয়র চীফ পেটি অফিসার | মাস্টার চীফ পেটি অফিসার |
নাবিক
সম্পাদনানারীরা শুধু মেডিক্যাল, সাপ্লাই এবং সেক্রেটারিয়েট শাখায় যোগদানের অনুমতি পান।
ক্রম এবং শাখা | সীম্যান | কমিউনিকেশন | মেকানিক্যাল | সেক্রেটারিয়েট | সাপ্লাই | ইলেক্ট্রিক্যাল | রেডিও ইলেক্ট্রিক্যাল | অর্ডন্যান্স | রেগুলেটিং | মেডিকেল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
০১ | অর্ডিনারী সিম্যান | আরও (জি) -২ | এমই - ২ | রাইটার - ২ | এসএ - ২ | ইএন - ২ | আরইএন - ২ | ইএন - ২(অর্ড) | পিএম - ২ | এমএ - ২ |
০২ | এ্যাবল সীম্যান | আরও (জি) -১ | এমই - ১ | রাইটার - ১ | এসএ - ১ | ইএন - ১ | আরইএন - ১ | ইএন - ১(অর্ড) | পিএম - ১ | এমএ - ১ |
০৩ | লিডিং সীম্যান | এলআরও (জি) | এলএমই | লিডিং রাইটার | এলএসএ | এলইএন | এলআরইএন | এলইএন(অর্ড) | এলপিএম | এলএমএ |
০৪ | পেটি অফিসার | পিওআরএস (জি) | ইআরএ-৪ | পিও (ডব্লিউ) | পিও (এস) | ইএ - ৪ | আরইএ - ৪ | ওএ - ৪ | পিও (আর) | পিও (মেড) |
০৫ | চীফ পেটি অফিসার | সিআরএস (জি) | ইআরএ - ১/২/৩ | সিপিও (ডব্লিউ) | সিপিও (এস) | ইএ - ১/২/৩ | আরইএ - ১/২/৩ | ওএ - ১/২/৩ | সিপিও (রেগ) | সিপিও (মেড) |
০৬ | সিনিয়র চীফ পেটি অফিসার | এসসিপিও (কম) | এসসিপিও (ই) | এসসিপিও (ডব্লিউ) | এসসিপিও (এস) | এসসিপিও (এল) | এসসিপিও (আর) | এসসিপিও (ওই) | এসসিপিও (রেগ) | এসসিপিও (মেড) |
০৭ | মাস্টার চীফ পেটি অফিসার | এমসিপিও (কম) | এমসিপিও (ই) | এমসিপিও (এস) | এমসিপিও (এস) | এমসিপিও (এল)/সিইএ | এমসিপিও (আর)/সিআরইএ | এমসিপিও (ওই)/সিওএ | এমসিপিও (রেগ) | এমসিপিও (মেড) |
০৮ | অনারারী সাব লেফটেন্যান্ট (এক্স) | অনারারী সাব লেঃ (কম) | অনারারী সাব লেঃ (ই) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এস) | অনারারী সাব লেঃ (এল) | অনারারী সাব লেঃ (আর) | অনারারী সাব লেঃ (ওই) | অনারারী সাব লেঃ (রেগ) | অনারারী সাব লেঃ (ডব্লিউ/এম) |
০৯ | অনারারী লেফটেন্যান্ট (এক্স) | অনাঃ লেঃ (কম) | অনাঃ লেঃ (ই) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এস) | অনাঃ লেঃ (এল) | অনাঃ লেঃ (আর) | অনাঃ লেঃ (ওই) | অনাঃ লেঃ (রেগ) | অনাঃ লেঃ (ডব্লিউ/এম) |