বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সকল দপ্তর ও সংস্থারও মন্ত্রী। ১৯৭২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘সংস্কৃতি ও ক্রীড়া’ বিষয়ক একটি বিভাগ গঠিত হয় যা পরে ‘শ্রম ও কল্যাণ’ মন্ত্রণালয়ে যুক্ত করা হয়। তবে আবার এটিকে শিক্ষা মন্ত্রণালয়ে যুক্ত করা হয়। ১৯৭৮ সালে বিভাগটিকে ‘ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’ নামে পৃথক করা হয় এবং ১৯৭৯ সালে ধর্ম বিষয়কে সম্পৃক্ত করে ‘ধর্ম, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়’ নামকরণ করা হয়। ১৯৮০ সালে ধর্ম মন্ত্রণালয়কে আলাদা মন্ত্রণালয় এবং ক্রীড়া এবং সংস্কৃতি বিভাগ থেকে ক্রীড়া বিষয়ক কার্যাবলিকে পৃথক করে ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়’ গঠিত হয় এবং সংস্কৃতিকে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়। পরে এটিকে পূর্ণাঙ্গ মন্ত্রণালয় করা হয়।[১]
বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী | |
---|---|
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় | |
মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদকাল | ৫ বছর |
ওয়েবসাইট | moca.gov.bd/ |
এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা সকল মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর তালিকা দেওয়া হয়েছে।[২]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী
সম্পাদনাক্রমিক | আলোকচিত্র | নাম | পদবী | যোগদান | অব্যাহতি | দল |
---|---|---|---|---|---|---|
১ | নুর মোহাম্মদ খান | উপমন্ত্রী | ২৫ মে ১৯৮৮ | ৩ অক্টোবর ১৯৮৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২ | জাফর ইমাম | মন্ত্রী | ৩ অক্টোবর ১৯৮৯ | ২৩ ডিসেম্বর ১৯৮৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
৩ | সৈয়দ দীদার বখত | প্রতিমন্ত্রী | ২৩ ডিসেম্বর ১৯৮৯ | ৬ ডিসেম্বর ১৯৯০ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
৪ | আলমগীর এম. এ. কবীর | উপদেষ্টা | ১৯ ডিসেম্বর ১৯৯০ | ১৯ ডিসেম্বর ১৯৯০ | নির্দলীয় | |
৫ | ইয়াজউদ্দিন আহম্মেদ | উপদেষ্টা | ১৯ ডিসেম্বর ১৯৯০ | ১৫ মার্চ ১৯৯১ | নির্দলীয় | |
৬ | একিউএম বদরুদ্দোজা চৌধুরী | মন্ত্রী | ২৭ মার্চ ১৯৯১ | ১৯ সেপ্টেম্বর ১৯৯১ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
৭ | জাহানারা বেগম | প্রতিমন্ত্রী | ১৯ সেপ্টেম্বর ১৯৯১ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
৮ | শামসুল হক | উপদেষ্টা | ৩০ এপ্রিল ১৯৯৬ | ২৩ জুন ১৯৯৬ | নির্দলীয় | |
৯ | ওবায়দুল কাদের | প্রতিমন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১০ | রোকেয়া আফজাল রহমান | উপদেষ্টা | ১৬ জুলাই ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | নির্দলীয় | |
১১ | সেলিমা রহমান | প্রতিমন্ত্রী | ১১ অক্টোবর ২০০১ | ২৯ অক্টোবর ২০০৬ | নির্দলীয় | |
১২ | সি এম শফি সামি | উপদেষ্টা | ১ নভেম্বর ২০০৬ | ১২ ডিসেম্বর ২০০৬ | [[বাংলাদেশ জাতীয় | |
১৩ | সফিকুল হক চৌধুরী | উপদেষ্টা | ১২ ডিসেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | নির্দলীয় | |
১৪ | আইয়ুব কাদরী | উপদেষ্টা | ১৭ জানুয়ারি ২০০৭ | ২৭ ডিসেম্বর ২০০৭ | নির্দলীয় | |
১৫ | রাশেদা কে. চৌধুরী | উপদেষ্টা | ২১ জানুয়ারি ২০০৮ | ৬ জানুয়ারি ২০০৯ | নির্দলীয় | |
১৬ | আবুল কালাম আজাদ | মন্ত্রী | ৬ জানুয়ারি ২০০৯ | ২১ ডিসেম্বর ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৭ | প্রমোদ মানকিন | প্রতিমন্ত্রী | ৩১ জুলাই ২০০৯ | ১৪ সেপ্টেম্বর ২০১২ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৮ | হাসানুল হক ইনু | মন্ত্রী | ২১ ডিসেম্বর ২০১২ | ১২ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৯ | আসাদুজ্জামান নূর | মন্ত্রী | ১৩ জানুয়ারি ২০১৪ | ৭ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০ | কেএম খালিদ বাবু | প্রতিমন্ত্রী | ৭ জানুয়ারি ২০১৯ | অদ্যাবধি | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২১ | শেখ হাসিনা | প্রধানমন্ত্রী | ৭ জানুয়ারি ২০২৪ | ৫ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২২ | ড. মুহাম্মদ ইউনূস | প্রধান উপদেষ্টা | ৮ আগস্ট ২০২৪ | ১৫ আগস্ট ২০২৪ | নির্দলীয় | |
২৩ | আসিফ নজরুল | উপদেষ্টা | ১৬ আগস্ট ২০২৪ | ১০ নভেম্বর ২০২৪ | নির্দলীয় | |
২৪ | মোস্তফা সরয়ার ফারুকী | উপদেষ্টা | ১১ নভেম্বর ২০২৪ | অদ্যাবধি | নির্দলীয় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মন্ত্রণালয়ের ইতিহাস"। সংস্কৃতি মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০।
- ↑ "পূর্ববর্তী মন্ত্রী"। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০।