বাংলাদেশের সংসদীয় কমিটিসমূহ

সংসদীয় কমিটি হলো বাংলাদেশের জাতীয় সংসদের কমিটি; যা বাংলাদেশ সরকারের আইনি শাখার অধিকাংশ কার্য সম্পাদন করে। বেশিরভাগ আধুনিক আইনসভার মতো কমিটিগুলি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ উপাদান।[১]

বাংলাদেশের সংবিধানে ন্যূনতম দুটি সংসদীয় কমিটি বাধ্যতামূলক করা হয়েছে: একটি সরকারি হিসাব কমিটি এবং একটি বিশেষ অধিকার কমিটি।[২] সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, প্রতিটি সরকারি মন্ত্রণালয়ের জন্য একটি করে অতিরিক্ত কমিটি প্রয়োজন।[৩]

স্থায়ী কমিটিতে সাধারণত ৮ থেকে ১৫ জন সদস্য থাকে।[৪] কমিটিগুলি গোপনীয়তা বজায় রেখে বসে, তাদের সভাগুলি জনসাধারণ বা মিডিয়ার জন্য উন্মুক্ত নয়।

কমিটির তালিকা সম্পাদনা

একাদশ জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে :[৫]

  1. কার্য উপদেষ্টা কমিটি
  2. কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি
  3. বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি
  4. পিটিশন কমিটি
  5. লাইব্রেরি কমিটি
  6. সংসদ কমিটি
  7. বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি
  8. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  9. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  10. সরকারি প্রতিষ্ঠান কমিটি
  11. সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি
  12. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  13. প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  14. অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি
  15. বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  16. সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি
  17. পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  18. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  19. জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  20. যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  21. খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  22. অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  23. ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  24. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  25. পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  26. নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  27. সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  28. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  29. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  30. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  31. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  32. বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  33. পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  34. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  35. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  36. তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  37. কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  38. শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  39. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  40. শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  41. স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  42. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  43. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  44. পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  45. বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  46. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  47. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  48. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  49. রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
  50. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ahmed, Nizam (২০১৮-০২-০৬)। The Parliament of Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 978-1-351-72794-5 
  2. "The Parliament of Bangladesh: Representation and Accountability"CMI - Chr. Michelsen Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০১ 
  3. Ahmed, Nizam (২০১৮-০২-০৬)। The Parliament of Bangladesh (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা ১৩৪। আইএসবিএন 978-1-351-72794-5 
  4. Rahman, Taiabur (২০০৮)। Parliamentary control and government accountability in South Asia: a comparative analysis of Bangladesh, India, and Sri Lanka। Routledge advances in South Asian studies series (প্রথম সংস্করণ)। London: Routledge। পৃষ্ঠা ১০৪। আইএসবিএন 978-0-415-40498-3 
  5. "কমিটির নাম"www.parliament.gov.bd। ২০১৯-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৯