বড়ঘোপ ইউনিয়ন
বড়ঘোপ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন।
বড়ঘোপ | |
---|---|
ইউনিয়ন | |
৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বড়ঘোপ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৮′৩২″ উত্তর ৯১°৫২′১২″ পূর্ব / ২১.৮০৮৮৯° উত্তর ৯১.৮৭০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | কুতুবদিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আবুল কালাম |
আয়তন | |
• মোট | ১০ বর্গকিমি (৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৫,৮৯৪ |
• জনঘনত্ব | ২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.০২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবড়ঘোপ ইউনিয়নের আয়তন ২৪৭০ একর (১০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বড়ঘোপ ইউনিয়নের লোকসংখ্যা ২৫,৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ১৩,১২৫ জন এবং মহিলা ১২,৭৪৯ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকুতুবদিয়া উপজেলার মধ্যাংশে বড়ঘোপ ইউনিয়নের অবস্থান। কুতুবদিয়া উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে কৈয়ারবিল ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়ন, পূর্বে কুতুবদিয়া চ্যানেল ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন, দক্ষিণে আলী আকবর ডেইল ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবড়ঘোপ ইউনিয়ন কুতুবদিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি বড়ঘোপ মৌজা নিয়েই গঠিত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর বড়ঘোপ |
২নং ওয়ার্ড | মাতবর পাড়া |
৩নং ওয়ার্ড | রোমাই পাড়া, ঘোনার মোড় |
৪নং ওয়ার্ড | অমজাখালী |
৫নং ওয়ার্ড | মগ ডেইল |
৬নং ওয়ার্ড | মুরালিয়া |
৭নং ওয়ার্ড | আজম কলোনী |
৮নং ওয়ার্ড | মনোহরখালী |
৯নং ওয়ার্ড | আরব সিকদার পাড়া, ছৈয়দ পাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবড়ঘোপ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.০২%।[১] এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ১টি মহিলা ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আলহাজ্ব আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাজী হেলাল উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়ঘোপ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাস্টার নূর আহমদ শিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবড়ঘোপ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কুতুবদিয়া-ধুরুং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাবড়ঘোপ ইউনিয়নে ২৮টি মসজিদ ও ৪টি মন্দির রয়েছে।[২]
খাল ও নদী
সম্পাদনাবড়ঘোপ ইউনিয়নের পূর্ব দিকে কুতুবদিয়া চ্যানেল এবং পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়া রয়েছে কুমিরাছড়া খাল এবং আজমকলোনী কাজীর বাপের খাল।[৮]
হাট-বাজার
সম্পাদনাবড়ঘোপ ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বড়ঘোপ বাজার।[৯]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বড়ঘোপ সমুদ্র সৈকত
- সৈকতের গ্যাসযুক্ত পাথরের টিলা
- ঝাউবন এলাকা
- জলসিঁড়ি হেলিপ্যাড
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- নাছির উদ্দিন; সাবেক সচিব।
- এ এম মান্নান; প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কুতুবদিয়া সরকারি কলেজ।
- এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী; উপজেলা চেয়ারম্যান।
- মোবারক হোছাইন সাবেক চেয়ারম্যান
- মোবারক হোছাইন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান।[১১]
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান:আবুল কালাম
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কুতুবদিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "এক নজরে ৫নং বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।
- ↑ "কলেজ - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41203&union=05[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"। baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।