বড়ঘোপ ইউনিয়ন

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন

বড়ঘোপ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন

বড়ঘোপ
ইউনিয়ন
৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদ
বড়ঘোপ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
বড়ঘোপ
বড়ঘোপ
বড়ঘোপ বাংলাদেশ-এ অবস্থিত
বড়ঘোপ
বড়ঘোপ
বাংলাদেশে বড়ঘোপ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৮′৩২″ উত্তর ৯১°৫২′১২″ পূর্ব / ২১.৮০৮৮৯° উত্তর ৯১.৮৭০০০° পূর্ব / 21.80889; 91.87000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাকুতুবদিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআবুল কালাম
আয়তন
 • মোট১০ বর্গকিমি (৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৫,৮৯৪
 • জনঘনত্ব২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৮.০২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বড়ঘোপ ইউনিয়নের আয়তন ২৪৭০ একর (১০ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বড়ঘোপ ইউনিয়নের লোকসংখ্যা ২৫,৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ১৩,১২৫ জন এবং মহিলা ১২,৭৪৯ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

কুতুবদিয়া উপজেলার মধ্যাংশে বড়ঘোপ ইউনিয়নের অবস্থান। কুতুবদিয়া উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে কৈয়ারবিল ইউনিয়নলেমশীখালী ইউনিয়ন, পূর্বে কুতুবদিয়া চ্যানেলপেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন, দক্ষিণে আলী আকবর ডেইল ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

বড়ঘোপ ইউনিয়ন কুতুবদিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি বড়ঘোপ মৌজা নিয়েই গঠিত।[]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড উত্তর বড়ঘোপ
২নং ওয়ার্ড মাতবর পাড়া
৩নং ওয়ার্ড রোমাই পাড়া, ঘোনার মোড়
৪নং ওয়ার্ড অমজাখালী
৫নং ওয়ার্ড মগ ডেইল
৬নং ওয়ার্ড মুরালিয়া
৭নং ওয়ার্ড আজম কলোনী
৮নং ওয়ার্ড মনোহরখালী
৯নং ওয়ার্ড আরব সিকদার পাড়া, ছৈয়দ পাড়া

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

বড়ঘোপ ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.০২%।[] এ ইউনিয়নে ১টি সরকারি কলেজ, ১টি মহিলা ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ

[]

মাদ্রাসা

[]

মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আলহাজ্ব আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাজী হেলাল উদ্দিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড়ঘোপ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাস্টার নূর আহমদ শিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

বড়ঘোপ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কুতুবদিয়া-ধুরুং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

বড়ঘোপ ইউনিয়নে ২৮টি মসজিদ ও ৪টি মন্দির রয়েছে।[]

খাল ও নদী

সম্পাদনা

বড়ঘোপ ইউনিয়নের পূর্ব দিকে কুতুবদিয়া চ্যানেল এবং পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়া রয়েছে কুমিরাছড়া খাল এবং আজমকলোনী কাজীর বাপের খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

বড়ঘোপ ইউনিয়নের প্রধান হাট/বাজার হল বড়ঘোপ বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • বড়ঘোপ সমুদ্র সৈকত
  • সৈকতের গ্যাসযুক্ত পাথরের টিলা
  • ঝাউবন এলাকা
  • জলসিঁড়ি হেলিপ্যাড

[১০]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা
  • নাছির উদ্দিন; সাবেক সচিব।
  • এ এম মান্নান; প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কুতুবদিয়া সরকারি কলেজ।
  • এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী; উপজেলা চেয়ারম্যান।
  • মোবারক হোছাইন সাবেক চেয়ারম্যান
  • মোবারক হোছাইন, প্রাক্তন ইউপি চেয়ারম্যান।[১১]

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান:আবুল কালাম

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কুতুবদিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে ৫নং বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭ 
  3. "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭ 
  4. "কলেজ - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd 
  5. "মাদ্রাসা - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd 
  6. "মাধ্যমিকবিদ্যালয় - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd 
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41203&union=05[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "খাল ও নদী - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭ 
  9. "হাট বাজারের তালিকা - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd 
  10. "দর্শনীয়স্থান - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭ 
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - বড়ঘোপ ইউনিয়ন - বড়ঘোপ ইউনিয়ন"baraghopup.coxsbazar.gov.bd। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা